IND vs NZ: বে ওভালে স্কাই ম্যাজিক, ৬৫ রানে কিউয়িদের উড়িয়ে দিল ভারত

ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সেরার পুরস্কার গিয়েছে সূর্যকুমার যাদবের ঝুলিতে।

IND vs NZ: বে ওভালে স্কাই ম্যাজিক, ৬৫ রানে কিউয়িদের উড়িয়ে দিল ভারত
IND vs NZ: বে ওভালে স্কাই ম্যাজিক, ৬৫ রানে কিউয়িদের উড়িয়ে দিল ভারত
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 5:06 PM

মাউন্ট মঙ্গানুই: নিউজিল্যান্ডকে (New Zealand) তাদের ঘরের মাঠে হারিয়ে সীমিত ওভারের সিরিজের যাত্রা শুরু করল হার্দিক পান্ডিয়ার ভারত (India)। ওয়েলিংটনে এর আগে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। আজ বে ওভালে ছিলি সিরিজের দ্বিতীয় ম্যাচ। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ভারতের নতুন মিস্টার ৩৬০ ডিগ্রি সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটে আজ এল ঝকঝকে সেঞ্চুরি। কাজে আসেনি টিম সাউদির হ্যাটট্রিক। বে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৬৫ রানের বড় ব্যবধানে জিতল মেন ইন ব্লু। ম্যাচ রিপোর্ট তুলে ধরল TV9Bangla

ভারত ১৯১-৬ (২০ ওভার)

নিউজিল্যান্ড ১২৬ (১৮.৫ ওভার)

বে ওভালে আজ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছে হার্দিক পান্ডিয়ার ভারতকে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে মেন ইন ব্লু। টিম ইন্ডিয়ার নতুন ওপেনিং জুটি এ দিন মাঠে নেমেছিল। ঋষভ পন্থ ব্যর্থ হলেও, আজ রান পেয়েছেন ঈশান কিষাণ। ছয় ওভারের প্রথম বলে আউট হন এই সিরিজে হার্দিকের ডেপুটি পন্থ (৬)। কিউয়ি সফরে বিরাট কোহলি না থাকায়, টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কাই যেখানে শেষ করেছিলেন, আজ কিউয়িদের বিরুদ্ধে তিনি সেখান থেকেই শুরু করলেন।

তিন নম্বরে ব্যাট করতে নেমে স্কাই আজ ছিলেন শেষ অবধি। আইসিসির টি২০ ব়্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার এখন সূর্যকুমার যাদব। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে কেন তিনি এই মুহূর্তে এক নম্বর ব্যাটার, তা আজ দেখাল সূর্যর ব্যাট। দ্বিতীয় উইকেটে ঈশান কিষাণের সঙ্গে জুটিতে ৩৩ রান তোলেন সূর্য। এরপর ১০ ওভারের প্রথম বলে ঈশানের উইকেট তুলে নেন ঈশ সোধি। ৩৬ রান করে মাঠ ছাড়েন ঈশান। ১৩ ওভারের মাথায় হিট উইকেট হয়ে ফেরেন শ্রেয়স আইয়ার (১৩)। দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। ১৯তম ওভারে চারটি চার এবং একটি ছয় মারেন সূর্যকুমার। লকি ফার্গুসনের ওই ওভারে ২২ রান তুলে নেন ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি। শেষ ওভারটার পুরো কৃতিত্ব টিম সাউদির। এক রানও তুলতে পারেননি স্কাই। ২০তম ওভারের তৃতীয় বলে টিম সাউদি প্রথমে তুলে নেন ভারত অধিনায়ক হার্দিকের (১৩) উইকেট। পরের দুটো বলে দীপক হুডা (০) ও ওয়াশিংটন সুন্দরের (০) উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন সাউদি। শেষ অবধি কিউয়িদের টার্গেট গিয়ে দাঁড়ায় ১৯২। শেষ ওভারে সূর্য ব্যাট করার সুযোগ পেলে আরও কিছু রান জুড়ে যেত স্কোরবোর্ডে।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই ভুবনেশ্বর কুমার তুলে নেন ফিন অ্যালেনের (০) উইকেট। এর পর দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক কেন। এই জুটি তোলে ৫৬ রান। নবম ওভারে গিয়ে কনওয়ের (২৫) উইকেট তুলে নেন ২০২১ সালের মার্চ মাসের পর ফের আন্তর্জাতিক টি২০ ম্যাচে ফেরা ওয়াশিংটন সুন্দর। দশম ওভারে যুজবেন্দ্র চাহাল ছিটকে দেন গ্লেন ফিলিপসের স্টাম্প (১২)। ড্যারেল মিচেলের (১০) উইকেট তুলে নেন দীপক হুডা। ১৮তম ওভারে গিয়ে উইলিয়ামসনের (৬১) স্টাম্প ছিটকে দেন মহম্মদ সিরাজ। ১৯তম ওভারে দীপক হুডার সামনেও সুযোগ ছিল হ্যাটট্রিক করার। ১৯তম ওভারের দ্বিতীয় বলে ঈশ সোধিকে (১) ফেরান হুডা। পরের বলে টিম সাউদির (০) উইকেট তুলে নেন তিনি। সেই ওভারের চতুর্থ বলে লকি ফার্গুসন ১ রান নেন। পঞ্চম বলে অ্যাডাম মিলনের (৬) শেষ উইকেটটি তুলে নেন হুডা। যার ফলে ৬৫ রানের বড় ব্যবধানে এই ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

ম্যাচের শেষে, প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে সূর্যকুমার বলেন, “আমি যখন ব্যাট করতে মাঠে নেমেছিলাম, আমার পরিকল্পনা পরিষ্কার ছিল। আমি জানতাম ১৭০ এর মতো রান তুলতে হলে, আমাকে শেষ অবধি মাঠে থাকতে হবে। প্র্যাক্টিস সেশনও গুরুত্বপূর্ণ হয়। আমি জানতাম আমাকে কী করতে হবে। ১-০ এগিয়ে যেতে পেরে দারুণ লাগছে। কী হচ্ছে তা নিয়ে আমি খুব বেশি ভাবি না। নিজের গেম প্ল্যান অনুযায়ী কাজ করি। দারুণ সমর্থকরা এখানে এসেছে। সকল সমর্থকদের ধন্যবাদ।”

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৯১-৬ (সূর্যকুমার যাদব ১১১*, ঈশান কিষাণ ৩৬; টিম সাউদি ৩-৩৪, লকি ফার্গুসন ২-৪৯)

নিউজিল্যান্ড ১২৬ (কেন উইলিয়ামসন ৬১, ডেভন কনওয়ে ২৫; দীপক হুডা ৪-১০, মহম্মদ সিরাজ ২-২৪)