UEFA Nations League: গ্রুপে স্পেনের প্রথম জয়, চেক-মেটে পর্তুগাল শীর্ষে

প্রথম জয়ের ব্যবধান ১-০ হলেও, ফলে খুশি কোচ স্পেনের কোচ লুইস এনরিকে।

UEFA Nations League: গ্রুপে স্পেনের প্রথম জয়, চেক-মেটে পর্তুগাল শীর্ষে
SPAINImage Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2022 | 5:58 PM

লিসবন: ম্যাচের মাঝে মাত্র পাঁচ মিনিট সময় নিল পর্তুগাল (Portugal)। এর মধ্যেই জোড়া গোল। উয়েফা নেশন্স লিগে (UEFA Nations League) টানা দ্বিতীয় জয় পর্তুগালের। আগের ম্যাচে সুইজারল্যান্ডকে (Switzerland) ৪-০ গোলে হারিয়ে ছিল তারা। চেক প্রজাতন্ত্রের (Czech Republic) বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতল পর্তুগাল। গ্রুপ এ-২ তে শীর্ষস্থানও ধরে রাখল তারা। গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এবারের প্রতিযোগিতায় প্রথম জয় স্পেনের (Spain)। চেকের বিরুদ্ধে ২-২ ড্র করেছিল। সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয়ে স্পেনের হয়ে একমাত্র গোল পাবলো সারাবিয়ার। জিতলেও গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। প্রথম তিন ম্যাচের মধ্যে জোড়া জয়, একটা ড্র। স্পেনের থেকে ২ পয়েন্টে এগিয়ে পর্তুগাল। লিসবনে চেকের বিরুদ্ধে ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোল জোয়াও ক্যানসেলো। ৫ মিনিট পরই গঞ্জালো গুয়েদেস দ্বিতীয় গোলটি করেন।

গুয়েদেস বলছেন, ‘দারুণ একটা ম্যাচ খেললাম। ওরাও মরিয়া চেষ্টা করেছেন আমাদের আটকানোর। আমরা আরও গোল করার সুযোগ পেয়েছিলাম। ব্যবধান না বাড়লেও, জিতেছি, এটাই তৃপ্তির।’ চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকার ভাক্লাভ জুরেকা বলছেন, ‘ওরা দুটো সুযোগ কাজে লাগিয়েছে। আমিও গোলের সুযোগ পেয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি।’ স্পেনের জয়ে ভূমিকা রয়েছে সুইজারল্যান্ডেরও।  তাঁদের ভুলের সুযোগ কাজে লাগান স্পেনের পাবলো সারাবিয়া। টানা তিন ম্যাচে হারলো সুইজারল্যান্ড। প্রথম জয়ের ব্যবধান ১-০ হলেও, ফলে খুশি কোচ স্পেনের কোচ লুইস এনরিকে। ঘরের মাঠে পর্তুগালের সঙ্গে ড্র, এবং চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র করেছিল স্পেন। স্বাভাবিক ভাবেই এদিনের জয়ে তৃপ্ত এনরিকে বলছেন, ‘আমার মনে হয় ম্যাচে দারুণ ভারসাম্য ছিল। পরের দিকে আমরাই নিয়ন্ত্রণ করতে পেরেছি। ফুটবলাররা পুরো ম্যাচেই ইতিবাচক মানসিকতা ধরে রেখেছে।’

২০২০ ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে সুইসদের বিরুদ্ধে বল পজেশনে অনেক এগিয়ে থাকলেও ম্যাচ জিততে পেনাল্টি শুটআউটের উপর ভরসা করতে হয়েছিল। এদিনও গোল করতে ঘাম ছুটল সেই সুইসদের বিরুদ্ধে। ম্যাচের ১৩ মিনিটে এরে কমের্টের ভুলে বল আসে ফেরান তোরেসের দখলে। এরপর মার্কস লরেন্তের ক্রসে গোল করেন পাবলো সারাবিয়া।