রোনাল্ডোর পেনাল্টি মিস, জেতার সুযোগ হাতছাড়া জুভেন্টাসের

সিরি আতে বুধবার জুভেন্টাস বনাম আটলান্টার ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয় । পেনাল্টি থেকে গোল করে দলকে জেতানোর সুযোগ হাতছাড়া করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

| Updated on: Dec 17, 2020 | 1:15 PM
ম্যাচের ২৯ মিনিটে জুভেন্টাসকে (Juventus) এগিয়ে দেন ফেদেরিকো চিয়েসা (Federico Chiesa)।

ম্যাচের ২৯ মিনিটে জুভেন্টাসকে (Juventus) এগিয়ে দেন ফেদেরিকো চিয়েসা (Federico Chiesa)।

1 / 5
গোলের পর চিয়েসার উচ্ছ্বাস।

গোলের পর চিয়েসার উচ্ছ্বাস।

2 / 5
ম্যাচের ৫৭ মিনিটে আটলান্টাকে (Atalanta) সমতায় ফেরান রেমো ফ্রিউলার।

ম্যাচের ৫৭ মিনিটে আটলান্টাকে (Atalanta) সমতায় ফেরান রেমো ফ্রিউলার।

3 / 5
ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি মিস করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি মিস করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

4 / 5
২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩নম্বরে রয়েছে আন্দ্রে পিরলোর জুভেন্টাস।(ছবি-টুইটার)

২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩নম্বরে রয়েছে আন্দ্রে পিরলোর জুভেন্টাস।(ছবি-টুইটার)

5 / 5
Follow Us: