IND vs AUS: আট ওভারেই অজিদের পকেটে দুই ওপেনার, কেরিয়ার বাঁচানো ‘মিস’ স্টিভ স্মিথের!

Jan 03, 2025 | 6:27 AM

India vs Australia New Year Test Day 1: আলোচনা শুরু হয়ে যায়, অস্ট্রেলিয়া এই টস হারকে ভালো ভাবেই নিতে পারে। পিচে ঘাস রয়েছে। সঙ্গে বাউন্সও। সিডনিতে সাধারণত এতটা সবুজ পিচ দেখা যায় না। ভারতীয় টিমের মোরাল যে ডাউন, সকলের চোখে মুখে পরিষ্কার। এর প্রভাবই কি পড়ছে ব্যাটিংয়ে?

IND vs AUS: আট ওভারেই অজিদের পকেটে দুই ওপেনার, কেরিয়ার বাঁচানো মিস স্টিভ স্মিথের!
Image Credit source: Cricket Australia

Follow Us

রোহিত শর্মা ডাগ আউটে। আউট নন, বিশ্রামে। সিডনি টেস্টের একাদশ থেকে নিজেই ‘সরে দাঁড়িয়েছেন’। টসে এমনটাই জানিয়েছেন জসপ্রীত বুমরা। টস জিতে ব্যাটিং নিয়েছেন বুমরা। এরপরই আলোচনা শুরু হয়ে যায়, অস্ট্রেলিয়া এই টস হারকে ভালো ভাবেই নিতে পারে। পিচে ঘাস রয়েছে। সঙ্গে বাউন্সও। সিডনিতে সাধারণত এতটা সবুজ পিচ দেখা যায় না। ভারতীয় টিমের মোরাল যে ডাউন, সকলের চোখে মুখে পরিষ্কার। এর প্রভাবই কি পড়ছে ব্যাটিংয়ে?

চলতি সিরিজে দুর্দান্ত খেলছিলেন লোকেশ রাহুল। সেটা ওপেনিংয়ে। পারথে ছিলেন না রোহিত শর্মা। যশস্বী-রাহুল ওপেনিংয়ে রেকর্ড পার্টনারশিপ গড়েছিলেন। অ্যাডিলেডে রোহিত ফিরলেও ওপেনিং কম্বিনেশন ডিস্টার্ব করতে চাননি। নিজে মিডল অর্ডারে ব্যাট করেছিলেন। ফর্ম খুঁজে পাচ্ছিলেন না। মেলবোর্ন টেস্টের আগেও রোহিত জানিয়েছিলেন, টপ থ্রি-তে কোনও বদল আনতে চান না। ম্যাচ শুরু হতেই অন্য চিত্র। একাদশেই জায়গা হয়নি শুভমন গিলের। যশস্বীর সঙ্গে ওপেন করেছিলেন রোহিত শর্মা। তিনে লোকেশ রাহুল।

বারবার বদল হলে যে সমস্যা হয়, এ আর নতুন কী! রোহিতও মেলবোর্নে ওপেনিংয়ে ফিরে রান পাননি। লোকেশ রাহুল সিডনিতে ওপেনিংয়ে ফিরলেন, কিন্তু হতাশ করলেন। ইনিংসের অষ্টম ওভারের মধ্যেই আউট ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। এরপরই ম্যাচের কিংবা বলা ভালো ‘কেরিয়ার’ বাঁচানো মিস! বিরাট কোহলি ক্রিজে আসতেই গ্যালারিতে সেই পুরনো গর্জন।

এই খবরটিও পড়ুন

সিডনিতে প্রথম ডেলিভারি ফেস করছেন বিরাট কোহলি। স্কট বোল্যান্ডের ডেলিভারিতে অপ্রত্যাশিত বাউন্স। স্লিপে ক্যাচ। ডাইভ দিয়ে চেষ্টা করেছিলেন স্টিভ স্মিথ। যদিও টিভি রিপ্লেতে তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন দেখেন, বল মাটি ছুঁয়েছে। নয়তো গোল্ডেন ডাক হয়ে ফিরতেন বিরাট কোহলি। হয়তো আরও এক সুপারস্টারের এটিই শেষ টেস্ট সিরিজ হয়ে দাঁড়াতো!

Next Article