AFC Asian Cup Qualifiers 2022: তিন প্রধানে মিলবে ভারত-আফগানিস্তান ম্যাচের অফলাইন টিকিট
দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভারত-আফগানিস্তান ম্যাচের অফলাইন টিকিট পাওয়া যাবে ইস্টবেঙ্গল, মোহনবাগান আর মহমেডান স্পোর্টিং থেকে। গত ম্যাচে ঠিক যে ভাবে টিকিট দেওয়া হয়েছিল, এই ম্যাচেও সে ভাবে টিকিট হাতে পাবেন ফুটবলপ্রেমীরা। এক একজন ৪টে করে টিকিট পাবেন। তবে অবশ্যই সঙ্গে রাখতে হবে আধার কার্ড। অনলাইন টিকিট রিডিমের জায়গা অবশ্য যুবভারতীই থাকছে।
কলকাতা: সপ্তাহের মাঝে বুধবারও ভারতের ম্যাচ দেখতে যুবভারতীতে হাজির হয়েছিল ২৭ হাজার দর্শক। একে গরম, তার উপর রাতে ম্যাচ। সে সব কিছুকে তোয়াক্কা করেই সুনীল, লিস্টনদের খেলা দেখতে আসেন ফুটবলপাগল জনতা। শনিবার ভারত-আফগানিস্তান দ্বৈরথ। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের (AFC Asian Cup Qualifiers) এই ম্যাচ ঘিরে পারদ চড়তে শুরু করে দিয়েছে। মাঠে নামার আগেই বাগযুদ্ধে জড়িয়েছেন দুই দলের কোচ। কম্বোডিয়াকে হারানোর পর দর্শকদের মাঠ ভরানোর আবেদন জানিয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রীও (Sunil Chhetri)। সেই ডাকে সাড়া দিতে তৈরি সমর্থকরাও। গত দুটো সাক্ষাতেই আফগানিস্তানের কাছে আটকে গিয়েছে ভারত। তাই এই ম্যাচ জিততে মুখিয়ে ব্লু টাইগার্স। ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। এখন থেকেই ভারত-আফগানিস্তান ম্যাচে টিকিটের হাহাকার শুরু হয়ে গিয়েছে।
ভারত-কম্বোডিয়া ম্যাচের টিকিট নিয়ে এর আগে অসন্তোষ দেখা গিয়েছিল আইএফএ-তে। অভিযোগ ছিল, আইএফএ-কে ঠিকঠাক পরিমাণ টিকিট দেওয়া হয়নি। এমনকি ম্যাচের আগে বিপুল পরিমাণ টিকিট অনেক দেরিতে এসে পৌঁছেছিল। এছাড়া টিকিট বণ্টনেও অনেক সমস্যা দেখা দিয়েছিল। সেই ভুল থেকে এ বার শিক্ষা নিল ফেডারেশন।
আইএফএ-র সঙ্গে আজ একটি বৈঠকে বসে ফেডারেশন। ঠিক হয়, শুক্রবার ভারত-আফগানিস্তান ম্যাচের টিকিট দেওয়া হবে তিন প্রধান থেকে। তিন প্রধানের থেকে এ ব্যাপারে সবুজ সংকেতও এসেছে। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভারত-আফগানিস্তান ম্যাচের অফলাইন টিকিট পাওয়া যাবে ইস্টবেঙ্গল, মোহনবাগান আর মহমেডান স্পোর্টিং থেকে। গত ম্যাচে ঠিক যে ভাবে টিকিট দেওয়া হয়েছিল, এই ম্যাচেও সে ভাবে টিকিট হাতে পাবেন ফুটবলপ্রেমীরা। এক একজন ৪টে করে টিকিট পাবেন। তবে অবশ্যই সঙ্গে রাখতে হবে আধার কার্ড। অনলাইন টিকিট রিডিমের জায়গা অবশ্য যুবভারতীই থাকছে।
অনলাইনে টিকিট কাটা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে, সেখানে অনেক সমস্যা তৈরি হয়েছে। টিকিট বুক করা সত্ত্বেও কারও কাছে কোনও কনফার্মেশন মেসেজ আসছে না। মুহূর্তের মধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। এ দিকে প্রাক্তন ফুটবলারদের ম্যাচ দেখার জন্য আলাদা ব্যবস্থার কথা বলেছিল আইএফএ। ফেডারেশন এখনও সেই উত্তর দেয়নি।
এ দিকে সাধারণ গ্যালারিতে ম্যাচ দেখতে গিয়ে বেশ বেকায়দায় পড়তে হচ্ছে দর্শকদের। এমনিতেই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশ করা যায় না। গ্যালারিতেও কোনও জলের ব্যবস্থা নেই। আগে পাউচে জল বিক্রি হত। কিন্তু এ বারে সেটাও হচ্ছে না। ফলে সমস্যায় পড়েছেন দর্শকরা। এই গরমে এমনিতে প্রাণ হাসফাঁস। তার ওপর জলের সমস্যা। দেড় ঘণ্টার ওপর জল ছাড়াই থাকতে হচ্ছে দর্শকদের। ফলে যে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় কার উপর বর্তাবে, তা অজানাই।
আরও পড়ুন: AFC Asian Cup Qualifiers 2022: মাঠে নামার আগেই বাগযুদ্ধে ভারত-আফগান কোচ