Rinku Singh: জীবনের সেরা প্রাপ্তি, RCBকে হারানোর পর KKR তারকা রিঙ্কুকে কী দিলেন বিরাট?

Mar 30, 2024 | 1:27 PM

RCB vs KKR, IPL 2024: চিন্নাস্বামীতে বিরাট কোহলির ব্যাটে ঝড় উঠেছিল। ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন কিং কোহলি। কিন্তু টিমকে জেতাতে পারেননি। কেকেআরের তারকাদের ঝড় দেখা গিয়েছিল। বিরাটদের ঘরের মাঠে রিঙ্কু সিংয়ের ব্যাটিং ধামাকা অবশ্য দেখা যায়নি। তিনি অতটা সুযোগও পাননি। ৫ বলে ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।

Rinku Singh: জীবনের সেরা প্রাপ্তি, RCBকে হারানোর পর KKR তারকা রিঙ্কুকে কী দিলেন বিরাট?
Rinku Singh: জীবনের সেরা প্রাপ্তি, RCBকে হারানোর পর KKR তারকা রিঙ্কুকে কী দিলেন বিরাট?
Image Credit source: AFP

Follow Us

কলকাতা: রিঙ্কু সিং (Rinku Singh) খুব কম সময়ের মধ্যে সকলের প্রিয় হয়ে উঠেছেন। তাঁর মতো মিশুকে ও সহজ সরল ক্রিকেটারকে ভালোবাসায় ভরিয়ে দেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। আইপিএলের সময় প্রিয় তারকা যে দলে, সেই টিমকে অনেকেই সমর্থন করেন। আবার অনেক সময় দুই প্রিয় ক্রিকেটার আলাদা দুটি দলের হয়ে মুখোমুখি হলে সমস্যাটা বাড়ে। কিন্তু রিঙ্কুর জন্য যেন এটা কোনও সমস্যাই নয়। বিরাট কোহলির ঘরের মাঠে গুড ফ্রাইডে-তে আরসিবিকে হারিয়েছে কেকেআর। বরাবরের মতো কেকেআরের (KKR) ম্যাচে সকলের নজর ছিল রিঙ্কু সিংয়ের দিকে। কিং কোহলির নজরও ছিল আলিগড়ের ছেলের দিকে। রিঙ্কুতে মুগ্ধ হয়ে এ বার বিরাট কোহলি (Virat Kohli) তাঁকে একটি উপহারও দিয়েছেন।

কেকেআর তারকা রিঙ্কু সিংকে ‘বিরাট’ উপহার কোহলির

বেঙ্গালুরুতে আরসিবি বনাম কেকেআর ম্যাচের শেষে দেখা গিয়েছিল নাইট তারকা রিঙ্কু সিংয়ের ব্যাট চেক করে দেখছেন বিরাট কোহলি। দু’জনেই সেই সময় হাসছিলেন। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এ বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট ও রিঙ্কুর আর এক ছবি। যেখানে দেখা গিয়েছে, বিরাট তাঁর একটি ব্যাট উপহার দিয়েছেন রিঙ্কু সিংকে।

রিঙ্কু সিংয়ের জন্য শুক্র-রাত ছিল সোনায় সোহাগা। প্রথমত ম্যাচ জয়ের আনন্দ। আর সেই খুশি রিঙ্কুর দ্বিগুণ হয় তিনি যখন বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পান। রিঙ্কুকে ব্যাট উপহার দিয়ে জড়িয়ে ধরেন বিরাট। সেই ছবিও ঘুরছে নেটদুনিয়ায়।

চিন্নাস্বামীতে বিরাট কোহলির ব্যাটে ঝড় উঠেছিল। ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন কিং কোহলি। কিন্তু টিমকে জেতাতে পারেননি। কেকেআরের তারকাদের ঝড় দেখা গিয়েছিল। বিরাটদের ঘরের মাঠে রিঙ্কু সিংয়ের ব্যাটিং ধামাকা অবশ্য দেখা যায়নি। তিনি অতটা সুযোগও পাননি। ৫ বলে ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ৭ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবলের দুইয়ে পৌঁছে গিয়েছে কেকেআর।

Next Article