AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2025-26: অন্ধকারে তলিয়ে যাবে ভারতীয় ফুটবল? ক্লাবগুলোকে চিঠি দিয়ে আইএসএল স্থগিত করল FSDL

Indian Super League: চব্বিশ ঘণ্টা আগের ওই পতন যে আরও বড় কোনও কিছুর ইঙ্গিতবহ ছিল, তা আর কে জানত। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে কার্যত ভারতীয় ফুটবলে তালা পড়ে গেল।

ISL 2025-26: অন্ধকারে তলিয়ে যাবে ভারতীয় ফুটবল? ক্লাবগুলোকে চিঠি দিয়ে আইএসএল স্থগিত করল FSDL
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Jul 11, 2025 | 8:24 PM
Share

কলকাতা: আরও আরও অন্ধকারে চলে গেল ভারতীয় ফুটবল। যে স্বপ্নের লিগকে সামনে রেখে ভারতীয় ফুটবলকে এশিয়া ও বিশ্বের সামনে তুলে ধরার স্বপ্ন দেখানো হয়েছিল। তাই অপাতত বন্ধ হয়ে গেল। গতকালই ফিফা ব়্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে ৭ ধাপ পতন হয়েছে সুনীল ছেত্রীদের। চব্বিশ ঘণ্টা আগের ওই পতন যে আরও বড় কোনও কিছুর ইঙ্গিতবহ ছিল, তা আর কে জানত। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে কার্যত ভারতীয় ফুটবলে তালা পড়ে গেল। ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল স্থগিত করে দিল আয়োজকরা।

ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল, যারা আইএসএলের আয়োজক, তাদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে চুক্তি হয়েছিল, মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট বা এমআরআই-এর মেয়াদ শেষ হচ্ছে ৮ ডিসেম্বর। সমস্ত ক্লাবকে চিঠি দিয়ে এফএসডিএল জানিয় দিল, আপাতত আইএসএল শুরু করা যাচ্ছে না। যদি নতুন চুক্তি না হয়, তা হলে নতুন মরসুম শুরুর কিছু দিনের মধ্যেই বন্ধ করে দিতে হবে। যে কারণে টুর্নামেন্ট শুরু করতে আগ্রহী নয় আয়োজকরা। আইএসএল নিয়ে যে জটিলতা রয়েছে, তা নতুন নয়। এ নিয়ে দড়ি টানাটানি চলছে বেশ কিছুদিন ধরেই। বেশ কিছু শর্ত চাপিয়ে নতুন চুক্তি করতে চাইছে ফেডারেশন। যা নিয়ে আপত্তি রয়েছে এফএসডিএলের। তাতেই আটকে রয়েছে চুক্তি। সেই জট না খোলা পর্যন্ত লিগ হবে না।

২০১০ সালে ১৫ বছরের জন্য চুক্তি হয়েছিল ফেডারেশন ও এফএসডিএলের মধ্যে। নতুন চুক্তি দুই পক্ষের মধ্যে কবে হবে, তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। কারণ, সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এআইএফএফের গঠনতন্ত্র। তা যতক্ষণ না চূড়ান্ত হচ্ছে বা দেশের সর্বোচ্চ আদালত যতক্ষণ না আইএসএলের চুক্তি সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ করছে, ততক্ষণ এই লিগ নিয়ে জটিলতা কাটার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। নতুন মরসুমের দিকে তাকিয়ে ফুটবলার নেওয়া শুরু করে দিয়েছিল ক্লাবগুলো। তারা আয়োজক বনাম ফেডারেশনের দড়ি টানাটানি নিয়েই ওয়াকিবহাল ছিল। তাও ভেবেছিল, জটিলতা কেটে যাবে। কিন্তু ক্লাবগুলোকে আচমকাই এফএসডিএলের চিঠি বেশ চাপে ফেলে দিয়েছে কর্তাদের।