FIFA World Cup 2022: এ বারের বিশ্ব চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন: এটো
Samuel Eto'o: একই সঙ্গে এটো আরও দাবি করেছেন, এখন আফ্রিকান দলগুলি অনেকটাই অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। তাই তিনি মনে করছেন, এ বার শুধু বিশ্বকাপে অংশগ্রহণ করতে নয় বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত।
লন্ডন: কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগে বড়োসড়ো ভবিষ্যদ্বাণী করে ফেললেন ক্যামেরুন (Cameroon) দলের প্রাক্তন ফুটবলার স্যামুয়েল এটো (Samuel Eto’o)। যিনি আবার এখন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। এটো বলে দিচ্ছেন, এ বার কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ক্যামেরুন। তিনি আরও বলেছেন, ১৮ই ডিসেম্বর বিশ্বকাপ ফাইনাল আফ্রিকার দুটো দলের মধ্যে হতে চলেছে। এবং ইংল্যান্ডকে সতর্ক করেছেন তিনি। এটোর কথা ধরলে, রাউন্ড অফ সিক্সটিনে আয়োজক দেশ কাতারের মুখোমুখি হতে পারে থ্রি লায়ন্স।
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি এটো অকপটে জানিয়েছেন, তাঁদের দেশ ফিফা ব়্যাঙ্কিংয়ে ৪৩ নম্বরে থাকলেও আসন্ন কাতার বিশ্বকাপে ক্যামেরুন দলের কাছ থেকে তিনি ভালো ফল আশা করছেন। এটো নিজে চারটি বিশ্বকাপে ক্যামেরুনের হয়ে খেলেছেন। কিন্তু কখনও গ্রুপ পর্যায়ের গণ্ডি তাঁরা পেরোতে পারেননি। এটোর মতে, এ বার আফ্রিকায় বিশ্বকাপ নিয়ে আসার দারুণ ভালো সুযোগ রয়েছে। তাঁর মতে, বিশ্বকাপের মঞ্চে আফ্রিকান মহাদেশের দেশগুলি বরাবরই ভালো ফুটবল প্রদর্শন করছে। কিন্তু এখনও বিশ্বকাপ জিততে পারেনি।
একই সঙ্গে এটো আরও দাবি করেছেন, এখন আফ্রিকান দলগুলি অনেকটাই অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। তাই তিনি মনে করছেন, এ বার শুধু বিশ্বকাপে অংশগ্রহণ করতে নয় বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত। ক্যামেরুন জাতীয় দলের প্ৰাক্তন তারকা ফুটবলারের মতে, এ বারের বিশ্বকাপে মরোক্কোকে হারিয়ে ক্যামেরুন প্রথম বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। ক্যামেরুন জাতীয় দলের জার্সি গায়ে ১১৮টি ম্যাচে ৫৬ টি গোল করা এটো বিশ্বকাপ নিয়ে আরও বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর কথায়, কাতার বিশ্বকাপে বেশ কিছু চমক অপেক্ষা করে রয়েছে সমর্থকদের জন্য। তিনি বলেছেন, স্পেনকে হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে দেবে মরোক্কো। পর্তুগাল বা গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হলে, ক্যামেরুন তাদের হারিয়ে পরবর্তী রাউন্ডে যাবে।
এটো বলেও দিচ্ছেন, ‘বিশ্বকাপ জেতা যে কোনও ফুটবলারের কাছে স্বপ্ন। আমি ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে চাই, ক্যামেরুন কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক।’
এটো যাই বলুন না কেন, বিশ্বকাপে কঠিন গ্রুপে রয়েছে ক্যামেরুন। ব্রাজিলের মতো দল রয়েছে তাঁদের গ্রপে। বিশ্বকাপে এটোর ভবিষ্যদ্বাণী সত্যি হয় কিনা, সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্যামেরুন ভক্তরা।