MI vs GG, WPL 2023 : আবারও ম্যাচের সেরা, হ্যারি কৃতিত্ব দিচ্ছেন কাকে?

MUMBAI INDIANS VS GUJARAT GIANTS, WPL 2023 : মুম্বই এই মাঠেই আগের ম্য়াচটিও খেলেছিল। ব্য়বহৃত পিচে খেলা হওয়ায় স্পিনাররা সুবিধা পাবে প্রত্যাশা ছিলই। তবে অবাক কান্ড এই প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগের কোনও ম্য়াচে উইকেট পেলেন না সাইকা ইসাক। এর আগের চার ম্য়াচ মিলিয়ে তাঁর উইকেট সংখ্য়া এক ডজন। প্রতিপক্ষ দল তাঁকে নিয়ে কতটা সতর্ক বোঝাই যায়।

MI vs GG, WPL 2023 : আবারও ম্যাচের সেরা, হ্যারি কৃতিত্ব দিচ্ছেন কাকে?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2023 | 12:07 AM

মুম্বই : একশো শতাংশ জয়ের রেকর্ড। পাঁচ ম্য়াচ খেলে সবকটিতে জয়। প্রকৃত অধিনায়কের মতোই খেলছেন হরমনপ্রীত কৌর। নেতৃত্বে যেমন নজর কাড়ছেন, দলের বিপদে ব্য়াট হাতে অনবদ্য ইনিংসও খেলছেন। প্রতিযোগিতার উদ্বোধনী ম্য়াচে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে জয় দিয়েই যাত্রা শুরু করেছিল মুম্বই। ফিরতি ম্য়াচেও গুজরাটকে হারাল তারা। মাত্র ১৬২ রানের পুঁজি নিয়েও ৫৫ রানের বড় জয় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের। বোলারদের পাশাপাশি কৃতিত্ব প্রাপ্য অধিনায়ক হরমনপ্রীতেরও। তিনি অর্ধশতরানের ইনিংস না খেললে এই স্কোর অবধি পৌঁছতে পারত না মুম্বই ইন্ডিয়ান্স। ম্য়াচের সেরাও হলেন হরমনপ্রীত কৌর। তিনি অবশ্য নিজেকে কৃতিত্ব দিতে নারাজ। বিস্তারিত TV9Bangla-য়।

গুজরাটের বিরুদ্ধে ব্য়াটিংয়ে অস্বস্তিতে পড়েছিল মুম্বই। এমন সময় ৩০ বলে ৫১ রানের ইনিংস। দল জিতল ৫৫ রানের ব্য়বধানে। পয়েন্ট টেবলে শীর্ষ তিনও নিশ্চিত। ম্য়াচের সেরা তথা মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌর বলছেন, ‘আমার মতে সমস্ত কৃতিত্ব প্রাপ্য় সাপোর্ট স্টাফ এবং সতীর্থদের। ওরা প্রচণ্ড পরিশ্রম করছে। আমরা যেভাবে খেলছি, এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। প্রত্যেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলছে। সাপোর্ট স্টাফদের কৃতজ্ঞতা জানাতে চাই। দলের উপর ভরসা দেখালে, ভালো ফল হবেই। আমরা যখন এই টিম পাই, ব্য়ক্তিগত ভাবে আমি খুবই খুশি হয়েছিলাম। বিশেষ করে ন্য়াট সিবারের কথা বলতে হয়। নিজের দেশের হয়ে যেমন ধারাবাহিক পারফর্ম করে, মুম্বইয়ের হয়েও তেমনই ধারাবাহিক পারফর্ম করছে। এই ইতিবাচক মানসিকতাই আমাদের ভালো ফল করতে সাহায্য করছে।’

মুম্বই এই মাঠেই আগের ম্য়াচটিও খেলেছিল। ব্য়বহৃত পিচে খেলা হওয়ায় স্পিনাররা সুবিধা পাবে প্রত্যাশা ছিলই। তবে অবাক কান্ড এই প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগের কোনও ম্য়াচে উইকেট পেলেন না সাইকা ইসাক। এর আগের চার ম্য়াচ মিলিয়ে তাঁর উইকেট সংখ্য়া এক ডজন। প্রতিপক্ষ দল তাঁকে নিয়ে কতটা সতর্ক বোঝাই যায়। এ দিন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান। মুম্বই অধিনায়ক হরমনপ্রীত আরও বলেন, ‘এই মাঠে গত ম্য়াচটি খেলার সময়ও লক্ষ্য করেছিলাম, ক্রিজে নেমেই রান করা কঠিন। কয়েকটা বল খেলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ফিল্ডিং সেটিং, পরিস্থিতি বুঝে গিয়ার শিফ্ট করতে হয়। সেটাই চেষ্টা করেছি।’