Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: বরুণের অভিষেক, বিরাটের কামব্যাক; রবিবাসরীয় ম্যাচে কেমন হল ভারত-ইংল্যান্ডের একাদশ?

দ্বিতীয় ম্যাচে একদিকে ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড। আর ভারতের লক্ষ্য শুধুই জয়। কটকে ওডিআই অভিষেক হল বরুণ চক্রবর্তীর। তাঁকে ডেবিউ ক্যাপ তুলে দেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

IND vs ENG: বরুণের অভিষেক, বিরাটের কামব্যাক; রবিবাসরীয় ম্যাচে কেমন হল ভারত-ইংল্যান্ডের একাদশ?
IND vs ENG: বরুণের অভিষেক, বিরাটের কামব্যাক; রবিবাসরীয় ম্যাচে কেমন হল ভারত-ইংল্যান্ডের একাদশ?
Follow Us:
| Updated on: Feb 09, 2025 | 1:32 PM

কলকাতা: জস বাটলারদের বিরুদ্ধে কটকেই ওডিআই সিরিজ মুঠোয় ভরতে চায় মেন ইন ব্লু। নাগপুরে দাপট দেখিয়ে জিতেছিল ভারত। রোহিত শর্মা রান পাননি। শেষ মুহূর্তে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু তাতে ভারতের জয় আটকায়নি। এ বার দ্বিতীয় ম্যাচে একদিকে ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড। আর ভারতের লক্ষ্য শুধুই জয়। কটকে ওডিআই অভিষেক হল বরুণ চক্রবর্তীর। তাঁকে ডেবিউ ক্যাপ তুলে দেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। আর একাদশে ফিরেছেন ফিট বিরাট কোহলি। বাদ পড়লেন কে? কেমন হল ভারত ও ইংল্যান্ড টিমের একাদশ? জেনে নিন বিস্তারিত।

ইংল্যান্ড টিমে আজকের ম্যাচের জন্য তিনটি পরিবর্তন করা হয়েছে। মার্ক উড, গাস আটকিনসন ও জেমি ওভার্টন একাদশে এসেছেন। আর ভারতীয় টিমে হয়েছে দুটি পরিবর্তন। বিরাট কোহলি যেহেতু একাদশে ফিরেছেন তাই বাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল। অন্যদিকে বরুণের ডেবিউ হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। ভারত অধিনায়ক জানান, টিমের শেষ ম্যাচের পারফরম্যান্সে তিনি খুশি। টসের সময় শ্রেয়স, গিলের কাউন্টার অ্যাটাকের প্রশংসা করেন রোহিত। এরপর তিনি জানান, আজ একাদশে দুটো পরিবর্তন।

নাগপুরে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার জ্যাকব বেথেল খেলেছিলেন। তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। তাই সিরিজের তৃতীয় ওডিআইয়ের জন্য ইংল্যান্ড টিমের পক্ষ থেকে টম ব্যান্টনকে ডাকা হয়েছে। তিনি আগামিকাল দলের ভারতে আসবেন। উল্লেখ্য, এই সিরিজের শেষ ম্যাচ রয়েছে বুধবার।

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, মহম্মদ সামি ও বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ডের একাদশ – ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জো রুট, জস বাটলার (অধিনায়ক), জেমি ওভার্টন, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, গাস আটকিনসন, মার্ক উড, আদিল রশিদ ও সাকিব মাহমুদ।