IPL 2022: ব্যাট-বল ছেড়ে কি করলেন রশিদ খান?

রশিদ খান নিজেই রান্নার ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, চিকেন কারি রান্না করছেন রশিদ খান। আর তার জন্য সব রকম প্রস্তুতিই সারছেন তিনি। ছুড়ি দিয়ে পিস পিস করে চিকেন কাটার পাশাপাশি, রান্নাও চাপিয়েছেন। আর সবার শেষে সুস্বাদু চিকেন কারি ঢালছেন প্লেটে।

IPL 2022: ব্যাট-বল ছেড়ে কি করলেন রশিদ খান?
রশিদ খান। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2022 | 4:17 PM

মুম্বই: আজ সন্ধেয় পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত টাইটান্স। এ বারের আইপিএল (IPL 2022) বেশ ভালো ছন্দেই রয়েছে হার্দিক পান্ডিয়াদের গুজরাত। ২টো ম্যাচের ২টো-তেই জিতেছে গুজরাত। মাঠে নামার আগে ব্যাট-বল ছেড়ে রান্নাঘরে রশিদ খান (Rashid Khan)। গুজরাত টাইটান্সের আফগান লেগস্পিনারকে রাঁধুনির ভূমিকায় দেখে অনেকেই অবাক। তবে ২২ গজের পাশাপাশি রান্নাঘরেও যে কেরামতি দেখাতে পারেন রশিদ খান। আফগান লেগস্পিনার শুধু বল হাতে নয়, হাতা-খুন্তি হাতেও বেশ পারদর্শী। গুজরাত-পঞ্জাব ম্যাচের আগেই ভাইরাল রশিদ খানের ভিডিও। রোজা চলায় সারাদিন উপোশ থাকছেন রশিদ। সূর্য ডোবার পরই খাবার খেতে পারবেন। আর সেই জন্য নিজেই রান্নাঘরে ঢুকে গেলেন রশিদ খান। আফগান লেগস্পিনারকে দেখা গেল একেবারে অন্য ভমিকায়।

রশিদ খান নিজেই রান্নার ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, চিকেন কারি রান্না করছেন রশিদ খান। আর তার জন্য সব রকম প্রস্তুতিই সারছেন তিনি। ছুড়ি দিয়ে পিস পিস করে চিকেন কাটার পাশাপাশি, রান্নাও চাপিয়েছেন। আর সবার শেষে সুস্বাদু চিকেন কারি ঢালছেন প্লেটে।

গুজরাতের হয়ে দুটো ম্যাচেই মাঠে নেমেছেন রশিদ খান। দুটো ম্যাচে নেন ২ উইকেট। ১৫ কোটি টাকা দিয়ে আফগান লেগস্পিনারকে এ বারে দলে নিয়েছে গুজরাত টাইটান্স। একই সঙ্গে নিজদের ব্র্যান্ডও প্রোমোশন করলেন রশিদ খান। ব্র্যান্ডের নাম ‘আরকে ১৯’। গেঞ্জির ৫ শতাংশ লাফ ঢুকবে রশিদ খানের ফাউন্ডেশনে। আফগান লেগস্পিনার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। গরীবদের চিকিৎসা, অনাথ শিশুদের পড়াশোনার খরচ বহন করে রশিদের ওই সংস্থা।

আরও পড়ুন: IPL 2022: শুরুতেই মুখ থুবড়ে পড়ল আইপিএলের রেটিং