AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND U19 vs AUS U19: অস্ট্রেলিয়ায় যুব টেস্টে বিধ্বংসী সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর

India vs Australia Youth Test cricket: টেস্ট ক্রিকেটেও বিনোদন আসত সেই ব্যাটিংয়ের কারণে। সব ম্যাচে সাফল্য আসত তাও নয়। বৈভবের ক্ষেত্রেও প্রতি ম্যাচে হয়তো সাফল্য আসবে না। কিন্তু তিনি ক্রিজে থাকলে কী হতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্টে দেখিয়ে দিলেন। রেকর্ড সেঞ্চুরি বৈভবের ব্যাটে।

IND U19 vs AUS U19: অস্ট্রেলিয়ায় যুব টেস্টে বিধ্বংসী সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর
Image Credit: PTI FILE
| Updated on: Oct 01, 2025 | 2:37 PM
Share

লাল-বলের ক্রিকেটে টি-টোয়েন্টির মেজাজ! বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে সেটাই দেখা যায়। একটা সময় ভারতের ওপেনার বীরেন্দ্র সেওয়াগ এমন ক্রিকেট খেলতেন। ডিফেন্স শব্দটাকে সেই অর্থে ব্যবহারই করতেন না। বাকিরা বল ছেড়ে পুরনো করতেন, সেওয়াগ বল মেরে। প্রথম বল থেকেই বাউন্ডারির চেষ্টা। টেস্ট ক্রিকেটেও বিনোদন আসত সেই ব্যাটিংয়ের কারণে। সব ম্যাচে সাফল্য আসত তাও নয়। বৈভবের ক্ষেত্রেও প্রতি ম্যাচে হয়তো সাফল্য আসবে না। কিন্তু তিনি ক্রিজে থাকলে কী হতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্টে দেখিয়ে দিলেন। রেকর্ড সেঞ্চুরি বৈভবের ব্যাটে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের যুব ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। প্রথম দুটি ওয়ান ডে-তে রান পেয়েছিলেন। টেস্টে শুরুটা করলেন সেঞ্চুরিতে। টস জিতে ব্যাটিং নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তারা করে ২৪৩ রান। ম্যাচের প্রথম দিন ভারত আর নামেনি। দ্বিতীয় দিন দ্রুতগতিতে রান তোলে ভারতীয় দল। প্রথম ইনিংসে দুটো সেঞ্চুরি। ৮১.৩ ওভারে ৪২৮ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। বৈভব সূর্যবংশী এবং মিডল অর্ডারে বেদান্ত ত্রিবেদী সেঞ্চুরি করেন। তবে বৈভবের ইনিংস ঝোড়ো।

ওপেনার বৈভব সূর্যবংশী শুরু থেকেই চালিয়ে খেলেন। সেঞ্চুরিতে পৌঁছন মাত্র ৭৮ ডেলিভারিতে। শেষ অবধি ৮৬ বলে ১১৩ রানের ইনিংস খেলেন বৈভব। এর মধ্যে ৯টি বাউন্ডারি এবং ৮টি ছয়ও মেরেছেন। স্ট্রাইকরেট প্রায় ১৩২! টেস্টে যা অবিশ্বাস্য। তাও আবার সেঞ্চুরির ক্ষেত্রে। ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাহত্রে (২১) অবশ্য প্রথম ইনিংসে বড় রান পেলেন না। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮ রান তুলতেই ১ উইকেট খুঁইয়েছে। এখনও ১৭৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দল। ভারতের কাছে ইনিংসে জেতারও সুযোগ রয়েছে।