IT Raid: আয় কত? সত্যি জানতে এবার নজরে টিম পুষ্পা, চলছে IT Raid
Pushpa 2: দক্ষিণী সূত্রে খবর এই ছবি ইতিমধ্যে আয় করেছেন ১৮৩০ কোটি টাকা। সত্যি কি তাই! এই বিশাল আয়ের কারণে আয়কর দফতর ছবির প্রযোজক ও পরিচালককে নিয়ে তদন্ত শুরু করেছে বলেই প্রাথমিক সূত্রে খবর।
বক্স অফিসে দুর্দান্ত সাফল্য। ২০২৪-এর শেষে দর্শকমহলে ঝড় তুলেছে পুষ্পা ২। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল ছবির প্রশংসা। বছর ঘুরতেও যে সফর অব্যহত। এখনও রমরমিয়ে চলছে পুষ্পা ২। চলতি সপ্তাহে নতুন করে রিলিজ করে এই ছবি। যেখানে সংযুক্ত হয়েছে আরও ২১ মিনিট। ফলে কেউ কেউ আরও একবার এই অদেখা মুহূর্ত প্রেক্ষাগৃহে দেখতে ছুটছেন সিনেমাহলে। দক্ষিণী সূত্রে খবর এই ছবি ইতিমধ্যে আয় করেছেন ১৮৩০ কোটি টাকা। সত্যি কি তাই! এই বিশাল আয়ের কারণে আয়কর দফতর ছবির প্রযোজক ও পরিচালককে নিয়ে তদন্ত শুরু করেছে বলেই প্রাথমিক সূত্রে খবর।
আয়কর বিভাগের দল Mythri Movie Makers-এর অফিস ও প্রযোজক নবীন ইয়েরনেনি, রবি ইয়েলমাঞ্চলি এবং সিইও চেরির বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে। মঙ্গলবার চলে এই রেইড। এবার ছবির পরিচালক সুকুমারের বাড়ি ও অফিসেও তদন্তের খবর মিলছে। সূত্র অনুযায়ী, সুকুমারকে এয়ারপোর্ট থেকে সোজা বাড়ি ও অফিসে নিয়ে গিয়ে তাঁর আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত কাগজ বুধবার সকাল থেকে খতিয়ে দেখা হচ্ছে।
ছবির প্রযোজক দিল রাজুর বাড়ি এবং ম্যাঙ্গো মিডিয়ার মালিক রামের বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়েছে। এমনকি দিল রাজুর স্ত্রীকে ব্যাংকে নিয়ে গিয়ে তাঁদের লকারও পরীক্ষা করা হয়েছে। যদিও দিল রাজুর স্ত্রী এটিকে “রুটিন চেক” বলে দাবি করেছেন।
এর আগে বাহুবলি ২-এর সময়ও আয়কর দপ্তর এ ধরনের তদন্ত চালিয়েছিল। এবার পুষ্পা ২-এর আকাশছোঁয়া আয়ের জন্য পরিচালক সুকুমার ও প্রযোজকদের তল্লাশি করা হচ্ছে। যদিও সরকারি বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি। তাই সবটাই অনুমাণ ভিত্তিক। তাই অফিসিয়ালদের বিবৃতির জন্য অপেক্ষা করতে হবে। তবে এই ঘটনায় ইতিমধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।