CSK vs SRH IPL 2022 Match Prediction: দক্ষিণ ভারতের ডার্বিতে প্রথম জয়ের খোঁজে মরিয়া দুই দলই
Chennai Super Kings vs Sunrisers Hyderabad Preview: ডিওয়াই পাটিলে রানের খোঁজে সিএসকে ওপেনার। দলের ব্যাটিং ব্যর্থতা ঢাকতে মাঝরাতে হোটেলের লবিতেই উথাপ্পাদের নিয়ে বিশেষ ক্লাস করেন ব্যাটিং কোচ মাইক হাসি। শনিবার বেশ কয়েকটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে সিএসকের ক্রিকেটাররা। আইপিএলে ৪ হাজার রানের থেকে ২৯ রান দূরে অম্বাতি রায়াডু।
মুম্বই: একটা দল তিনটে খেলে তিনটেতেই হেরেছে। অপর দল দুটো খেলে দুটোতেই হেরেছে। প্রথম দল গতবারের চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় দল গত আইপিএলের (IPL) লাস্ট বয়। শনি দুপুরে আইপিএলে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (CSK) -সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ডিওয়াই পাটিলে প্রথম জয়ের আশায় মরিয়া উভয় দলই। আজ দুপুরে দক্ষিণ ভারতের ডার্বি। চেন্নাই সুপার কিংসে ক্যাপ্টেন্সির বদল এসেছে। মহেন্দ্র সিং ধোনির থেকে নেতৃত্বের হাতবদল হয়েছে রবীন্দ্র জাডেজার কাছে। নতুন অধিনায়কের হাত ধরে এখনও সাফল্য অধরা চেন্নাই দলে। অন্য দিকে সানরাইজার্স হায়দরাবাদে গত আইপিএলের ব্যর্থতা এখনও চলছে। টানা ৩ ম্যাচ হেরে বেশ বেকায়দায় সিএসকে। অলরাউন্ডার মইন আলি দলের সঙ্গে যোগ দিলেও এখনও সে ভাবে ছন্দে দেখা যায়নি। গত ম্যাচে দলে যোগ দিয়েছিলেন ক্রিস জর্ডন। তবু বোলিং ব্যর্থতা ঢাকা যায়নি। একই সঙ্গে ব্যাটিং ব্যর্থতাও ক্রমশ প্রকট হয়েছে। গত আইপিএলের অরেঞ্জ ক্যাপ জেতা সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ফর্মের ধারেকাছে নেই।
ডিওয়াই পাটিলে রানের খোঁজে সিএসকে ওপেনার। দলের ব্যাটিং ব্যর্থতা ঢাকতে মাঝরাতে হোটেলের লবিতেই উথাপ্পাদের নিয়ে বিশেষ ক্লাস করেন ব্যাটিং কোচ মাইক হাসি। শনিবার বেশ কয়েকটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে সিএসকের ক্রিকেটাররা। আইপিএলে ৪ হাজার রানের থেকে ২৯ রান দূরে অম্বাতি রায়াডু। টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলস্টোন থেকে মাত্র এক ধাপ দূরে মইন আলি। ব্যাট হাতে শিবম দুবে ভরসা দিলেও, বল হাতে একেবারে ব্যর্থ। চোটের জন্য এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি দীপক চাহার। এটাই সবচেয়ে দুশ্চিন্তার। এ ছাড়া একটা ম্যাচ খেলে চোট পান অ্যাডাম মিলনেও। তাই অনামী বোলারদের নিয়েই খেলতে হচ্ছে সিএসকে-কে।
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ এখনও ব্যর্থতার ঘেরাটোপ থেকে বেরোতে পারেনি। ওপেনিংয়ে অভিষেক শর্মা ব্যর্থ। অধিনায়ক কেন উইলিয়ামসন চূড়ান্ত ব্যর্থ। রাহুল ত্রিপাঠী গত ম্যাচে ভালো ব্যাটিং করলেও দলকে জেতাতে পারেননি। নিকোলাস পুরানকে এখনও সে ভাবে দেখা যায়নি। আইপিএলে ২ হাজার রানের থেকে ৯৭ রান দূরে কেন উইলিয়ামসন। অন্যদিকে টি-টোয়েন্টিতে ৩০০ ছয় থেকে মাত্র ৩ ধাপ দূরে পুরান। হায়দরাবাদের ব্যাটিং ব্যর্থতা প্রধান দুশ্চিন্তার কারণ। বোলিংয়ে উমরন মালিক গত ম্যাচে একেবারে ছাপ ফেলতে পারেননি। ভুবনেশ্বর কুমার কিছুটা আস্থা দিয়েছেন। সঙ্গে নটরাজন আর ওয়াশিংটন সুন্দর। দুই দলই প্রথম জয়ের লক্ষ্যে মরিয়া। শনির দুপুরে ডিওয়াই পাটিলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে জাডেজা, উইলিয়ামসনরা।
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জগদীশা সুচিথ, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, আর সমর্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকী।
চেন্নাই সুপার কিংস স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।
আরও পড়ুন: IPL 2022: ব্যাট-বল ছেড়ে কি করলেন রশিদ খান?