AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRH vs KKR Highlights, IPL 2025: কেকেআরের সবচেয়ে বড় হার! ১১০ রানের জয়ে মরসুম শেষ হায়দরাবাদের

| Updated on: May 26, 2025 | 12:12 AM
Share

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders Live Score in Bengali: আইপিএলে (IPL) আজ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মরসুমের শেষ ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।

SRH vs KKR Highlights, IPL 2025: কেকেআরের সবচেয়ে বড় হার! ১১০ রানের জয়ে মরসুম শেষ হায়দরাবাদের
Image Credit: TV9 Bangla Graphics

বিশাল হার দিয়ে মরসুম শেষ কলকাতা নাইট রাইডার্সের। সানরাইজার্সের কাছে ১১০ রানে হার। রানের নিরিখে এটিই কেকেআরের সবচেয়ে বড় হারের ব্যবধান। কেকেআর ও সানরাইজার্স দু-দলই মরসুমের শেষ ম্যাচে নেমেছিল। কারও কাছেই হারানোর কিছু ছিল না। মরসুমের শেষ ম্যাচটা জিতে অভিযানে ইতি টানাই লক্ষ্য ছিল। উল্টে লজ্জাজনক হারে মরসুম শেষ হল কেকেআরের। এই ম্যাচের আগে টেম্পোরারি পরিবর্ত হিসেবে মিস্ট্রি স্পিনার শিবম শুক্লাকে সই করিয়েছিল কেকেআর। তেমনই লভনীথ সিসোদিয়ারও আইপিএল অভিষেকের সম্ভাবনা ছিল প্রবল। কিছু না হারানোর ম্যাচেও লভনীথকে সুযোগ দেওয়া হল না। পুরো মরসুম বেঞ্চেই কাটল এই কিপার ব্যাটারের। সানরাইজার্স শিবিরে নজর ছিল মহম্মদ সামিকে খেলানো হয় কি না। খেলানো হল না তাঁকে। আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মরসুমের শেষ ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 26 May 2025 12:07 AM (IST)

    SRH vs KKR: ম্যাচ রিপোর্ট

    নিজেদের সবচেয়ে বড় হারে মরসুম শেষ কলকাতা নাইট রাইডার্সের। বিস্তারিত পড়ুন: মুম্বইয়ের রেকর্ড ছিনিয়ে নিল হায়দরাবাদ! সবচেয়ে বড় হার কেকেআরের

  • 25 May 2025 11:19 PM (IST)

    SRH vs KKR: সবচেয়ে বড় হার

    রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানে হার। ১১০ রানের হারে মরসুম শেষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। কেকেআরকে ২৭৯ রানের টার্গেট দিয়েছিল সানরাইজার্স। ১৬৮ রানেই অলআউট কলকাতা নাইট রাইডার্স।

  • 25 May 2025 11:08 PM (IST)

    SRH vs KKR: লক্ষ্য এবার ডাবল ডিজিট!

    সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড আটকানো গিয়েছে। তিন অঙ্কের ব্যবধানে হারের লজ্জা আটকানোর লড়াই। ক্রিজে হর্ষিত রানা ও বৈভব। কিন্তু ক্যাজুয়াল অ্যাপ্রোচে রান আউট বৈভব। পার্কে বেড়ানোর মতোই নন স্ট্রাইকে ফিরছিলেন বৈভব। পা হাওয়ায় ছিল। ক্রিজে শেষ উইকেট জুটি।

  • 25 May 2025 10:55 PM (IST)

    SRH vs KKR: সবচেয়ে বড় হার আটকানোর লড়াই

    আইপিএলে রানের নিরিখে সবচেয়ে বড় হারের ব্যবধান ১৪৬ রানে। আপাতত তা এড়ানোর লক্ষ্যে কেকেআর। ক্রিজে মণীশ পান্ডে ও হর্ষিত রানা।

  • 25 May 2025 09:13 PM (IST)

    SRH vs KKR: ক্লাসেনের সেঞ্চুরি

    বাকি এক ওভার। ২৬৯ হয়ে গিয়েছে সানরাইজার্সের। ফলে আইপিএলের ইতিহাসে নিজেদের গড়া ২৮৭ রানের রেকর্ড পেরিয়ে যেতে পারে।

  • 25 May 2025 08:05 PM (IST)

    SRH vs KKR: রিঙ্কুর সেফ হ্যান্ড

    সুনীল নারিনের বোলিংয়ে অবশেষে ব্রেক থ্রু। ক্যাচ নিতে কোনও ভুল করেননি রিঙ্কু সিং। ১৬ বলে ৩২ রানে ফিরলেন অভিষেক। তিনে নামানো হল হেনরিখ ক্লাসেনকে।

  • 25 May 2025 07:03 PM (IST)

    SRH vs KKR: টস আপডেট

    দীর্ঘ বিরতির পর নামছে কেকেআর। প্রস্তুতি চলছিল। রান তাড়া নিয়ে সমস্যা নেই, জানিয়ে দিলেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। আমাদের নানা সুযোগ ছিল, প্রত্যেকে ভালো চেষ্টা করেছে, ভুল থেকে শেখার চেষ্টা করব, বলছেন রাহানে। ১৮ দিন পর খেলছি, চেঞ্জ! সিওর নন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে।

  • 25 May 2025 06:15 PM (IST)

    SRH vs KKR: কেকেআরে অভিষেক!

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ অভিষেকের সম্ভাবনা কেকেআরের কিপার-ব্যাটার লাভনীথ সিসোদিয়ার। মরসুমের শুরু থেকে ওয়েটিং লিস্টেই রয়েছেন। এর আগে আরসিবিতেও তাঁকে বেঞ্চেই কাটাতে হয়েছিল। মরসুমের শেষ ম্যাচে অভিষেক হতে পারে কেকেআর কিপারের।

  • 25 May 2025 05:51 PM (IST)

    SRH vs KKR: কেকেআরের শেষ ম্যাচ

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মরসুমের শেষ ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লিতে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। পড়ুন ম্যাচ প্রিভিউ: মরসুমের শেষ ম্যাচে কেকেআরের অস্ত্র মিস্ট্রি স্পিনত্রয়ী!

Published On - May 25,2025 5:30 PM