কলকাতা: রবি-রাত জমজমাট হতে চলেছে আইপিএল খেতাব জয়ের লড়াইয়ে। এই লড়াই হবে সেয়ানে সেয়ানে। কলকাতা নাইট রাইডার্সের লক্ষ্য তৃতীয় ট্রফি। এবং সানরাইজার্স হায়দরাবাদের চোখ দ্বিতীয় ট্রফিতে। দু’টো টিমই আইপিএল খেতাব জিততে মরিয়া। চিপকে আর কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে ১৭তম আইপিএল ফাইনাল (IPL Final)। এই ম্যাচে অজি বনাম অজি দ্বৈরথও দেখা যাবে। কেকেআর তারকা মিচেল স্টার্কের (Mitchell Starc) দিকে অনেকের বিশেষ নজর থাকবে। এই বিশ্বজয়ী অজি তারকা কেকেআরের (KKR) হয়ে শুরুর দিকে ভালো পারফর্ম করতে পারেননি। পরের দিকে কিন্তু তাঁর পারফরম্যান্সই কথা বলেছে। ফাইনালের আগে ফের অজি তারকার পাশে দাঁড়ালেন কেকেআরের এক প্রাক্তনী।
আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্ক। তাঁকে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছিল শাহরুখ খানের কেকেআর। অনেকেই এই চড়া দামে স্টার্ককে কেনা নিয়ে ভ্রু কুঁচকেছিলেন। এ বার স্টার্কের সমালোচকদের এক হাত নিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার ওয়াসিম আক্রম, যিনি আবার কেকেআরের প্রাক্তনী। প্লেয়ার এবং বোলিং কোচ দুই ভূমিকাতেই অতীতে কেকেআর টিমের সঙ্গে যুক্ত ছিলেন ওয়াসিম আক্রম।
কেকেআর তারকা স্টার্কের দাম নিয়ে যাঁরা বেশি কথা বলেছেন, তাঁদের কটাক্ষ করে ওয়াসিম আক্রম বলেছেন, ‘তুমি তো আর নিজের পকেট থেকে ওকে ২৪ কোটি টাকা দিচ্ছো না।’ সুইংয়ের সুলতানের কথা থেকেই পরিষ্কার অজি তারকার দিকে যাঁরা আঙুল তুলেছেন, তাঁদের ওপর বেজায় বিরক্ত তিনি।
শ্রেয়স আইয়ারের কেকেআরের অন্যতম বড় অস্ত্র মিচেল স্টার্ক। বড় ম্যাচের প্লেয়ার তিনি। একাধিক বার তা প্রমাণ করেছেন অস্ট্রেলিয়ান সুপারস্টার মিচেল স্টার্ক। এ বার ফের একবার স্টার্ককে তা প্রমাণ করতে হবে। তা হলেই নাইট শিবিরে আইপিএল ট্রফি আসবে।