FIFA World Cup 2022: প্লেয়ার হিসেবে ফ্রান্সকে হারিয়ে ট্রফি জিতেছেন স্কালোনি!
লা আলবিসেলেস্তেদের এই অভূতপূর্ব কামব্যাকের পিছনে রয়েছে লিওনেল স্কালোনির (Lionel Scaloni) মগজাস্ত্র। এ বার মেগা ফাইনালের অঙ্ক কষতে ব্যস্ত স্কালোনি।
দোহা: সৌদি আরবের কাছে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। সেই আর্জেন্টিনাই দেখতে দেখতে পৌঁছে গিয়েছে কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) ফাইনালে। যে টিমটা টুর্নামেন্টের শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছিল, তারা কীভাবে কামব্যাক করল? সে কথা সকলেরই জানা। লা আলবিসেলেস্তেদের এই অভূতপূর্ব কামব্যাকের পিছনে রয়েছে লিওনেল স্কালোনির (Lionel Scaloni) মগজাস্ত্র। এ বার মেগা ফাইনালের অঙ্ক কষতে ব্যস্ত স্কালোনি। তার মাঝেই জানা গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব পাচ্ছেন স্কালোনি। ফলে, মেসিদের কোচ হিসেবে তাঁকে আর নাও দেখা যেতে পারে। সব কিছুর মধ্য়েই উঠে এসেছে আর এক তথ্য। প্লেয়ার হিসেবে স্কালোনি ফ্রান্সকে হারিয়ে অতীতে ট্রফি জিতেছেন। তবে কি এ বার কোচ হিসেবেও স্কালোনির নামের পাশে জুড়বে এই পালক? কোন টুর্নামেন্টে ফ্রান্সকে হারিয়ে ট্রফি জিতেছিলেন স্কালোনি, তুলে ধরা হল TV9Bangla-র এই প্রতিবেদনে।
১৯৯৮ সালের তুলন টুর্নামেন্টে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। সেখানে লা আলবিসেলেস্তেদের অনূর্ধ্ব-২১ দলটি ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়েছিল। আর আর্জেন্টিনার সেই দলের সদস্য ছিলেন লিও মেসিদের বর্তমান গুরু লিওনেল স্কালোনি।
জোসে নেস্টর পেকারম্যানের দল ফ্রান্সকে ৯৮-এর তুলন টুর্নামেন্টের ফাইনালের দু’টি গোলই দিয়েছিল দ্বিতীয়ার্ধে। সেই ম্যাচে যদিও গোল করতে পারেননি স্কালোনি। তবে তিনি আর্জেন্টিনার প্রথম একাদশে ছিলেন। উল্লেখ্য সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে দু’টি গোল করেন, ওয়াল্টার স্যামুয়েল ও ফ্রান্সিসকো গুয়েইরো।
স্কালোনি সেই ম্যাচে ১৮ নম্বর জার্সি পরে খেলেছিলেন। এ বারের বিশ্বকাপের ফাইনাল রয়েছে ১৮ ডিসেম্বর। ওই দিন কি শিকে ছিড়বে আর্জেন্টিনার? নাকি পর পর দু’বার বিশ্বকাপ নিয়ে যাবেন কিলিয়ান এমবাপেরা? স্কালোনির মগজাস্ত্র কি ফাইনালে আর্জেন্টিনাকে জেতাবে? সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে রবিবার অবধি।