FIFA World Cup 2022: মেসি-মদ্রিচ এবং বিশ্বকাপের সেমিফাইনালে কিছু জটিল অঙ্কের সমাধান!

লিওনেল মেসির জয়গান গাইবে গ্যালারি, নাকি লুকা মদ্রিচকে আরও একবার কুর্নিশ করবে ফুটবল বিশ্ব? কাতারে এই সেমিফাইনাল নিয়ে অনেক অঙ্ক।

FIFA World Cup 2022: মেসি-মদ্রিচ এবং বিশ্বকাপের সেমিফাইনালে কিছু জটিল অঙ্কের সমাধান!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 8:30 AM

কলকাতা: বিশ্বকাপে (Qatar World Cup 2022) কোন টিম যে কখন হঠাৎ চমক দেখাবে, আগে থেকে কেউই বলতে পারেন না। ঠিক যেমন বলা যায় না, সেমিফাইনালে কোন টিম জিতবে। দুরন্ত ফর্মে থাকা আর্জেন্টিনা, নাকি হিসেব কষে ৯০ মিনিটের ওপারে ম্যাচ নিয়ে যাওয়ার মতো স্ট্র্যাটেজি নিয়ে নেমে আবার ক্রোয়েশিয়া চমকে দেবে? লিওনেল মেসির (Lionel Messi) জয়গান গাইবে গ্যালারি, নাকি লুকা মদ্রিচকে (Luka Modric) আরও একবার কুর্নিশ করবে ফুটবল বিশ্ব? কাতারে এই সেমিফাইনাল নিয়ে অনেক অঙ্ক। সব কিছু ছাপিয়ে ভাসছে কিছু তারকার মুখ। যাঁরা এই ম্যাচ নিয়ন্ত্রণ করবেন। যাঁরা হয়তো এই ম্যাচে জেতাবেন টিমকে। তবু কিছু অঙ্ক থেকে যাবে। কী সে সব? তুলে ধরল TV9 Bangla

মেসি ম্যাজিক

সারা বিশ্বকাপ জুড়ে দারুণ ফর্মে রয়েছেন লিওনেল মেসি। টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ফাইনালের দিকে। আর একধাপ এগোতে পারলেই ফাইনালে পা দেবে আর্জেন্টিনা। তা যদি হয়, মেসির কৃতিত্বই থাকবে সবচেয়ে বেশি। দুরন্ত ফর্মে রয়েছেন এলএম টেন। অনেক দিন পর যেন তাঁর খেলায় বার্সালোনার ছোঁয়া। গোল করছেন, গোল করাচ্ছেন। তার থেকে বড় কথা হল, অবিশ্বাস্য অফ দ্য বল ফুটবল খেলছেন। যে কারণে বিপক্ষ টিমকে একই সঙ্গে দুটো টিমের সঙ্গে খেলতে হচ্ছে— মেসি এবং আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। শেষ বিশ্বকাপে কাতারে তিনি যদি কাপ তুলে ধরতে পারেন, স্বপ্নপূরণ হবে মেসির। সেই লক্ষ্যেই অবিচল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।

মদ্রিচ, মিডফিল্ড মায়েস্ত্রো

৩৭ বছরের ক্রোয়েশিয়ান মিডফিল্ডারকে নিয়ে বিশ্বকাপের শুরুতে সে ভাবে আলোচনাই হয়নি। এটা তাঁরও শেষ বিশ্বকাপ। আর তাই যেন নিজেকে উজাড় করে দিচ্ছেন। বল নিয়ন্ত্রণে রাখছেন। চাপের মুহূর্তেও লক্ষ্য থেকে সরছেন না। কাউন্টার অ্যাটাকে বিপক্ষকে পাল্টা চাপে ফেলে দিচ্ছেন। বয়স উড়িয়ে দিয়ে ১২০ মিনিটের ম্যাচও খেলছেন। সবচেয়ে বড় কথা হল, টিমের যখন যে ভাবে দরকার, ঠিক সে ভাবেই নিজেকে মেলে ধরছেন। ক্রোয়েশিয়ার মধ্যে ঠান্ডা আগুন জ্বালিয়ে রাখছেন সর্বক্ষণ। গত বার ফাইনালে উঠলেও কাপ জিততে পারেননি। এ বার সেই স্বপ্নপূরণ করতে চান।

৯০ মিনিটের উর্ধ্বে

কাতার বিশ্বকাপে যেন অধিকাংশ ম্যাচের ফয়সালা হচ্ছে নব্বই মিনিট পরে। বা আরও ভালো করে বললে এক্সট্রা টাইমে। রাশিয়া বিশ্বকাপে নক আউটের দুটো ম্যাচ ক্রোয়েশিয়া জিতেছিল টাইব্রেকারে। এ বারও জ্লাটকো দালিচের টিম তাই করে দেখাচ্ছে। কাতার বিশ্বকাপে জাপান ও ব্রাজিলের বিরুদ্ধে প্রথমে গোল হজম করেছিল ক্রোয়েশিয়া। কিন্তু টাইব্রেকারে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়েছিলেন মদ্রিচরা। আর্জেন্টিনার বিরুদ্ধেও যে ৯০ মিনিটের ওপারে খেলা টেনে নিয়ে যেতে চাইবে ক্রোয়েশিয়া, সন্দেহ নেই।

গ্যালারির অ্যাডভান্টেজ

মাঠের বাইরে কোনও টিমের যদি কোনও বাড়ি অ্যাডভান্টেজ থেকে থাকে, কাতারে তবে তা পাচ্ছে আর্জেন্টিনা। আর তা হল গ্যালারি। কাতারে থাকা বিপুল সংখ্যক ভারতীয়রা তো বটেই, আর্জেন্টিনা থেকে আসা ফুটবল প্রেমীরা জুড়ে গিয়েছেন নীল-সাদা সমুদ্রে। তাঁরাই ম্যাচ জুড়ে গাইছেন, তাতাচ্ছেন। তার প্রভাব পড়ছে মাঠে। সমর্থকদের উদ্দাম সমর্থনের জন্য মেসিরা তেতে যাচ্ছেন প্রতি মুহূর্তে। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও যে গ্যালারি আরও একবার নীল-সাদা হয়ে যাবে, সন্দেহ নেই। চাপের মুহূর্তগুলো তাঁরাই পার করে নিয়ে যাবেন মেসিদের।

যাঁরা নজরে থাকবেন

মেসিকে বাদ দিলে তাঁর মাপের ফরোয়ার্ড আর আর্জেন্টিনার হাতে নেই। ফলে মাঠ জুড়ে ছাপ রাখার চেষ্টা করছেন মেসি। ঠিক তেমনই ঘটছে ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও। দালিচের টিম ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচের উপর নির্ভরশীল। সঙ্গে থাকছেন ব্রুনো পেতকোভিচ। ডাচদের বিরুদ্ধে আবার লিওনেল স্কালোনির টিম ম্যাঞ্চেস্টার সিটির জুলিয়ান আলভারেজ ছিলেন স্ট্রাইকার। সঙ্গে ছিলেন ইন্তার মিলানের লৌতারো মার্তিনেজ। বিশ্বকাপের সেমিফাইনালে নতুন কোনও তারকার জন্য হয় কিনা, দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব।