MI vs DC: পন্থ সুযোগ করে দিলেন তাড়াতাড়ি সূর্যর ব্যাটিং তাণ্ডব দেখার, DC টিমেও থাকছে চমক

IPL 2024: মুম্বইয়ের ওয়াংখেড়েতে আজ হার্দিক-রোহিতদের পরীক্ষা ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মুম্বই সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে প্রথম জয় চাইবে। প্রত্যাশামতো সূর্যকুমার যাদব খেলতে চলেছেন ওয়াংখেড়েতে। ঘরের মাঠে টস হেরে গেলেন মুম্বইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। কেমন হল দুই দলের একাদশ?

MI vs DC: পন্থ সুযোগ করে দিলেন তাড়াতাড়ি সূর্যর ব্যাটিং তাণ্ডব দেখার, DC টিমেও থাকছে চমক
MI vs DC: পন্থ সুযোগ করে দিলেন তাড়াতাড়ি সূর্যর ব্যাটিং তাণ্ডব দেখার, DC টিমেও থাকছে চমকImage Credit source: X
Follow Us:
| Updated on: Apr 07, 2024 | 3:39 PM

কলকাতা: আইপিএলে পাঁচখানা ট্রফি সাজানো রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে। সেই সময় এইআই টিমে ছিল রোহিত শর্মার রাজত্ব। এখন টিমের ক্যাপ্টেন বদলেছে। পারফরম্যান্সও খারাপ হয়েছে। চলতি আইপিএলে (IPL 2024) টানা ৩ ম্যাচে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। কোনও টিমই টুর্নামেন্টে হারের হ্যাটট্রিক চায় না। কিন্তু না চাইলেই যে তা হবে না, তেমনটাও নয়। ওয়াংখেড়েতে আজ হার্দিক-রোহিতদের পরীক্ষা ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মুম্বই সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে প্রথম জয় চাইবে। প্রত্যাশামতো সূর্যকুমার যাদব খেলছেন ওয়াংখেড়েতে। টস জিতলেন ঋষভ পন্থ। কী বাছলেন? কেমন হল দুই দলের একাদশ?

দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে স্বাভাবিকভাবে মুম্বই ইন্ডিয়ান্সের অনুরাগীরা তাড়াতাড়ি সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডব দেখার সুযোগ পাবেন। দিল্লি ক্যাপিটালসের অবস্থা এ বারের আইপিএলে আহামরি নয়। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের মতো এতটাও খারাপ নয়। কারণ এই মরসুমে এখনও অবধি একটা ম্যাচ জিতেছে দিল্লি। যে কারণে পন্থদেরও লক্ষ্য ঘুরে দাঁড়ানো।

টসের পর পন্থ বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। উইকেট ভালো দেখাচ্ছে। তবে ওয়াংখেড়েতে যে কোনও টার্গেটই তাড়া করা যায়। প্রতিটা ম্যাচ খেলতে পেরে ভালো লাগছে। বিশেষ করে ক্রিকেটার হিসেবে বলতে গেলে আমি মাঠে নামলেই সেটা আনন্দ দিচ্ছে। আমাদের বোলিং সব সময় সেরা দিতে পারছে না। টি-২০ ক্রিকেট বোলারদের জন্য কঠিনও।’ এরপর পন্থ জানান মিচেল মার্শ চোট পেয়েছেন। যে কারণে তাঁর জায়গায় ঝাই রিচার্ডসন টিমে এসেছেন। এবং শেখ রশিদের জায়গায় টিমে এসেছেন ললিত যাদব। টসের আগে ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে ডেবিউ ক্যাপ তুলে দেওয়া হয় ঝাই রিচার্ডসন ও কুমার কুশাগ্রর হাতে।

রবি-বিকেলের আইপিএল ম্যাচে এক বিশেষ উদ্যোগ নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল অভিযানের অংশ হিসেবে আজ ওয়াংখেড়েতে ১৮ হাজার বাচ্চা ব্লু আর্মিকে সাপোর্ট করতে আসবে। মুম্বই শহরের একাধিক এনজিওর বাচ্চারা ওয়াংখেড়েতে মুম্বই-দিল্লির ম্যাচ উপভোগ করবে।

হার্দিক পান্ডিয়া টসের পর বলেন, ‘আমরাও প্রথমে বল করতাম। ওয়াংখেড়েতে প্রথমে ব্যাটিং করা খুব একটা কঠিন নয়। বিকেলের ম্যাচ, উইকেট শুষ্ক দেখাচ্ছে। ব্যাট করার জন্য ভালো হবে মনে হচ্ছে। আমরা টিম হিসেবে আত্মবিশ্বাসী। নিজেদের উপর চাপ সৃষ্টি করতে চাই না। কিন্তু একটা জয় অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আমাদের জন্য এই ম্যাচটা বিশেষ। প্রায় ১৮ হাজার বাচ্চা আমাদের সমর্থন করতে এসেছে। এই ম্যাচটা জিততে চাই। যাতে ওরা যখন মাঠ ছাড়বে, যেন হাসি মুখে মাঠ ছাড়তে পারে।’

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ – রোহিত শর্মা, ঈষান কিশাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, মহম্মদ নবি, রোমারিও শেফার্ড, পীযুষ চাওলা, জেরাল্ড কোৎজে ও জসপ্রীত বুমরা।

ইমপ্যাক্ট পরিবর্ত – আকাশ মাধওয়াল, কোয়েনা মাপাখা, নমন ধীর, নেহাল ওয়াদেরা, শামস মুলানি।

দিল্লি ক্যাপিটালসের একাদশ -ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অভিষেক পোড়েল, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ত্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, ললিত যাদব, ঝাই রিচার্ডসন, অনরিখ নর্টজে, ইশান্ত শর্মা ও খলিল আহমেদ।

ইমপ্যাক্ট পরিবর্ত -কুমার কুশাগ্র, যশ ধুল, জ্যাক ফ্রেসার ম্যাকগুর্ক, সুমিত কুমার ও প্রবীণ দুবে।