কলকাতা: এ যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে লক্ষ্মীবারে শ্রীলঙ্কা সফরের (India Tour of Sri Lanka) জন্য টিম ঘোষণা করল বোর্ড। প্রত্যাশা মতোই লঙ্কানের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় টিমের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে সূর্যকুমার যাদবকে (Suryalumar Yadav)। আর ওডিআইতে নেতা রোহিত শর্মাই। কয়েকদিন আগে রোহিতের নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছে। এ বার টিম ইন্ডিয়ার লক্ষ্য ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। ভারতীয় টিমের ভিশন জোড়া বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে শুভমন গিলকে (Shubman Gill) তৈরি করার প্রক্রিয়া শুরু করে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সীমিত ওভারের সিরিজ গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট। এই সফরের জন্য ভারতের স্কোয়াডে যে চমক দেখা যাবে, তা প্রত্যাশিত ছিলই। গম্ভীর ভারতীয় টিমের নতুন কোচ হওয়ার পর বার বার শোনা গিয়েছিল, হার্দিককে নয় এ বার টি-২০-তে নেতা হিসেবে দেখা যাবে স্কাইকে। হলও সেটাই। ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে এখন থেকেই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করে দিয়েছে, তার প্রমাণ পাওয়া গিয়েছে এই জোড়া স্কোয়াডে। শুভমন গিলকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওডিআই দুই ফর্ম্যাটেই সহ-অধিনায়কের দায়িত্বে দেখা যাবে। হতেই পারে আগামী ওডিআই বিশ্বকাপে শুভমন গিলকে ভারতীয় টিমের নেতৃত্ব দিতে দেখা গেল!
এর আগে শোনা গিয়েছিল, শ্রীলঙ্কা সফরে যাবেন না বলে বোর্ডের থেকে ছুটি চেয়েছেন বিরাট কোহলি। পরে আবার জানা যায়, ভারতের কোচ হিসেবে গৌতমের প্রথম টাস্ক বলে রোহিত-বিরাটরা এই সফরের ওডিআই সিরিজে খেলতে রাজি হয়েছেন। এ বার টিম ঘোষণা হওয়ার পর দেখা গেল সেটাই। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইতে খেলবেন বিরাট-রোহিতরা।
গম্ভীর কোচ হওয়া মানেই ভারতীয় টিমে কামব্যাক হবে শ্রেয়স আইয়ারের। এ কথা বার বার শোনা গিয়েছিল। সেটাই হয়েছে। ওডিআই টিমে জায়গা পেয়েছেন শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল। আর প্রথম বার ভারতের ওডিআই টিমে ডাক পেলেন রিয়ান পরাগ ও হর্ষিত রানা।
এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কা সফরে ভারতের টি-২০ স্কোয়াড – সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।
এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কা সফরে ভারতের ওডিআই স্কোয়াড – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ ও হর্ষিত রানা।