IND vs AUS: ‘বিরাট’ ভুলেই রান আউট যশস্বী? এ বার ব্যাট ধরলেন মহারাজ

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 27, 2024 | 7:30 PM

Sourav Ganguly on Yashasvi and Virat:ক্রিকেট মহলে একাংশের দাবি, যশস্বীর রান আউটের জন্য দায়ী বিরাট। এই প্রসঙ্গে দেশের প্রাক্তন অধিনায়ক, বিসিসিআই প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি টিভি নাইন বাংলাকে জানিয়েছেন, নিজের মতামত।

IND vs AUS: বিরাট ভুলেই রান আউট যশস্বী? এ বার ব্যাট ধরলেন মহারাজ
IND vs AUS: 'বিরাট' ভুলেই রান আউট যশস্বী? এ বার ব্যাট ধরলেন মহারাজ
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: পারথ টেস্টে দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। একটা সময় সেখানে বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল দুরন্ত ছন্দে ছিলেন। জুটিটা থিতুও হয়েছিল। কিন্তু হঠাৎই ছন্দপতন। সেট ব্যাটার যশস্বী রান আউট হয়ে ফেরেন ৮২ রানে। ওভারের শেষ বলে বিরাটের রান নেওয়ার ইচ্ছে ছিল না। টেলিভিশন স্ক্রিনে দেখে তেমনটাই মনে হয়েছে। সেই সময় যশস্বী মিড অনে খেলে সিঙ্গল নিতে দৌড় লাগিয়েছিলেন। কল করেই দৌড়ান তিনি। বিরাট বল ফলো করেন। ততক্ষণে যশস্বী অপর প্রান্তে পৌঁছে গিয়েছেন। যশস্বীর কলে সাড়া দিয়ে বিরাট দৌড়তেই পারতেন। ক্রিকেট মহলে একাংশের দাবি, যশস্বীর রান আউটের জন্য দায়ী বিরাট। এই প্রসঙ্গে দেশের প্রাক্তন অধিনায়ক, বিসিসিআই প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি টিভি নাইন বাংলাকে জানিয়েছেন, নিজের মতামত।

কলকাতায় তিন দিনের প্রস্তুতি শিবির চলছে দিল্লি ক্যাপিটালসের। সেখান থেকে সৌরভ টিভি নাইন বাংলাকে বলেছেন, ‘যশস্বীর রান আউট আমি দেখিনি। এই মাঠে ছিলাম। হাইলাইটস দেখব। কিন্তু ৮২ রানে থাকাকালীন রান আউট হল ও। তাও আবার মেলবোর্নে। যশস্বী এই সিরিজে ভালো খেলছে। পারথে সেঞ্চুরি করেছিল। মেলবোর্নেও ভালো খেলছিল। আজও সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এমন পরিস্থিতিতে কোনও সেট ব্যাটার যদি আউট হয়ে যায় তা হলে সেটা চাপেরই হয়।’

এরপরই সৌরভ আরও বলেন, ‘বক্সিং ডে টেস্টের আজ দ্বিতীয় দিন ছিল। ভারত ভালো পজিশনে ছিল। তার মধ্যে যশস্বী, কোহলি ও আকাশদীপের উইকেট হারাল। এ বার ভারতকে ভালো ব্যাট করতে হবে। ফলো অন বাঁচাতে হবে।’

এই খবরটিও পড়ুন

রোহিত-বিরাটকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে সৌরভ বলেন, ‘বিরাট খারাপ খেলছে না। কিন্তু আউট হয়ে যাচ্ছে। এই তো পারথে সেঞ্চুরি করেছিল। আজও সেট হয়ে গিয়েছিল। যতক্ষণ আমি খেলা দেখেছি বিরাট ভালোই খেলছিল। তারপর আউট হয়ে গেল। ফলে বিরাটের ক্ষেত্রে এটা বলা ঠিক হবে না। ৩৮ রান করেছিল। রোহিত শর্মা রান করতে পারছে না। আজকের আউট হওয়ার শটটা ভালো ছিল না। খেলতে হবে। দ্বিতীয় সেশন বাকি রয়েছে। সিডনিতেও ২টো ইনিংস আছে। ভারতীয় টিমের জন্য রোহিত শর্মাকে জ্বলে উঠতে হবে।’

মেলবোর্ন টেস্টে বিরাট ও স্যামের ‘ধাক্কা কাণ্ড’ হয়েছিল। যার ফলে বিরাটকে শাস্তিও দিয়েছে আইসিসি। তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হবে। এ নিয়ে সৌরভকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি দেখিনি। অনেক সকালে ম্যাচ তো। এটা বলব অস্ট্রেলিয়া ভালো জায়গায় রয়েছে, ম্যাচ জিততে হলে ভারতকে ভালো খেলতে হবে।’

Next Article
Sourav Ganguly on Manmohan Singh: ‘মনমোহন আমাকে মেসেজ পাঠিয়েছিলেন’
Rishabh Pant: ফ্যান্সি হতে গিয়ে উইকেট উপহার ঋষভ পন্থের!