Shubman Gill: সূর্য দ্রুতই অস্ত যাবে! পার্মানেন্ট ক্যাপ্টেন শুভমন গিল; মনে করছেন কিউয়ি কিংবদন্তি

Jul 27, 2024 | 4:55 PM

Surykumar Yadav: শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা-বলের সিরিজ শুরুর আগে নির্বাচক প্রধান অজিত আগরকর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সূর্যকুমার যাদবকে (Surykumar Yadav) একমাত্র টি-২০ টিমেই ভাবা হচ্ছে। টেস্ট ও ওডিআইতে ভারতের নেতা থাকছেন রোহিত শর্মাই। তাঁর পর কে হবেন ভারতের তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন?

Shubman Gill: সূর্য দ্রুতই অস্ত যাবে! পার্মানেন্ট ক্যাপ্টেন শুভমন গিল; মনে করছেন কিউয়ি কিংবদন্তি
Shubman Gill: সূর্য দ্রুতই অস্ত যাবে! পার্মানেন্ট ক্যাপ্টেন শুভমন গিল; মনে করছেন কিউয়ি কিংবদন্তি
Image Credit source: X

Follow Us

কলকাতা: ভারতীয় ক্রিকেটের প্রিন্স নামে পরিচিতি পেয়েছেন শুভমন গিল (Shubman Gill)। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে তাঁকে সহ-অধিনায়ক করার পর থেকে ক্রিকেট মহল বলছে, ভারতের ভবিষ্যতের ক্যাপ্টেন শুভমন গিল। ভারতীয় বোর্ড, টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের কথা ভেবেই হয়তো শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে। এদিকে নির্বাচক প্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সূর্যকুমার যাদবকে (Surykumar Yadav) একমাত্র টি-২০ টিমেই ভাবা হচ্ছে। টেস্ট ও ওডিআইতে ভারতের নেতা থাকছেন রোহিত শর্মাই। হিটম্যানের পর কে হবেন ভারতের তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন? এই নিয়ে চর্চা চলছে। এরই মাঝে নিউজিল্যান্ডের এক প্রাক্তন অলরাউন্ডার বলে দিলেন, তিনি মনে করেন ভারতীয় টিমের অল্প সময়ের ক্যাপ্টেন সূর্যকুমার। আর শুভমনই টিম ইন্ডিয়ার ভবিষ্যতের অধিনায়ক।

প্রাক্তন কিউয়ি অলরাউন্ডার স্কট স্টাইরিস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর মনে হয় সূর্যকুমার যাদবকে ট্রানজিশনাল ক্যাপ্টেন করা হয়েছে। শুভমনকে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে বলে স্কট মনে করেন, ভারতের তরুণ তুর্কির এখনও অনেক কিছু শেখা বাকি। তিনি বলেছেন, ‘সহ-অধিনায়ক হলেন এমন একজন, যিনি নেতৃত্ব দেওয়া শিখছেন। এবং শিখছেন কী ভাবে একটা ক্রিকেট টিমকে পরিচালনা করা যায়। শুভমন গিল সহ-অধিনায়ক হওয়ায় আমার কোনও সমস্যা নেই। ও আইপিএলেও নেতৃত্ব দিয়েছে।’

সূর্য শীঘ্রই যাবে অস্তাচলে! এমন ভাবনাই আসছে কিউয়ি কিংবদন্তির মনে। স্কট বলেন, ‘হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হল না। এক এক করে সিনিয়ররা অবসর নেবে। তাই হয়তো গৌতম গম্ভীর এখন সূর্যকুমার যাদবকে টেম্পোরারি ক্যাপ্টেন করেছে। হতে পারে সেটা এক বা দু’বছরের জন্য। তারপর হয়তো গিলই হবে ভারতের পরবর্তী ক্যাপ্টেন।’

কিউয়ি প্রাক্তন তারকার মতে, শুভমন গিলের আরও উন্নতির প্রয়োজন। শুভমনের ২৪ বছর বয়স। এখনও অভিজ্ঞতাও তাঁর কম। ক্যাপ্টেন হতে গেলে কী করা দরকার সেটাও গিলকে রপ্ত করতে হবে, এমনটাই মনে করেন স্কট। শুভমন নিজেও জানেন, ভবিষ্যত সম্ভবনা। তবে কিউয়ি প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিস বলছেন, ‘শুভমন গিলের এখন উচিত ক্রিকেটে মনোযোগ দেওয়া। তোমার উপর ভবিষ্যতে আমাদের নজর থাকবে।’

Next Article