FIFA World Cup 2022 Opening Ceremony Highlights: কাতারে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষ, এ বার ‘সফর’ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট

| Edited By: | Updated on: Nov 20, 2022 | 9:05 PM

Football World Cup Opening Ceremony Live Updates in Bengali: আর খোরের আল বায়াত স্টেডিয়ামে আজ কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

FIFA World Cup 2022 Opening Ceremony Highlights: কাতারে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষ, এ বার 'সফর' দিয়ে শুরু হবে টুর্নামেন্ট
মঞ্চে একদিকে আমেরিকান সুপারস্টার মর্গ্যান ফ্রিম্যান এবং অন্যদিকে বিটিএস তারকা জংকুক

দোহা: আজ বিশ্বকাপের (FIFA World Cup 2022) উদ্বোধন। কিছুক্ষণের মধ্যে বল গড়াবে মাঠে। তার আগে দোহার আল খোরের আল বায়াত স্টেডিয়ামে ধুমধাম করে শেষ হল এক ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠান। এ বারের বিশ্বকাপে অনেক কিছু নতুন রয়েছে। উন্মাদনার কোনও খামতি নেই। মরুদেশে এই প্রথম বার বিশ্বকাপ হচ্ছে বলে, কাতারের (Qatar) যে নিজস্ব সংস্কৃতি তা দেখার জন্য দর্শকরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। যে দেশে বিশ্বকাপ হয় সেই দেশের সংস্কৃতির সঙ্গে বহির্বিশ্বের মানুষরাও মিলে যায়। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করলেন হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান।  উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য, স্টেডিয়ামের কানায় কানায় উপচে পড়েছিল ভিড়। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসি ও বিটিএস তারকা জংকুক। এ বার সকলের নজর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে (কাতার বনাম ইকুয়েডর, সময়- রাত ৯.৩০)।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Nov 2022 08:56 PM (IST)

    নজর রাখুন TV9 বাংলার লাইভ আপডেটে

    আজ রাত ৯টা ৩০ মিনিটে বিশ্বকাপের বল মাঠে গড়াবে। প্রথম ম্যাচে মুখোমুখি কাতার ও ইকুয়েডর।

    LIVE Blog: QAT vs ECU Live Score: উদ্বোধনী অনুষ্ঠান শেষ, এ বার বল গড়ানোর অপেক্ষা

  • 20 Nov 2022 08:45 PM (IST)

    কাতারে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষ

    দোহার আল খোর স্টেডিয়ামে শেষ হল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

  • 20 Nov 2022 08:38 PM (IST)

    সঞ্চালনার দায়িত্বে আমেরিকান তারকা মর্গ্যান ফ্রিম্যান

    কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আমেরিকান সুপারস্টার মর্গ্যান ফ্রিম্যান।

  • 20 Nov 2022 08:33 PM (IST)

    জংকুকের পর মঞ্চে হাজির কাতারি গায়ক

    কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসি ও বিটিএস তারকা জংকুক একসঙ্গে গান গাইছেন।

  • 20 Nov 2022 08:30 PM (IST)

    পারফর্ম করছেন জংকুক

    অপেক্ষার অবসান। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা শুরু করলেন বিটিএস তারকা জংকুক।

  • 20 Nov 2022 08:30 PM (IST)

    এ বার মঞ্চে হাজির লাইব

    এ বার মঞ্চে হাজির হল কাতার বিশ্বকাপের ম্যাসকট লাইব।

  • 20 Nov 2022 08:27 PM (IST)

    আল বায়াত স্টেডিয়ামের কোনায় কোনায় ভেসে বেড়াচ্ছে ওয়াকা ওয়াকা

    কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চলছে। আল বায়াত স্টেডিয়ামের কোনায় কোনায় ভেসে বেড়াচ্ছে ওয়াকা ওয়াকা

  • 20 Nov 2022 08:24 PM (IST)

    ৩২টি দেশের পতাকা নিয়ে চলছে বিশেষ প্রদর্শনী

    উদ্বোধনী অনুষ্ঠানে এ বারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের পতাকা নিয়ে চলছে বিশেষ প্রদর্শনী। স্টেজের মধ্যে একে একে এসে উপস্থিত হল প্রতিটি দেশের জার্সিও! অপূর্ব টেকনোলজির ব্যবহার চোখে পড়ছে।

  • 20 Nov 2022 08:16 PM (IST)

    কাতারি সংস্কৃতি ফুটে উঠছে আল খোরে

    দোহার আল খোরের আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান মেতে উঠেছে কাতারি সংস্কৃতির নাচ-গানে।

  • 20 Nov 2022 08:11 PM (IST)

    মঞ্চে ফিফা প্রেসিডেন্ট ও কাতারের শাসক

    বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে হাজির ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি।

  • 20 Nov 2022 08:09 PM (IST)

    স্টেডিয়াম ভর্তি দর্শকরা

    বিশ্বকাপের উন্মাদনা প্রতিটা মিনিটে উপভোগ করছেন দর্শকরা। স্টেডিয়ামেও দেখা যাচ্ছে তারই ঝলক।

  • 20 Nov 2022 07:48 PM (IST)

    হতে চলেছে অপেক্ষার অবসান

    ভারতীয় সময় অনুসারে আজ রাত ৯টা ৩০ মিনিটে বিশ্বকাপের বল মাঠে গড়াবে। প্রথম ম্যাচে নামবে আয়োজক দেশ কাতার। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর।

    qatar wc

    হতে চলেছে অপেক্ষার অবসান (নিজস্ব চিত্র)

  • 20 Nov 2022 07:03 PM (IST)

    এ বার চোট পেলেন রেড ডেভিলসের এক তারকা

    ফুটবল বিশ্বকাপ ফের চোটের ঘেরায়। কাতার বিশ্বকাপের উদ্বোধনের কিছুক্ষণ আগে বেলজিয়াম শিবিরের জন্য এল দুঃসংবাদ।

    পড়ুন বিস্তারিত- Romelu Lukaku: এ বার ধাক্কা বেলজিয়ামের, ছিটকে গেলেন লুকাকু!

  • 20 Nov 2022 06:56 PM (IST)

    দোহার আল বিদ্দা পার্কের ফ্যান জোন খুলে গিয়েছে

    ৪০ হাজারেরও বেশি ভক্ত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার জন্য ফ্যান জোনে উপস্থিত থাকবেন। দোহার আল বিদ্দা পার্ক খুলে গিয়েছে। ফ্যান জোনে থাকছে ডিজে সেট, একটি আতশবাজি প্রদর্শনী এবং মালুমার ফিফা ফ্যান ফেস্টিভ্যাল অ্যান্থম তুকোহ টাকার একটি রোমাঞ্চকর পরিবেশনা।

    FIFA Fan zone

    দোহার আল বিদ্দা পার্কের ফ্যান জোন খুলে গিয়েছে। (ছবি-ফিফা ওয়েবসাইট)

  • 20 Nov 2022 06:49 PM (IST)

    বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরুর অপেক্ষা

    কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরুর অপেক্ষা। বিটিএস খ্যাত পপ তারকা জুংকুক এবং কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসিকে পারফর্ম করবেন।

    Qatar Night view

    রাতের কাতারের ঝলক (নিজস্ব চিত্র)

  • 20 Nov 2022 06:32 PM (IST)

    ফুটবল উৎসবে ডুব দিতে তৈরি গোটা বিশ্ব

    অপেক্ষার আর এক ঘণ্টা। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

    qatar image

    কাতার সেজে উঠেছে বিশ্বকাপের জন্য (নিজস্ব চিত্র)

Published On - Nov 20,2022 6:30 PM

Follow Us: