Indian Cricket: অস্ট্রেলিয়াতেই শেষ বিরাট-রোহিতের আন্তর্জাতিক সফর! বোর্ড যা বলছে…
Indian Cricket Team News: বিরাট-রোহিত সে সময় ৪০-এর কাছাকাছি থাকবেন। তাঁদের ফিটনেস কোন জায়গায় থাকবে সেটাও প্রশ্ন। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজ রয়েছে ভারতের। মনে করা হচ্ছে, সেখানেই বিরাট কোহলি ও রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটে ইতি হতে পারে।

আগামী ওয়ান ডে বিশ্বকাপে খেলতে দেখা যাবে বিরাট কোহলি-রোহিত শর্মাকে? এই নিয়ে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ইংল্যান্ডের মাটিতে তরুণ দল নিয়েই সাফল্য পেয়েছে ভারত। টেস্ট সিরিজ ড্র করেছে। বিরাট-রোহিতকে ছাড়া ইংল্যান্ডের কঠিন পরিস্থিতিতে এমন ফল টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করছে। পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭ সালে। বিরাট-রোহিত সে সময় ৪০-এর কাছাকাছি থাকবেন। তাঁদের ফিটনেস কোন জায়গায় থাকবে সেটাও প্রশ্ন। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজ রয়েছে ভারতের। মনে করা হচ্ছে, সেখানেই বিরাট কোহলি ও রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটে ইতি হতে পারে।
টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানালেও ওয়ান ডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অক্টোবরে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও রয়েছে। ইতিমধ্যেই লন্ডনে প্র্যাক্টিস শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। ইয়ো ইয়ো টেস্টেও তাঁর রেজাল্ট দুর্দান্ত। কিন্তু জল্পনা চলছে, বোর্ডের তরফে ইতিমধ্যেই দুই তারকাকে বার্তা দেওয়া হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণের খবর অনুযায়ী, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ অবধি বিরাট-রোহিতের পথ সোজা নয়। বোর্ডের তরফে নাকি এই দু-জনকে বার্তাও দেওয়া হয়েছে। বোর্ডের সূত্র অনুযায়ী, বিরাট-রোহিত যদি বিশ্বকাপ অবধি খেলা চালিয়ে যেতে চান, তাঁদের ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে। তবে সেই সম্ভাবনা ক্ষীণ। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজেই এই দুই তারকার আন্তর্জাতিক ক্রিকেটে ইতি হতে চলেছে, এমনটাই সম্ভাবনা।
বিরাট-রোহিতের রাস্তা হয়তো এত কঠিন হত না। তবে একঝাঁক তরুণ ক্রিকেটার যে ভাবে ধারাবাহিক ভালো পারফর্ম করে চলেছে, তাঁদের সুযোগ না দেওয়াটা অন্যায় হবে। সে কারণেই কোপ পড়তে পারে দুই কিংবদন্তির উপর।
