কলকাতা: ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। সদ্য রো-কো জুটিকে দেখা গিয়েছিল দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশকে ২ টেস্টের সিরিজে ক্লিনসুইপ করেছে টিম ইন্ডিয়া। এই সিরিজ শেষে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ বিরাট ও রোহিতকে বিশেষ উপহার দিয়েছেন। যা পেয়ে বাংলা ভাষায় মিরাজকে ধন্যবাদ জানান কোহলি। আর রোহিত শর্মা কী বললেন? বিস্তারিত জেনে নিন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মেহেদি একটি ব্যাট উপহার দিয়েছেন বিরাটকে। সেই ব্যাটটি আসলে মেহেদির নিজের কোম্পানির ব্যাট। বাংলাদেশের তারকা এমকেএস কোম্পানির ব্যাট হাতে নিয়ে মিরাজ বলেন, ‘আমি এখন বিরাট ভাইয়ের সঙ্গে আছি। আমার খুব ইচ্ছে ছিল এমকেএস কোম্পানির একটা ব্যাট বিরাট ভাইকে দেব। সেই ব্যাটটা আমি দিলাম। বিরাট ভাই ব্যাটটা দেখে খুশি হয়েছে। এই ব্যাটে খেলেছেনও।’ এরপর মেহেদির কাঁধে হাত রেখে বিরাট বাংলায় বলেন, ‘এমকেএস ব্যাট খুব ভালো। আপনারা ভালো ব্যাট বানাচ্ছেন। কাজটা চালিয়ে যান। এইরকম ভালো মানের ব্যাট বানাতে থাকুন।’
Mehidy Hasan Miraz Gifted A Bat Made By His Own Company To @imVkohli 👌💙#ViratKohli #INDvBAN pic.twitter.com/ZTubZfmGP3
— virat_kohli_18_club (@KohliSensation) October 2, 2024
রোহিত শর্মার সঙ্গে মেহেদির একটি ভিডিয়োও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় মেহেদি ভারত অধিনায়ককেও একটি ব্যাট উপহার দিয়েছেন। মেহেদি সেই ভিডিয়োতে বলেন, ‘আমি রোহিত ভাইয়ের সঙ্গে আছি। আমাদের কোম্পানির একটা ব্যাট দিতে চেয়েছিলাম। আজ সেটা দিতে পেরে ভালো লাগছে। রোহিত ভাই আমাদের কোম্পানির সম্পর্কে যদি কিছু বলেন।’ এরপর রোহিত বলেন, ‘আমি মেহেদিকে অনেকদিন ধরে চিনি। ও দারুণ ক্রিকেটার। ওর জন্য গর্ববোধ হচ্ছে। নিজের চেষ্টায় ও এই ব্যাট কোম্পানিটা দাঁড় করিয়েছে। ওকে শুভেচ্ছা জানাই। আশা করি এই কোম্পানির অনেক উন্নতি হবে।’