Football Coaching Camp: বাঁশদ্রোণীতে শিশুদের ফুটবল প্রশিক্ষণ শিবিরের সূচনা

প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন প্রয়াত ফুটবলার কৃষাণু দের কোচ সাধন ঘোষ ও রেলওয়ের প্রাক্তন অধিনায়ক রতন দত্ত। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রলয় ঘোষ।

| Edited By: | Updated on: Mar 26, 2023 | 9:30 PM
২৬ মার্চ, রবিবার থেকে বাঁশদ্রোণীতে শুরু হল শিশুদের ফুটবল প্রশিক্ষণ শিবির। (ছবি নিজস্ব)

২৬ মার্চ, রবিবার থেকে বাঁশদ্রোণীতে শুরু হল শিশুদের ফুটবল প্রশিক্ষণ শিবির। (ছবি নিজস্ব)

1 / 7
বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির।(ছবি নিজস্ব)

বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির।(ছবি নিজস্ব)

2 / 7
শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়ন সংস্থা ব্রহ্মপুর শিশু ভারতীর উদ্যোগে শুরু হয়েছে এই ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প। (ছবি নিজস্ব)

শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়ন সংস্থা ব্রহ্মপুর শিশু ভারতীর উদ্যোগে শুরু হয়েছে এই ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প। (ছবি নিজস্ব)

3 / 7
৪ থেকে ১৪ বছর বয়সী শিশুরা এই ক্যাম্প থেকে ফুটবলের প্রশিক্ষণ নিতে পারবে। (ছবি নিজস্ব)

৪ থেকে ১৪ বছর বয়সী শিশুরা এই ক্যাম্প থেকে ফুটবলের প্রশিক্ষণ নিতে পারবে। (ছবি নিজস্ব)

4 / 7
প্রশিক্ষক হিসেবে থাকবেন ভারতের প্রখ্যাত ফুটবলার তুষার রক্ষিত, লাইসেন্স প্রাপ্ত কোচ দীপ্তি কল্যাণ সেনশর্মা, ফুটবলার ও প্রশিক্ষক  গৌতম পূজারী ও তারক চৌধুরী। (ছবি নিজস্ব)

প্রশিক্ষক হিসেবে থাকবেন ভারতের প্রখ্যাত ফুটবলার তুষার রক্ষিত, লাইসেন্স প্রাপ্ত কোচ দীপ্তি কল্যাণ সেনশর্মা, ফুটবলার ও প্রশিক্ষক গৌতম পূজারী ও তারক চৌধুরী। (ছবি নিজস্ব)

5 / 7
প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি প্রয়াত কৃষাণু দের কোচ সাধন ঘোষ ও রেলওয়ের প্রাক্তন অধিনায়ক রতন দত্ত। (ছবি নিজস্ব)

প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি প্রয়াত কৃষাণু দের কোচ সাধন ঘোষ ও রেলওয়ের প্রাক্তন অধিনায়ক রতন দত্ত। (ছবি নিজস্ব)

6 / 7
উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রলয় ঘোষ। ফুটবল প্রশিক্ষণ শিবিরকে ঘিরে কচিকাঁচাদের দারুণ উৎসাহ দেখা গিয়েছে। (ছবি নিজস্ব)

উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রলয় ঘোষ। ফুটবল প্রশিক্ষণ শিবিরকে ঘিরে কচিকাঁচাদের দারুণ উৎসাহ দেখা গিয়েছে। (ছবি নিজস্ব)

7 / 7
Follow Us: