Sanjeev Goenka: আনোয়ার আলি ইস্যুতে সঞ্জীব গোয়েঙ্কার কুশলী মন্তব্য
Mohun Bagan Super Giant: উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। ডার্বিতে খেলতে মুখিয়ে আছেন অজি বিশ্বকাপার। বিমানবন্দরে পা রেখেই কলকাতার উন্মাদনা টের পেয়েছেন। বড় ম্যাচে গোল করে দলকে জেতাতে চান ম্যাকলারেন। কোচ হোসে মোলিনা যেমন বলেই দিলেন, প্রত্যেক ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় মোহনবাগান।
কলকাতা: আনোয়ার বিতর্ক চলছেই। ময়দানে আনোয়ার বিতর্কের এখনই শেষ নয়। তা ভালোই টের পাওয়া যাচ্ছে। ২ তারিখ প্লেয়ার স্ট্যাটাস কমিটির বৈঠক। আর ওই বৈঠকেই আনোয়ার আলির ভাগ্য নির্ধারণ হবে। ভারতীয় ডিফেন্ডারকে পাওয়ার আশা ক্রমশ ছাড়ছে মোহনবাগান। ইতিমধ্যেই আনোয়ারের কাছ থেকে বিশাল ক্ষতিপূরণ চেয়েছে মোহনবাগান। সূত্রের খবর, প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সেই রিপোর্টই দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। যা পরিস্থিতি, তাতে হয়তো আনোয়ারকে শাস্তি হিসেবে কয়েকমাস নির্বাসিত করতে পারে ফেডারেশন। একই সঙ্গে আনোয়ারের ক্লাব দিল্লি এফসিকে ট্রান্সফার ব্যান করতে পারে ফেডারেশন।
মঙ্গলবার একটি অনুষ্ঠানে মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কাকে আনোয়ার ইস্যুতে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘মোহনবাগান একটা আবেগ। এটা শুধুমাত্র একটা ক্লাব নয়। এটা একটা প্রতিষ্ঠান। যখন কেউ মোহনবাগানের হয়ে প্রতিনিধিত্ব করে, তখন সে শুধুমাত্র কোনও ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করে না। এই মুহূর্তে আমাদের দলে তিনজন বিশ্বকাপার আছে। আর কোনও দলে এমনটা নেই। আনোয়ার এমন একজন ছেলে যাকে আমি সবসময় খুব পছন্দ করি। মিষ্টি ছেলে। এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে আনোয়ার নিয়ে আর কোনও কথা বলতে চাই না। বিশেষত এই বিষয়টা যখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির অধীনে রয়েছে। ওরাই এখন সিদ্ধান্ত নেবে। আমাদের সেটা মেনে নিতে হবে। আমরা মোহনবাগান। আমাদের ঐতিহ্য রয়েছে। যে কোনও প্ররোচনায় প্রতিক্রিয়া দিতে চাই না।’
সূত্রের খবর আনোয়ার নিজেই ইস্টবেঙ্গলের প্রি কনস্ট্রাক্টে সই করে ফেলেছেন। মন থেকেও চাইছেন না আর মোহনবাগানে থাকতে। এই প্রসঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার মন্তব্য, ‘অনেকে ধারণা করছে আনোয়ার অনিচ্ছুক ঘোড়া। অপেক্ষা করতে চাই। বিষয়টা দেখতে চাই। গত মরসুমে আনোয়ারকে নিয়ে আমাদের অভিজ্ঞতা বেশ ভালো। খুব ভালো একজন টিম ম্যান। দারুণ ফুটবলার। মিষ্টি ছেলে। এর বেশি আর কিছু বলতে চাই না।’
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। ডার্বিতে খেলতে মুখিয়ে আছেন অজি বিশ্বকাপার। বিমানবন্দরে পা রেখেই কলকাতার উন্মাদনা টের পেয়েছেন। বড় ম্যাচে গোল করে দলকে জেতাতে চান ম্যাকলারেন। মোহনবাগানের নতুন কোচ হোসে মোলিনা যেমন বলেই দিলেন, প্রত্যেক ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় মোহনবাগান। এমনকি দাপটের সঙ্গে খেলতে চায়।