Sunil Gavaskar: রোহিত শর্মার পর ভারতের নেতা কে? সানি বলে দিলেন নাম!
TeamIndia: চলতি বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর রোহিত শর্মা আর নেতা হিসেবে থাকবেন না। তাঁর বদলে কে হতে পারেন ভারতের ক্যাপ্টেন?
নয়াদিল্লি: রোহিত শর্মা (Rohit Sharma) চলতি বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ান ডে বিশ্বকাপে (World Cup 2023) ভারতের নেতৃত্ব দেবেন। বয়স, ফিটনেস— সব দিক থেকে ভাবলে এটাই হয়তো নেতা হিসেবে রোহিতের শেষ বিশ্বকাপ হবে। তারপর তরুণ কোনও নেতাকে সামনে রেখে এগোতে হবে ভারতীয় টিমকে। এমনিতে, লাল ও সাদা বলে বিসিসিআই দুই নেতা তত্ত্বে একটু একটু করে বিশ্বাসী হয়ে উঠছে। যদিও রোহিত তিন ফর্ম্যাটেই প্রায় সব সিরিজেই দায়িত্ব সামলাচ্ছেন। টি-টোয়েন্টি কিংবা কোনও কোনও ওয়ান ডে সিরিজে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), লোকেশ রাহুল, ঋষভ পন্থদের মতো নেতাদের দেখা গিয়েছে। ঠিক যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি করবেন হার্দিক। রোহিতকে বিশ্রাম দেওয়ার হয়েছে। বাকি দুটো ম্যাচে নেতৃত্ব দেবেন রোহিতই। প্রশ্ন হল, রোহিতের পর ভারতের নেতা কে হবেন? সুনীল গাভাসকর বলে দিলেন, রোহিতের পর ভারতের দায়িত্ব সামলানোর মতো যোগ্য কে হতে পারেন? বিস্তারিত TV9Bangla-য়।
কে হতে পারেন ভারতের নতুন নেতা? হার্দিক পান্ডিয়াতে আস্থা রাখছেন সানি। ভারতের প্রাক্তন ক্যাপ্টেনের স্পষ্ট বক্তব্য, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে হার্দিক যে ভাবে ক্যাপ্টেন্সি করেছে, তাতে আমি সত্যিই ভীষণ প্রভাবিত হয়েছি। গুজরাট টাইটান্সের হয়ে তো বটেই, ভারতের হয়েও একই রকম ছাপ রেখেছে। মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটা যদি জেতে ভারত, তা হলে বলে দেওয়া যায়, হার্দিক পরবর্তী নেতা হিসেবে একেবারে প্রথমে থাকবে। ঘরের মাঠে বিশ্বকাপ শেষ হওয়ার পরই ওকে ভারতের নেতা হিসেবে দেখা যেতে পারে।’
মিডল অর্ডারে হার্দিকের উপস্থিতি ভারতীয় টিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাভাসকর বলেও দিচ্ছেন, ‘মিডল অর্ডারে ওর থাকাটা খুব গুরুত্বপূর্ণ। খেলায় যেমন প্রভাব বিস্তার করতে পারে, তেমনই বদলে দিতে পারে খেলাটা। গুজরাতের ক্ষেত্রে অনেক ম্যাচে ও টপ অর্ডারে নিজেকে তুলে এনেছে। যখনই টিমের দরকার পড়েছে, ও সামনে থেকে খেলার চেষ্টা করেছে। ওর মতো একজন ভারতের নেতা হিসেবে দরকার। যে সামনে থেকে নেতৃত্ব দেবে। প্রয়োজনের সময় টিমের অন্যদের থেকে নিজের উপর বেশি নির্ভর করবে। কারণ, হার্দিক খুব ভালো করেই জানবে যে, টিমের কঠিন পরিস্থিতিতে ওকেই সবচেয়ে বেশি দরকার।’
হার্দিকের ক্যাপ্টেন্সি স্টাইলও টিমের প্লেয়াররা পছন্দ করে, এমনই বলে দিচ্ছেন সানি। তাঁর কথায়, ‘হার্দিকের ক্যাপ্টেন্সি স্টাইলটা ভীষণ সহজ-সরল। যা টিমের অন্যান্যরাও খুব পছন্দ করে। ও যে ভাবে টিমকে আগলে রাখে, প্লেয়ারদের কাঁধে হাত রাখে, তাতে ওর সতীর্থরা কিছুটা হলেও নিশ্চিন্ত হয়। এটা কিন্তু ক্যাপ্টেন হিসেবে খুব জরুরি একটা ব্যাপার। ক্যাপ্টেন যদি আত্মবিশ্বাস দিতে পারে, তা হলে প্লেয়াররা নিজেদের স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারে। সেরাটা দিতে পারে।’