FIFA World Cup: ফিফার দু’বছর অন্তর বিশ্বকাপের পরিকল্পনাকে সমর্থন স্টিমাচের

দু'বছর অন্তর বিশ্বকাপ আয়োজন করার ভাবনাটা অবশ্য আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গারের। ফিফার ডেভেলপমেন্ট কমিটির মাথা যিনি। ওয়েঙ্গারের সঙ্গে জুমে এক সভাতেও যোগ দেওয়ার কথা স্টিমাচের। 'এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় বিষয় আলোচনার জন্য। আমি কিন্তু মুখিয়ে আছি, কী ভাবে এটা আয়োজন করতে চাইছে ফিফা, সেটা দেখার জন্য।'

FIFA World Cup: ফিফার দু'বছর অন্তর বিশ্বকাপের পরিকল্পনাকে সমর্থন স্টিমাচের
বিশ্বকাপ নিয়ে স্টিমাচ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2021 | 8:54 AM

বেঙ্গালুরু: ফিফার (FIFA) দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজন করার প্রস্তাবে সায় দিলেন ভারতীয় টিমের বিদেশি কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। আর্থিক ভাবে ফুটবল দুনিয়াকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করানোই লক্ষ্য ফিফার। যে যুক্তিকে সমর্থন করছেন সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) ক্রোট কোচ।

মাসখানেক আগে প্রতি দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজন করার প্রস্তাব তার সদস্য দেশগুলোকে জানিয়েছিল ফিফা। তারপর মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এ নিয়ে। ইউরোপ এ নিয়ে চরম বিরোধীতার রাস্তায় হেঁটেছে। লাতিন আমেরিকার বিভিন্ন দেশগুলো আবার একে সমর্থন করেছে। ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino) সম্প্রতি নিজের এক বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন, বিরোধীতা থাকলেও তাঁরা এই পথেই হাঁটবেন।

স্টিমাচ বলছেন, ‘ভারতের কোচ হিসেবে আমি চাই দু’বছর অন্তর বিশ্বকাপ হোক। ফিফার এই ভাবনাকে আমি সমর্থন করছি, কারণ এতে লাভ হবে ভারতের মতো দেশগুলোর। হয়তো ভারতের বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হবে অচিরেই। পৃথিবীর সব কোণেই ফুটবল ছড়াক, উন্নয়ণ হোক, আমি এটাই চাই। একমাত্র এই পথেই ভারতের বিশ্বকাপ খেলার স্বপ্ন সফল হতে পারে। দু’বছর অন্তর যদি বিশ্বকাপ হয়, তা হলে সেটা সম্ভব হতে পারে।’

আর্থিক ভাবে পিছিয়ে থাকা দেশগুলোর ফুটবল ফেডারেশন ফিফার এই নতুন ভাবনায় লাভবান হবে, তা অবশ্য মনে করছেন না স্টিমাচ। তাঁর কথায়, ‘আর্থিক ভাবে পিছিয়ে থাকা ফুটবল ফেডারেশনগুলোর কথা ভেবে যদি এটা করা হয়, তা হলে কিন্তু বিশেষ লাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। ফিফা কেন এটা করতে চাইছে, সেটা জানতে ও বুঝতে চাইছি।’

দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজন করার ভাবনাটা অবশ্য আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গারের। ফিফার ডেভেলপমেন্ট কমিটির মাথা যিনি। ওয়েঙ্গারের সঙ্গে জুমে এক সভাতেও যোগ দেওয়ার কথা স্টিমাচের। ‘এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় বিষয় আলোচনার জন্য। আমি কিন্তু মুখিয়ে আছি, কী ভাবে এটা আয়োজন করতে চাইছে ফিফা, সেটা দেখার জন্য।’

২০১৯ সালে ভারতীয় টিমে যোগ দিয়েছিলেন স্টিমাচ। তেমন বড় সাফল্য না পেলেও সম্প্রতি তাঁর কোচিংয়ে সাফ কাপ জিতেছে ভারত। স্টিমাচ বলেছেন, ‘আড়াই বছর আগে যখন টিমের সঙ্গে যোগ দিয়েছিলাম, তখন থেকে একটা নতুন টিম খাড়া করার চেষ্টা করছি। যাতে টেকনিক্যাল ফুটবল, পজেশন ফুটবল খেলতে পারি আমরা। প্রি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ১-১ ড্রটা একটা অঘটন ছিল। বাকি ম্যাচগুলোতে কিন্তু আমরা কঠিন পরিস্থিতিতেও ভালো খেলার চেষ্টা করেছি। যে জায়গায় দাঁড়িয়ে আছি, তাতে এখনও আমাদের স্বপ্নপূরণ হতে পারে। এশিয়ান কাপের যোগ্যতা পর্বের তৃতীয় রাউন্ডটাতে ভালো খেললে মূলপর্বে পৌঁছতেই পারব।’

একই সঙ্গে নতুন ভারতীয় টিম নিয়ে স্টিমাচের মন্তব্য, ‘আড়াই বছর পর বলতে পারি, আমাদের টিমে এখন বেশ কিছু ভালো প্লেয়ার আছে। যারা টিমের মেরুদণ্ড। তাদের নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।’

আরও পড়ুন: ISL 2021: বুধবার গোকুলমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চিমাকে খেলানোর ভাবনা