Gold Price Today: সপ্তাহের শুরুতেই কমল সোনার দাম, লাগাতার পতনের পর এখন কত দর সোনার?
Gold Rate in Kolkata-West Bengal on 8th December 2025: সোনার যা দাম, তাতে অনেকের ইচ্ছা থাকলেও পিছিয়ে আসতে হয় বাজেটের জন্য। এখন আবার বাজারে হিট ৯ ক্যারেট সোনার গহনা। কম দামে টেকসই গহনা পাওয়া যায় এখন। অন্যদিকে, পাকা সোনা অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দামও কিন্তু বিগত কয়েকদিন ধরে কমছে।

কলকাতা: ডিসেম্বর মাস জুড়ে শুধুই উৎসব আর বিয়েবাড়ি। আর উপহার দেওয়ার কথা বললেই অনেকের প্রথম পছন্দই হয় সোনার গহনা। হার, পেনডেন্ট, ব্রেসলেট, চুড়ি থেকে শুরু করে কানবালা, নাকছাবি-অপশন অনেক। তবে সোনার যা দাম, তাতে অনেকের ইচ্ছা থাকলেও পিছিয়ে আসতে হয় বাজেটের জন্য। এখন আবার বাজারে হিট ৯ ক্যারেট সোনার গহনা। কম দামে টেকসই গহনা পাওয়া যায় এখন। অন্যদিকে, পাকা সোনা অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দামও কিন্তু বিগত কয়েকদিন ধরে কমছে। কেউ খাঁটি সোনা কিনতে চাইলে, আজ কত দর পড়বে, জেনে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ৮ ডিসেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ১৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩০ হাজার ১৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ লক্ষ ১ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্যারেট সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৯২৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৯ হাজার ২৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৯২ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৭৬০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৭ হাজার ৬০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৯ লক্ষ ৭৬ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
রুপোর দাম-
সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৮ হাজার ৯৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ৯০০ টাকা। একদিনে রুপোর দাম ১০০ টাকা কমেছে।
