IPL 2024: বিরাটের থেকে IPL ডেবিউ ক্যাপ পেলেন জ্যাকস, রোহিতদের বিরুদ্ধে আরসিবির ভাগ্য ফিরবে?

Apr 11, 2024 | 7:53 PM

MI vs RCB, IPL 2024: গত বছরের আইপিএলের নিলামে ৩.২ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসকে কিনেছিল বিরাটের আরসিবি। কিন্তু সে বার চোটের কারণে তাঁর খেলা হয়নি। চব্বিশের আইপিএলের নিলামের আগে আরসিবি জ্যাকসকে রিটেইন করে রেখেছিল। অবশেষে তাঁর আইপিএল অভিষেক হল। এ বার দেখার বছর ২৫ এর তরুণ ওপেনার কেমন পারফর্ম করেন।

IPL 2024: বিরাটের থেকে IPL ডেবিউ ক্যাপ পেলেন জ্যাকস, রোহিতদের বিরুদ্ধে আরসিবির ভাগ্য ফিরবে?
IPL 2024: বিরাটের থেকে IPL ডেবিউ ক্যাপ পেলেন জ্যাকস, রোহিতদের বিরুদ্ধে আরসিবির ভাগ্য ফিরবে?

Follow Us

কলকাতা: রো-কো জুটিকে আজ ওয়াংখেড়ে মাতাতে দেখার জন্য অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। দুই দলের পরিস্থিতি প্রায় একই। হারের হ্যাটট্রিক করার পর একটা ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আর আরসিবি (RCB) জয়ের স্বাদ কেমন, তা ভুলেই গিয়েছে। এ বারের আইপিএলে ৫টি ম্যাচে খেলে বিরাট কোহলিরা জিতেছেন মাত্র ১টি ম্যাচে। লক্ষ্মীবারে দেখার আরসিবির ভাগ্য খোলে, নাকি দ্বিতীয় জয়ের হাসি ফোটে মুম্বই টিমের সদস্যদের। জসপ্রীত বুমরাদের বিরুদ্ধে আজ আরসিবির হয়ে অভিষেক হল উইল জ্যাকসের।

হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। টসের পর তিনি বলেন, ‘আমরা প্রতিটা ম্যাচে নতুন ভাবে শুরু করছি। নতুন বলে প্রতিপক্ষদের উপর প্রথম থেকে চাপ সৃষ্টি করতে চাই। এখানে গত ২ দিন শিশির দেখেছি। এই মাঠে রান তাড়া করার যোগ্য। সেই ধারাই বজায় রাখব। পরে জানতে পেরেছিলাম গত ম্যাচে দলের কেউ হাফসেঞ্চুরি না করার পরও, আমরা ২৩৪ রান তুলেছিলাম। অর্থাৎ একজন বেশি ব্যাটিং করলে আমরা সহজেই এই রান তুলতে পারি।’

টসের পর আরসিবির ক্যাপ্টেন ডু’প্লেসি বলেন, ‘আমরা আজ একাদশে বেশ কিছু পরিবর্তন করেছি। যতটা সম্ভব কম পরিবর্তন করতে চাই আমরা টিমে। কিন্তু যখন আমরা সেরা খেলাটা তুলে ধরতে পারিনি আমাদের তো সাহসী সিদ্ধান্ত নিতেই হবে। ছয় নম্বর ম্যাচ খেলতে চলেছি। তাই এটাই সেরা সময়। বিরাট দুরন্ত ফর্মে রয়েছে। ও ধারাবাহিকতাও দেখাচ্ছে। আমরা ভালো পারফর্ম করতে পারিনি। কিন্তু টি-২০ ক্রিকেট এমন যেখানে আমরা পরিস্থিতি বদলাতে পারি। মুম্বই শেষ ম্যাচ জিতেছিল। আমরাও চাইছি আজ সে ভাবেই ঘুরে দাঁড়াতে।’

গত বছরের আইপিএলের নিলামে ৩.২ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসকে কিনেছিল বিরাটের আরসিবি। কিন্তু সে বার চোটের কারণে তাঁর খেলা হয়নি। চব্বিশের আইপিএলের নিলামের আগে আরসিবি জ্যাকসকে রিটেইন করে রেখেছিল। অবশেষে তাঁর আইপিএল অভিষেক হল। এ বার দেখার বছর ২৫ এর তরুণ ওপেনার কেমন পারফর্ম করেন।

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ – রোহিত শর্মা, ঈশান কিষাণ, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, মহম্মদ নবি, রোমারিও শেফার্ড, শ্রেয়স গোপাল, জসপ্রীত বুমরা, জেরাল্ড কোৎজে ও আকাশ মাধওয়াল।

ইমপ্যাক্ট পরিবর্ত – সূর্যকুমার যাদব, ডিওয়াল্ড ব্রেভিস, নমন ধীর, নেহাল ওয়াদেরা, হার্ভিক দেশাই।

আরসিবির একাদশ – বিরাট কোহলি, ফাফ ডু’প্লেসি (অধিনায়ক), রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, উইল জ্যাকস, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অর্শদীপ সিং, বিজয়কুমার বিশাখ, রিস টপলি ও মহম্মদ সিরাজ।

ইমপ্যাক্ট পরিবর্ত – সূয়াশ প্রভুদেশাই, সৌরভ চৌহান, স্বপ্নিল সিং, রজন কুমার ও কর্ণ শর্মা।

Next Article