Tilak Varma: ‘পুষ্পা থ্রি’-তে আল্লু অর্জুনের জায়গা নেবেন তিলক ভার্মা? ক্যাপ্টেন স্কাই বললেন…
IND vs SA: ভারতের টি-২০ টিমে প্রতিভার ছড়াছড়ি। তরুণ ক্রিকেটারদের মধ্যে একদিকে যেমন একাদশে সুযোগ পাওয়ার লড়াই রয়েছে, তেমনই বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তাঁদের মধ্যে ফুটে ওঠে। অধিনায়ক সূর্যকুমার যাদব টিমের তরুণদের খেলার স্বাধীনতা দিয়েছেন।
কলকাতা: মেন ইন ব্লুর ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশের মাটিতে টি-২০ সিরিজে হারানোর পর এ কথা বলা হচ্ছে ক্রিকেট মহলে। ভারতের টি-২০ টিমে প্রতিভার ছড়াছড়ি। তরুণ ক্রিকেটারদের মধ্যে একদিকে যেমন একাদশে সুযোগ পাওয়ার লড়াই রয়েছে, তেমনই বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তাঁদের মধ্যে ফুটে ওঠে। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টিমের তরুণদের খেলার স্বাধীনতা দিয়েছেন। তিলক ভার্মা (Tilak Varma) তিনে ব্যাটিং চেয়েছিলেন। সূর্য সেই সুযোগ করে দেন। পরপর ২টো ম্যাচে সেঞ্চুরি করে তিলক প্রমাণ করেন তাঁর উপর ভরসা রেখে ভুল করেননি সূর্য। প্রোটিয়া সিরিজ জেতার দিনে তিলককে ভারতীয় টিমের আল্লু অর্জুন বলে ডেকেছেন সূর্য। শুধু তাই নয়, ক্যাপ্টেন স্কাই তাঁর সামনে প্রশ্ন রাখেন, পুষ্পা থ্রি সিনেমায় তিলক অভিনয় করবেন কিনা। কী উত্তর দিলেন তরুণ তুর্কি?
বিসিসিআই টিভির ভিডিয়োতে অধিনায়ক সূর্যকুমার যাদব সেঞ্চুরি করা তিলককে জিজ্ঞাসা করেন, পরপর দুটো ম্যাচে শতরান করে কেমন লাগছে? উত্তরে তিলক বলেন, ‘এখন কোনও শব্দ বেরোচ্ছে না। এই সুযোগ পেয়ে দারুণ লাগছে। কখনও ভাবিনি টি-২০ ক্রিকেটে পরপর সেঞ্চুরি করব। তোমাকে ধন্যবাদ বলতে চাই।’ যা শুনে স্কাই বলেন, ‘আমাকে নয়, ওই ওখানে সিলেক্টর বসে রয়েছেন। ধন্যবাদ বললে তাঁকে বলো।’
তিলক ভার্মাকে এরপর ক্যাপ্টেন স্কাই তাঁর কোঁকড়ানো চুল নিয়ে প্রশ্ন করেন। সূর্য তরুণ ক্রিকেটার তিলককে বলেন, ‘আমার একটা প্রশ্ন রয়েছে। এই যে লম্বা চুলের রহস্য নিয়ে। যা দেখে অনেকেই তোমাকে আল্লু অর্জুন বলে ডাকছে তো। ওখানে তিনি তেলগু সুপারস্টার। আর তুমি এখানে।’ ক্যাপ্টেনের এই প্রশ্নের উত্তরে তিলক বলেন, “তেমন কিছু রহস্য নেই। এই তো বড় চুল রাখা শুরু করেছি। তুমিও তো আমার বড় চুল দেখে বলেছিলে, ‘তোকে তো ভাই আল্লু অর্জুনের মতো লাগছে’। সকলেই জানে, এক বার তুমি যা বলে দাও, সেটা ছড়িয়ে পড়ে। আমার ভালো লাগে হেলমেটের বাইরে চুল বেরিয়ে আসে।”
এরপর সূর্য বলেন, তা হলে তুমি বলতে চাইছো পুষ্পা থ্রিতে কাজ করতে চাও? হাসতে হাসতে তিলক বলেন, ‘না না আমার কাজ তো ব্যাট বল নিয়ে মাঠে খেলা। আর পরিশ্রম করা। বাকি সব কিছু ঈশ্বরের হাতে।’ যা শুনে মুচকি হেসে সূর্য বলেন, ‘বাপ রে কত নম্র ও সহৃদয় এই ছেলেটা।’
Jersey number secret, hairdo and a special message for #TeamIndia Captain @ImRo45 🤗
Skipper SKY interviews ‘Humble’ centurions @IamSanjuSamson & @TilakV9 💯
WATCH 🎥 🔽 #SAvIND | @surya_14kumar
— BCCI (@BCCI) November 16, 2024