Virat Kohli: হাফ সেঞ্চুরি মিসেও রেকর্ড বিরাট কোহলির, যা আর কারও নেই…

IPL 2024, RCB vs CSK: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমেও দুরন্ত ছন্দে বিরাট কোহলি। তুষার দেশপান্ডের বোলিংয়ে দুর্দান্ত দুটি ছয় মারেন। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেলেন কিং কোহলি। আরও একটা হাফসেঞ্চুরি যেন সময়ের অপেক্ষা। যদিও বৃষ্টির পর পিচ থেকে স্পিনাররা যে সুবিধা পাচ্ছিলেন, তাতে অস্বস্তিতে পড়েন বিরাট। মিচেল স্যান্টনারের বোলিংয়ে ড্যারেল মিচেলের ক্যাচে ফেরেন বিরাট।

Virat Kohli: হাফ সেঞ্চুরি মিসেও রেকর্ড বিরাট কোহলির, যা আর কারও নেই...
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 18, 2024 | 9:09 PM

মাঠে নামলেই যেন রেকর্ড। বিরাট কোহলি এবং রেকর্ড সমার্থক হয়ে দাঁড়িয়েছে। চিন্নাস্বামীতে আরও একটা রেকর্ড গড়লেন কিং কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেঙ্গালুরুতে চলছে মহারণ। মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। টস জেতেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। রান তাড়ার সিদ্ধান্ত নেন তিনি। ঘরের মাঠের সমর্থকদের সামনে প্রথমে ব্যাট করার সুযোগ। দুর্দান্ত শুরুও করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃষ্টির পর কিছুটা অস্বস্তি হয় ব্যাটিংয়ে। এর মধ্যেই অনন্য রেকর্ড বিরাট কোহলির।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমেও দুরন্ত ছন্দে বিরাট কোহলি। তুষার দেশপান্ডের বোলিংয়ে দুর্দান্ত দুটি ছয় মারেন। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেলেন কিং কোহলি। আরও একটা হাফসেঞ্চুরি যেন সময়ের অপেক্ষা। যদিও বৃষ্টির পর পিচ থেকে স্পিনাররা যে সুবিধা পাচ্ছিলেন, তাতে অস্বস্তিতে পড়েন বিরাট। মিচেল স্যান্টনারের বোলিংয়ে ড্যারেল মিচেলের ক্যাচে ফেরেন বিরাট। মাত্র ২৯ বলে ৪৭ রানের ইনিংস। এ বারের আইপিএলে এটাই তাঁর শেষ ইনিংস কিনা, বোঝা যাবে রেজাল্টের পরই।

হাফসেঞ্চুরি মিস হলেও বিরাট আরও একটা রেকর্ড গড়লেন, যা কারও নেই। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩ হাজার রান পেরিয়ে যান বিরাট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একই ভেনুতে সর্বাধিক রানের রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে।

মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার রোহিত শর্মা ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২৯৫ রান করেছেন। বিরাট কোহলি তাঁকে ছাপিয়ে গেলেন। পাশাপাশি দেশের মাটিতে টি-টোয়েন্টিতে ৯ হাজার রানের মাইলফলরও পার কোহলির।