কলকাতা: বিরাট কোহলিকে (Virat Kohli) অনেকেই ঝগড়ুটে বলেন। সত্যিই কি তিনি এমনই? মাঠে তাঁর আগ্রাসী মেজাজ দেখে এ কথা প্রায়শই ক্রিকেট মহলে বলা হয়। কিন্তু কোহলির মুখে অন্য কথা শোনা গিয়েছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঠিক কী বলেছেন তিনি? বিরাটের কথায়, ‘আমি তো কারও সঙ্গে ঝগড়া করতেই পারি না। যা হবে মুখে, মারামারি তো নয়।’ বিরাট কোহলি এ কথা তো বেশ সহজ ভাবেই বলে দিয়েছেন। কিন্তু তাঁর কথায় চারিদিকে ছড়িয়ে গিয়েছিল একেবারে নীরবতা। জানেন কেন?
আসলে নেটদুনিয়ায় বিরাট কোহলির পুরনো এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে তিনি সঞ্চালক যতীন সাপ্রুকে বলেন, ‘আমি কখনও লড়াই-ঝগড়া করি না। যা হবে মুখে। মারামারির কোনও জায়গা নেই। যে কেউ আমাকে মেরে চলে যেতে পারবে। মুখে আমি যা খুশি বলতে পারি, কিন্তু কখনও মারামারি করি না।’ অবশ্য এই কথা বলার পরই হেসে গড়িয়ে যান তিনি। সঞ্চালক হাসতে হাসতে এরপর বলেন, ‘এখানে যত ক্রু মেম্বার আছে, সকলের মুখে এ কথা শুনে হাসি দেখা যাচ্ছে।’ বিরাটের মুখে এমন কথা যে শোনা যাবে, তা একেবারেই অনেকের ভাবনার বাইরে। তাই সকলেই চুপ হয়ে যায়।
মাঠের মধ্যে প্রায়শই বিরাট কোহলিকে দেখা যায় আগ্রাসী মেজাজে। যতীন সাপ্রু সেই প্রসঙ্গ তুলতেই বিরাট বলেন, ‘মাঠের মধ্যে আমার যে আগ্রাসন দেখা যায়, সেটা ওখানেই সীমাবদ্ধ। আর আমি মাঠে আগ্রাসী থাকি, কারণ জানি মারামারির পর্যায়ে তা যাবে না। আম্পায়াররা অবশ্যই তাতে হস্তক্ষেপ করবে।’
same energy😂😂
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) August 3, 2024
নেটিজ়েনদের দাবি বিরাট তাঁর মনের কথা জানিয়েছেন। একইসঙ্গে বিরাট কোহলি সংক্রান্ত ঝামেলার কথা উঠলেই তাঁর সঙ্গে গৌতম গম্ভীরের সমীকরণ নিয়ে কথা ওঠে। ২০২৩ সালের আইপিএলেও তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল। তখন গৌতম ছিলেন লখনউয়ের মেন্টর। আর বিরাট আরসিবিতে। পরে অবশ্য তা মিটেও গিয়েছে। এখন তাঁরা একসঙ্গে ভারতীয় টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। কারণ, গৌতম এখন টিম ইন্ডিয়ার হেড কোচ।