AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL, Kolkata Derby: সূচি প্রকাশ হতেই ক্ষোভ দুই প্রধানের সমর্থকদের, আইএসএলের কলকাতা ডার্বি কি পিছোবে?

২১ সেপ্টেম্বর এ বারের ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ঢাকে কাঠি পড়বে। আজ প্রকাশিত হয়েছে দশম আইএসএলের সূচি। যা দেখে কলকাতার দুই প্রধানের সমর্থকরা ক্ষোভ উগরে দিয়েছেন।

ISL, Kolkata Derby: সূচি প্রকাশ হতেই ক্ষোভ দুই প্রধানের সমর্থকদের, আইএসএলের কলকাতা ডার্বি কি পিছোবে?
ISL, Kolkata Derby: সূচি প্রকাশ হতেই ক্ষোভ দুই প্রধানের সমর্থকদের, আইএসএলের কলকাতা ডার্বি কি পিছোবে?
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 6:30 PM
Share

কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ৭ সেপ্টেম্বর। আর দু’সপ্তাহও হাতে নেই। ২১ সেপ্টেম্বর এ বারের ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ঢাকে কাঠি পড়বে। আজ প্রকাশিত হয়েছে দশম আইএসএলের সূচি। যা দেখে কলকাতার দুই প্রধানের সমর্থকরা ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ আইএসএলে এ বারের কলকাতা ডার্বি পড়েছে ২৮ অক্টোবর। ওই দিন লক্ষ্মীপুজো। উৎসবের দিন বড় ম্যাচ থাকায় পর্যাপ্ত পুলিশ পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। শুধু তাই নয়। দুর্গাপুজো শুরু হচ্ছে ১৯ অক্টোবর। আর দুর্গাপুজোর মাঝে আগে থেকেই রয়েছে ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup) ম্যাচ। ইডেনে ২৮ অক্টোবর রয়েছে নেদারল্যান্ডস ও বাংলাদেশের ম্যাচ। পঞ্চমী থেকে দশমীর মধ্যে যদিও মোহনবাগানের আইএসএলে কোনও ম্যাচ নেই। সূচি অনুযায়ী, ২১ অক্টোবর ঘরের মাঠে রয়েছে লাল-হলুদের ম্যাচ। সে দিন আবার সপ্তমী। সেই সময় কলকাতায় পুরো উৎসবের আমেজ। ফেডারেশনে যাঁরা সূচি বানানোর দায়িত্বে রয়েছেন, তাঁরা তো পুজোর সময় কলকাতার পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। তারপরও কেন এমন সূচি হল? প্রশ্ন ময়দানের দুই প্রধানের সমর্থকদের। এই পরিস্থিতিতে আইএসএলে কি পিছোতে পারে কলকাতা ডার্বি (Kolkata Derby)? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বছর দুর্গাপুজোর মাঝে এমনিতেই রয়েছে ওডিআই বিশ্বকাপের ম্যাচ। তাতে সপ্তমীর দিন যুবভারতীতে ইস্টবেঙ্গলের ম্যাচ পড়ায় চিন্তা বাড়ল। দুর্গাপুজোর সময় কলকাতার রাস্তায় তিল ধরার জায়গা থাকে না। ফলে এখানে সেই সময় ফুটবল ম্যাচ থাকলে পর্যাপ্ত নিরাপত্তা দিতে সমস্যা হতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুজোর দিন আইএসএলে কলকাতা ডার্বি দেখে দুই প্রধানের সমর্থকদের চোখ উঠেছে কপালে। পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারলে পিছোতে পারে আইএসএলের প্রথম কলকাতা ডার্বি।

আইএসএলের এই সূচি দেখে অনেকেই বলছেন, ফেডারেশনে যাঁরা সূচি বানিয়েছেন, তাঁরা কী জানেন না পুজোর সময় কলকাতার পরিস্থিতি কেমন থাকে। অনেকের অভিযোগের তির প্রেসিডেন্টের দিকে। কল্যাণ চৌবে নিজে কলকাতার ব্যক্তি। শুধু তাই নয়, ফেডারেশনের বিভিন্ন কমিটিতে কলকাতার লোক রয়েছেন। তাঁরা থাকার পরও এমন সূচি কেন হল? প্রশ্ন তুলছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকরা।