Narayan Jagdeeshan: ২৭৭ রানের দুরন্ত ইনিংস, ‘লিস্ট এ’ ক্রিকেটে বিরাট নজির তামিলনাডু ওপেনারের
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জগদীশনই প্রথম ব্যাটার যিনি লিস্ট এ ফরম্যাটে দ্রুততম দ্বিশতরান হাঁকালেন।
নয়াদিল্লি: ‘লিস্ট এ’ ক্রিকেটে দারুণ নজির তামিলনাডুর ওপেনার নারায়ণ জগদীশনের। প্রথম ক্রিকেটার হিসেবে ‘লিস্ট এ’ ক্রিকেটে পরপর পাঁচটি শতরানের রেকর্ড গড়া হয়েছে জগদীশনের ব্যাটে। বিজয় হাজারে ট্রফিতে জগদীশন আগুনে ফর্মে রয়েছেন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধ আজ ৭৭ বলে সেঞ্চুরি হাঁকান। একইসঙ্গে লিস্ট এ ক্রিকেটে ব্যক্তিগত রানের ক্ষেত্রে নয়া রেকর্ড গড়েছেন তামিল ওপেনার। ১৪১ বলে ২৭৭ রানের দুর্ষর্ধ ইনিংস খেলেছেন জগদীশন। মাত্র ১১৪ ডেলিভারিতে দুশো রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন। যা এই ফরম্যাটে যুগ্ম দ্রুত দ্বিশতরান। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জগদীশনই প্রথম ব্যাটার যিনি দ্রুততম দ্বিশতরান হাঁকালেন। অরুণাচল প্রদেশের বিরদ্ধে এন জগদীশনের ২৭৭ রানের ইনিংস সাজানো ২৫টি চার ও ১৫টি ছয় দিয়ে।
রেকর্ড গড়া হয়ে গিয়েছিল আগেই। ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন ২৬ বছরের ডানহাতি ব্যাটার নায়ারণ জগদীশন। ‘লিস্ট এ’ ক্রিকেটে প্রথম ত্রিশতরানের দিকে এগোচ্ছিলেন তিনি। খুব কাছে গিয়েও একটুর জন্য নজির গড়া হল না। ম্যাচের ৪২তম ওভারে আউট হন জগদীশন। তাঁর স্কোর তখন ২৭৭। তাই কিছুটা হলেও হতাশ তামিলনাডুর ওপেনার। যদিও ততক্ষণে এই ফরম্যাটের ইতিহাসে সর্বাধিক রানের নতুন রেকর্ড গড়া হয়ে গিয়েছে জগদীশনের। ভারতীয় ব্যাটারের ব্যাটে ইংল্যান্ডের অ্যালিস্টেয়ার ব্রাউনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ২০২২ সারের হয়ে গ্লামরগ্যানের বিরুদ্ধে ম্যাচ ২৬৮ রানের ইনিংস খেলে সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছিলেন। দুই দশক পর সেই রেকর্ড ভাঙল এক ভারতীয়র ব্যাটে।
ইংরেজ ক্রিকেটারের রেকর্ড ভাঙার পাশাপাশি ওয়ান ডে ক্রিকেটে রোহিত শর্মার ২৬৮ রানের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছেন জগদীশন। রোহিতের ওই ইনিংস এতদিন ওডিআই ফরম্যাটে ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত সর্বাধিক স্কোর ছিল। তামিলনাডুর আরও এক ওপেনার সাই সুদর্শনের সঙ্গে জুটি বেঁধে ৪১৬ রানের রেকর্ড ইনিংস খেলেন জগদীশন। ‘লিস্ট এ’ ফরম্যাটে প্রথম উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ। সুদর্শনের ব্যক্তিগত স্কোর ১০২ রানে ১৫৪। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে এক ইনিংসে ৫০০ বা তার বেশি রান তোলার রেকর্ড এখন তামিলনাডুর ঝুলিতে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫০ ওভারে তামিলনাডুর স্কোর ৫০৬/২।