Bangla News » Sports » Football Coaching camp started at Bansdroni for kids
Football Coaching Camp: বাঁশদ্রোণীতে শিশুদের ফুটবল প্রশিক্ষণ শিবিরের সূচনা
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Updated on: Mar 26, 2023 | 9:30 PM
প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন প্রয়াত ফুটবলার কৃষাণু দের কোচ সাধন ঘোষ ও রেলওয়ের প্রাক্তন অধিনায়ক রতন দত্ত। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রলয় ঘোষ।
Mar 26, 2023 | 9:30 PM
২৬ মার্চ, রবিবার থেকে বাঁশদ্রোণীতে শুরু হল শিশুদের ফুটবল প্রশিক্ষণ শিবির। (ছবি নিজস্ব)
1 / 7
বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির।(ছবি নিজস্ব)
2 / 7
শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়ন সংস্থা ব্রহ্মপুর শিশু ভারতীর উদ্যোগে শুরু হয়েছে এই ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প। (ছবি নিজস্ব)
3 / 7
৪ থেকে ১৪ বছর বয়সী শিশুরা এই ক্যাম্প থেকে ফুটবলের প্রশিক্ষণ নিতে পারবে। (ছবি নিজস্ব)
4 / 7
প্রশিক্ষক হিসেবে থাকবেন ভারতের প্রখ্যাত ফুটবলার তুষার রক্ষিত, লাইসেন্স প্রাপ্ত কোচ দীপ্তি কল্যাণ সেনশর্মা, ফুটবলার ও প্রশিক্ষক গৌতম পূজারী ও তারক চৌধুরী। (ছবি নিজস্ব)
5 / 7
প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি প্রয়াত কৃষাণু দের কোচ সাধন ঘোষ ও রেলওয়ের প্রাক্তন অধিনায়ক রতন দত্ত। (ছবি নিজস্ব)
6 / 7
উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রলয় ঘোষ। ফুটবল প্রশিক্ষণ শিবিরকে ঘিরে কচিকাঁচাদের দারুণ উৎসাহ দেখা গিয়েছে। (ছবি নিজস্ব)