২০১৮ বিশ্বকাপের পর ক্লাব বদলেছেন অনেক ব্রাজিলীয় তারকা। ২০২২ সালে কাতারেও বিশ্বকাপ খেলবেন তাঁদের অনেকেই। কিন্তু তখন যে ক্লাবে তাঁরা খেলতেন। এখন সেই ক্লাবে নেই। TV9 Bangla তুলে ধরল এ রকমই কয়েক জন ব্রাজিলীয় ফুটবলারকে।
থিয়াগো সিলভা। ব্রাজিলের অধিনায়ক এবং ডিফেন্সের অন্যতম স্তম্ভ থিয়াগো সিলভা রাশিয়া বিশ্বকাপের সময় খেলতেন প্যারিস সাজাঁতে। এখন তিনি খেলেন চেলসিতে। ২০২০ সালেই ফ্রান্সের ক্লাব ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে এসেছেন।
গ্র্যাবিয়েল জেসুস। ব্রাজিলের ৯ নম্বর জার্সি মাত্র ২১ বছর বয়সেই গায়ে চাপিয়েছিলেন তিনি। তখন তিন খেলতেন ম্যাঞ্চেস্টার সিটিতে। এখন তিনি খেলেন আর্সেনালে।
অ্যান্টনি। ব্রাজিলের এই তরুণ ফুটবলার ২০১৮ বিশ্বকাপের সময় খেলতেন সাও পাওলোতে। ২০২০ সালে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেন তিনি।
কাসিমিরো। ব্রাজিলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার আগে খেলতেন রিয়াল মাদ্রিদে। এখন তিনি খেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে।
অ্যালিসন। ব্রাজিলের এই গোলকিপার রাশিয়া বিশ্বকাপের সময় ছিলেন রোমে। এখন তিনি লিভারপুলে।