কলকাতা: চেষ্টা করলে মানুষ কী না পারে! দশরথ মাঝির কথা মনে পড়ে? ২২ বছর ধরে একা হাতে পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন তিনি। ‘দ্য মাউন্টেন ম্যান’ নামে তিনি পরিচিত। তাঁর এই কাজ থেকেই বোঝা যায়, মানুষ চেষ্টা করলে কত কী-ই না পারে। এ বার ফিরে আসি আইপিএলে মুম্বই শিবিরে। না সেখানে কেউ পাহাড় কাটছেন না। সেখানে ভারতের মিডল অর্ডারের সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কাছ থেকে শিখছেন প্রোটিয়া তরুণ তুর্কি ডিওয়াল্ড ব্রেভিস। দুই ক্রিকেটারই মুম্বই ইন্ডিয়ান্স টিমের হয়ে খেলেন। আজ, শুক্রবার রাতে রয়েছে ওয়াংখেড়েতে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্সের (KKR) ম্যাচ। তার আগে স্কাইয়ের ক্লাসে বেবি এবি, পেলেন বিশেষ টিপস।
আসলে সূর্যকুমার যাদব নেটে ডিওয়াল্ড ব্রেভিসকে শিখিয়েছেন, কেমন করে সুপলা শট খেলতে হয়। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ২১ বছর বয়সী ব্রেভিসকে সুপলা শট কী ভাবে খেলতে হয় সেখান সূর্যকুমার। ২৮ সেকেন্ডের ওই ভিডিয়োতে ব্রেভিসকে তাঁর সতীর্থ, সিনিয়র স্কাই বলেন, ‘১০ বার যদি চেষ্টা করো, তার মধ্যে হয়তো তিন বার পারবে। সাত বার হয়তো সংযোগ হবে না।’
👨🏫 SKY 🤝 👨🎓 DB 🤝 𝐒𝐮𝐩𝐥𝐚 𝟏𝟎𝟏#MumbaiMeriJaan #MumbaiIndians | @surya_14kumar | @BrevisDewald pic.twitter.com/l3aK92Pfuw
— Mumbai Indians (@mipaltan) May 3, 2024
ক্রিকেট বিশ্বে মিস্টার ৩৬০ ডিগ্রি বলে পরিচিত এবি ডি ভিলিয়ার্স। তিনি সুপলা শট খেলার জন্য জনপ্রিয় ছিলেন। পরবর্তীতে স্কাইও সেই সুপলা শট রপ্ত করে নেন। সুপলা শট ঠিক কী? যে শটে কোমরের উপরে আসা কোনও বল চামচের মতো করে পিছনে তুলে ছয় মারা হয়। সুপলা শটে মারার মানে হিসেবে স্কাই একসময় বলেছিলেন, ‘এই শট মারার অর্থ হল, যখন মাথা লক্ষ্য করে আসা কোনও বল আপনি ঠিক উইকেটকিপার পিছন দিয়ে বাউন্ডারির বাইরে ফেলে দেন।’
সূর্যকুমার যাদবকে নতুন মিস্টার ৩৬০ ডিগ্রি বলা হয়। তাঁর ব্যাটে এমন অনেক অবাক করা শট দেখা যায়, যা ক্রিকেটের টেক্টট বুকের বাইরে। এ বারের আইপিএলে তিনি ৭টি ম্যাচে খেলেছেন। করেছেন ১৭৬ রান। তাতে রয়েছে ২টি হাফসেঞ্চুরিও। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন স্কাই।