IND vs AUS: টেস্টে হার, ওডিআই সিরিজেও কামিন্সের দায়িত্ব কে সামলাবেন?

IND vs AUS: টেস্ট সিরিজে টিম হেরেছে ঠিকই, তবে ০-২ থেকে কিছুটা হলেও সম্মান বাঁচিয়েছে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই ওয়ান ডে সিরিজে ভারতের বিরুদ্ধে নামবে অস্ট্রেলিয়া। কিন্তু কে দেবেন টিমের নেতৃত্ব?

IND vs AUS: টেস্টে হার, ওডিআই সিরিজেও কামিন্সের দায়িত্ব কে সামলাবেন?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2023 | 12:56 PM

নয়াদিল্লি: বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) চরম ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছেন তিনি। ০-২ থেকে শেষ পর্যন্ত ১-২ হয়েছে সিরিজ। সফরের শেষ টেস্টেও অস্ট্রেলিয়ান টিম যথেষ্ট ভালো পারফর্ম করেছে আমেদাবাদে। ইন্দোরে আড়াই দিনে টেস্ট জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট জোগাড় করে ফেলেছিল টিম। তলানিতে চলে অজি টিমকে খাদের মুখ থেকে ঘুরে দাঁড় করিয়েছিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। সেই তাঁর উপরেই ভরসা রেখে এগোতে চাইছে অস্ট্রেলিয়ার টিম ম্য়ানেজমেন্ট। টেস্ট সিরিজের পর ওয়ান ডে সিরিজেও ভারতের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন স্মিথই। একটা সময় এই স্মিথের হাতেই ছিল টিমের দায়িত্ব। কিন্তু বল বিকৃতি বিতর্কের পর নেতৃত্ব খোয়াতে হয়েছিল তাঁকে। স্মিথ যে আজও নেতা হিসেবে সেরা বিকল্প, তা প্রমাণ করে দিয়েছেন ভারত সফরে। তাই প্যাট কামিন্সের (Pat Cummins) পরিবর্তে ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দেবেন স্মিথ। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

মায়ের শরীর খারাপের জন্য সফর চলাকালীনই দেশে ফিরে গিয়েছিলেন কামিন্স। কয়েক দিন আগে অসুস্থ মাকে হারিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। আপাতত তিনি পরিবারের সঙ্গেই কাটাতে চান। যে কারণে ভারতের বিরুদ্ধে বাকি সফরে আর ফিরছেন না কামিন্স। আর তাই স্মিথই সেরা বিকল্প অস্ট্রেলিয়ার। ভারতের মাটিতে অক্টোবর-নভেম্বরে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। সে কথা মাথায় রেখে সব টিমই উপমহাদেশের বিশেষ করে ভারতের পিচের সঙ্গে সড়গড় হতে চাইছে। যে কারণে ভারতের বিরুদ্ধে এই ওয়ান ডে সিরিজ অস্ট্রেলিয়ার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তাই টিম গুছিয়ে নেওয়ার জন্য এই ওয়ান ডে সিরিজকে অত্যন্ত গুরুত্ব দিতে চাইছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। স্মিথ দীর্ঘদিন ধরে ভারতে খেলছেন। আইপিএলেও নিয়মিত খেলেন। ভারতের পরিবেশ, আবহাওয়া, পিচ সবই ভালো বোঝেন। যে কারণে তাঁকেই নেতৃত্ব দেওয়া হয়েছে। কামিন্সের পরিবর্তে অবশ্য কাউকে টিমে নেওয়া হচ্ছে না। একমাত্র ঝাই রিচার্ডসনের বদলে নাথন এলিসকে ওয়ান ডে টিমে নেওয়া হয়েছে।

ভারতের মাটিতে বিশ্বকাপে ভালো পারফর্ম করতে হলে টিমে ব্যাটিং গভীরতা দরকার। আর সে কথা মাথায় রেখেই আট নম্বর পর্যন্ত ব্যাটিং অপশন রাখতে চাইছে অজি টিম ম্যানেজমেন্ট। হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডো বলেছেন, ‘ওয়ান ডে সিরিজের আগে টিমে কতটা ভারসাম্য দরকার, তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আট নম্বর পর্যন্ত যাতে ব্যাটার থাকে, সে দিকে নজর রাখা হয়েছে। এমন একটা কম্বিনেশন যাতে বিশ্বকাপের সময় খাড়া করা যেতে পারে, সে চেষ্টাই করা হবে।’ ম্যাকডোনাল্ডের কথা ধরলে, অলরাউন্ডারদের উপর আস্থা রাখা হবে। তবে টিমের চোট আঘাত কিছুটা হলেও সমস্যায় ফেলছে টিমকে।