AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suryakumar Yadav: ক্রিকেট ছেড়ে কি বেসবলে হাত পাকাবেন সূর্যকুমার যাদব? ভিডিয়োতে ইঙ্গিত তেমনই!

Watch Video: ভারতের টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদবকে সম্প্রতি দেখা গিয়েছে নিউ ইয়র্কে। তিনি পৌঁছে গিয়েছিলেন নিউ ইয়র্কের ইয়াংকি স্টেডিয়ামে। মেজর লিগ বেসবল টিমের অন্যতম সফল টিম নিউ ইয়র্ক ইয়াংকির ঘরের মাঠ এটি। সূর্যর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Suryakumar Yadav: ক্রিকেট ছেড়ে কি বেসবলে হাত পাকাবেন সূর্যকুমার যাদব? ভিডিয়োতে ইঙ্গিত তেমনই!
Suryakumar Yadav: এ বার কি বেসবলে হাত পাকাবেন সূর্যকুমার যাদব? ভিডিয়োতে ইঙ্গিত তেমনই!Image Credit source: Suryakumar Yadav X
Follow Us:
| Updated on: Aug 11, 2024 | 2:41 PM

কলকাতা: ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্রতম ফর্ম্যাটে তিনি অন্যতম সেরা ব্যাটার। মিস্টার ৩৬০ ডিগ্রি নামেও তিনি পরিচিতি পেয়েছেন। এই মুহূর্তে আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় দুই নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতের টি-২০ ব্যাটার স্কাইকে সম্প্রতি দেখা গিয়েছে নিউ ইয়র্কে। তিনি পৌঁছে গিয়েছিলেন নিউ ইয়র্কের ইয়াংকি স্টেডিয়ামে। মেজর লিগ বেসবল টিমের অন্যতম সফল টিম নিউ ইয়র্ক ইয়াংকির ঘরের মাঠ এটি। সূর্যর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকের মনে প্রশ্ন জেগেছে এ বার বেসবলে কি হাত পাকাবেন সূর্যকুমার যাদব?

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র টি-২০ বিশ্বকাপের যুগ্ম আয়োজক ছিল। সেখানকার নাগরিকদের ক্রিকেট নিয়ে আগ্রহ বেড়েছে। নিউ ইয়র্কে অন্যতম জনপ্রিয় খেলা বেসবল। তাই ভারতের অনেক ক্রিকেটার বেসবলের মাঠে মাঝে মাঝে যান। এ বার যেমন নিউ ইয়র্ক ইয়াংকির ঘরের মাঠে গিয়েছিলেন স্কাই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, স্কাইকে নিউ ইয়র্ক ইয়াংকি টিমের একটি কাস্টমাইজড জার্সি উপহার দেওয়া হয়েছে। যেখানে লেখা সূর্য। ও জার্সি নম্বর ৬৩।

স্কাই নিউ ইয়র্ক ইয়াংকি দলের সদস্যদের সঙ্গেও দেখা করেন। ওই জার্সি পরে পোজও দেন। এই উপহার ও সম্মান পাওযায় তাঁর চোখে-মুখে হাসি ফুটে উঠছিল। আর সূর্যর সেই জার্সিতে অটোগ্রাফও দেন নিউ ইয়র্ক ইয়াংকির তারকারা। সময়টা ভালোই যাচ্ছে সূর্যকুমার যাদবের। কয়েকদিন আগে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন। তারপর শ্রীলঙ্কা সফরে তাঁকে ভারতের টি-২০ ক্যাপ্টেন বানিয়ে পাঠানো হয়েছিল। সেখানে লঙ্কানদের ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ হারায় স্কাইয়ের মেন ইন ব্লু। এ বার অবশ্য সূর্যর ফোকাস ক্রিকেটের তিন ফর্ম্যাটে খেলা। তিনি সেই মতো প্রস্তুতি নিচ্ছেন।

View this post on Instagram

A post shared by New York Yankees (@yankees)