India vs Pakistan: এমন কখনও হয়নি! কেন পাকিস্তান টিমের সঙ্গে হাত মেলাল না টিম ইন্ডিয়া, বড় কথা বলে দিলেন সূর্যকুমার
Asia Cup India Vs Pakistan Match: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বিতর্ক আগেই হচ্ছিল। অনেকেই দাবি করেছিল, এই ম্যাচ বাতিল করে দেওয়া হোক। ম্যাচ বাতিল না হওয়ায় বিক্ষোভও দেখানো হয়। ম্যাচ বয়কটের দাবিও তোলা হয়। শেষে ম্যাচ হল। পাকিস্তানকে হারালও ভারত। তবে তাঁদের কোনও সৌজন্য দেখানো হল না। বিসিসিআই-ও সমর্থন করেছে এই সিদ্ধান্তকে।

নয়া দিল্লি: ২২ গজের ময়দানেও পাকিস্তানকে পর্যুদস্ত করল ভারত। মাত্র ১৬ ওভারেই পাকিস্তানের দেওয়া ১২৮ রানের টার্গেট পূরণ করে ফেলল ভারত। তবে ম্যাচ শেষে সৌজন্য দেখিয়ে যে দুই টিমের খেলোয়াড়রা হ্যান্ডশেক করেন, তা কিন্তু হল না। পাকিস্তানের সঙ্গে খেললেও, তাদের সঙ্গে হাত মেলাতে রাজি নয় ভারতীয় ক্রিকেট টিম। মুখের উপরে বন্ধ করে দেওয়া হয় ড্রেসিং রুমের দরজাও। কেন এমন করল ভারতীয় টিম, তার ব্যাখ্যা দিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।
ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বিতর্ক আগেই হচ্ছিল। অনেকেই দাবি করেছিল, এই ম্যাচ বাতিল করে দেওয়া হোক। ম্যাচ বাতিল না হওয়ায় বিক্ষোভও দেখানো হয়। ম্যাচ বয়কটের দাবিও তোলা হয়। শেষে ম্যাচ হল। পাকিস্তানকে হারালও ভারত। তবে তাঁদের কোনও সৌজন্য দেখানো হল না। বিসিসিআই-ও সমর্থন করেছে এই সিদ্ধান্তকে।
ম্যাচ শেষের পরই এই জয় পহেলগাঁওয়ে নিহতদের ও দেশের সেনাবাহিনীর প্রতি উৎসর্গ করেন টি-২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তিনি বলেন যে কিছু জিনিস স্পোর্টসম্যানশিপের থেকেও উপরে। তিনি বলেন, “আমাদের টিমের সিদ্ধান্ত ছিল এটা। আমরা শুধু খেলতে এসেছিলাম। আমরা জবাব দিয়েছি। কিন্তু কিছু জিনিস স্পোর্টসম্যানশিপের থেকে উপরে। আমরা এই জয় দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করছি, যারা অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিলেন। পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি। আমরা সরকার ও বিসিসিআইয়ের সিদ্ধান্ত মেনে চলব।”
