Virat Kohli: ভিডিয়ো: বিরাট কোহলির ‘ভয়ঙ্কর সুন্দর’ ছক্কা সজোরে লাগল নিরাপত্তারক্ষীর মাথায়, তারপর…

Nov 24, 2024 | 1:56 PM

IND vs AUS: পারথ টেস্টে বিরাট কোহলির (Virat Kohli) মারা সুন্দর আপার কাট ছয় গিয়ে লাগে বাউন্ডারি লাইনের সামনে থাকা এক নিরাপত্তরক্ষীর মাথায়। তারপর কী হল?

Virat Kohli: ভিডিয়ো: বিরাট কোহলির ভয়ঙ্কর সুন্দর ছক্কা সজোরে লাগল নিরাপত্তারক্ষীর মাথায়, তারপর...
Virat Kohli: ভিডিয়ো: বিরাট কোহলির 'ভয়ঙ্কর সুন্দর' ছক্কা সজোরে লাগল নিরাপত্তারক্ষীর মাথায়, তারপর...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বিরাট কোহলি ইজ ব্যাক! পারথ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে কোহলিকে দেখে এমনটাই বলাতে শুরু করেছেন তাঁর অনুরাগীরা। অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিন চা বিরতি অবধি তিনি ৭৪ বলে ৪০ রান করেছেন। তার মধ্যে একটি ছক্কা ও ২টি বাউন্ডারি রয়েছে। তাঁর ব্যাটে বড় ইনিংস দেখার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। বিরাটের ব্যাটে চা বিরতির আগে আসা সেই ছয় একদিকে যেমন সুন্দর ছিল, অপরদিকে ছিল ভয়ঙ্করও। কারণ বিরাট কোহলির (Virat Kohli) মারা সুন্দর আপার কাট ছয় গিয়ে লাগে বাউন্ডারি লাইনের সামনে থাকা এক নিরাপত্তরক্ষীর মাথায়। তারপর কী হল?

ঘটনাটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের ১১১তম ওভারে। মিচেল স্টার্ক এক শর্ট ও ওয়াইড বল দিয়েছিলেন। কোহলি আপার কাট শট খেলেন। দৃষ্টিনন্দনকারী ওই শট অল্পের মধ্যে ভয়ঙ্কর শটে পরিণত হয়। কারণ তা বাউন্স খেয়ে বাউন্ডারি লাইনের পাশে বসে থাকা নিরাপত্তারক্ষীর মাথায় গিয়ে সজোরে লাগে। ওই নিরাপত্তারক্ষী দর্শকদের দিকে লক্ষ্য রেখেছিলেন। বুঝতেই পারেননি কিং কোহলির ছক্কা ঘুরিয়ে দেবে তাঁর মাথা।

পারথে ওই ঘটনাটি ঘটার পরই অজি টিমের ফিজিয়ো হাজির হন সেই নিরাপত্তারক্ষীর কাছে। তাঁর কনকাশন টেস্ট করা হয়। তিনি সেই অর্থে চোট পাননি। সুস্থই রয়েছেন। এই ঘটনার পর ম্যাচে ক্ষণিকের জন্য বিরতি হয়। অজি টিমের ফিজিয়োর পাশাপাশি দলের তারকা বোলার নাথান লিয়ঁ সেই নিরাপত্তারক্ষীকে গিয়ে দেখে আসেন।

প্রথম ইনিংসে ১২ বলে ৫ রান করে জস হ্যাজেলউডের শিকার হয়েছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে তাঁকে ছন্দে দেখা যাচ্ছে। চারে নেমে তিনি আপাতত ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি বেঁধেছেন। তার আগে লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল মিলে দ্বিতীয় ইনিংসে ২০১ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন। এ বার দেখার কোহলির ব্যাটে এই টেস্টে আসে কত রান।

Next Article
Rahul Dravid: নিলামে চমক… উত্তেজনায় টগবগ করে ফুটছেন রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়
Ravichandran Ashwin IPL 2025 Auction: ৯.৭৫ কোটিতে ফেরানো হল ঘরে, ধোনির চেন্নাইয়ে আবার জাডেজার সঙ্গী অশ্বিন