Oksana Chusovitina: এখনও অবসরের ভাবনা নেই ৪৮ বছরের ওকসানা চুসোভিতিনার!
টোকিও গেমসের পর ওকসানা বলেছিলেন, এ বার থেমে যেতে চাইছেন। সেই তিনিই এখন চোখ রেখেছেন প্যারিস অলিম্পিকে। আটচল্লিশের উজবেক জিমন্যাস্ট এমনিতেই আটবার অলিম্পিকে নেমেছেন। আর একবার নামলে ন'বার হবে। তাঁর সামনে রয়েছেন একমাত্র নিনো। ৫২ বছর বয়সে যিনি অলিম্পিকে নেমেছিলেন।
হানঝাউ: মানুষ কীসে তৃপ্ত? কখন ক্লান্ত হয় মানুষ? কখন মনে করে, অনেক হল, এবার থেমে যাওয়া উচিত? উত্তর মেলানো খুব কঠিন! এক জোড়া বিরামহীন পা চিরকাল ছুটিয়ে বেড়ায় কিছু মানুষকে। এক স্টেশন থেকে আর এক স্টেশনে। লক্ষ্য থেকে লক্ষ্যে পৌঁছেও তাঁরা থামতে পারেন না। একটা সময় ছুটে যাওয়াটাই লক্ষ্য হয়ে যায় তাঁদের। পৃথিবীতে এমন মানুষের সংখ্যা হাতে গোনা। জর্জিয়ান শুটার নিনো সালুকভাদেজ় যেমন সেই গ্রহের বাসিন্দা। মহেন্দ্র সিং ধোনিও যেমন। রোহন বোপান্না যেমন। বয়স যাঁদের কাছে স্রেফ সংখ্যা। যেমন ওকসানা চুসোভিতিনা (Oksana Chusovitina)। উজবেকিস্তানের ‘তরুণী’ শুধু জিমন্যাস্টিক ফ্লোরে নন, সারা পৃথিবীর কাছে অনুপ্রেরণা। ৪৮ বছরেও থামার লক্ষণ নেই। TV9Bangla Sports এ বিস্তারিত।
টোকিও গেমসের পর ওকসানা বলেছিলেন, এ বার থেমে যেতে চাইছেন। সেই তিনিই এখন চোখ রেখেছেন প্যারিস অলিম্পিকে। আটচল্লিশের উজবেক জিমন্যাস্ট এমনিতেই আটবার অলিম্পিকে নেমেছেন। আর একবার নামলে ন’বার হবে। তাঁর সামনে রয়েছেন একমাত্র নিনো। ৫২ বছর বয়সে যিনি অলিম্পিকে নেমেছিলেন। বলা যেতেই পারে, শুধু এ বার নয়, আগামী বারের এশিয়ান গেমসেও ফ্লোরে দেখা যেতে পারে তাঁকে। ওকসানার কেরিয়ার ভীষণ বর্ণময়। প্রথম বিশ্ব খেতাব জিতেছিলেন ১৯৯১ সালে। অলিম্পিক চ্যাম্পিয়ন হন ১৯৯২ সালে। উজবেকিস্তানের হয়ে পরের চারটে অলিম্পিকে নেমেছিলেন তিনি। তার পর আবার জার্মান টিমের হয়ে অলিম্পিকে নামেন ওকসানা। সে সময় ছেলের লিউকোমিয়ার চিকিৎসা চলছিল জার্মানিতে। ২০১৬ সালে আবার উজবেক টিমের হয়ে অলিম্পিকে দেখা যায় তাঁকে। মোট দুটো অলিম্পিক পদক রয়েছে ঝুলিতে।
ওকসানা বলেছিলেন, ‘২০২২ সালের এশিয়ান গেমসে নামব ঠিক করেছি। উজবেকিস্তানের হয়ে পদক না জিতে কেরিয়ার শেষ করতে চাই না।’ কোভিডের কারণে সেই গেমস পিছিয়ে গিয়েছিল আরও এক বছর। বয়স যতই বাড়ুক, এই ওকসানা চুসোভিতানা কিন্তু আজও লড়াই করে চলেছেন অসমবয়সীদের সঙ্গে। এই এশিয়ান গেমসে যাঁরা নেমেছেন, তাঁরা অনেকেই এই শতাব্দীতে জন্মেছেন। তাতেও ওকসানাকে থামানো যাচ্ছে না। আর্টিস্টিক ভল্টের যোগ্যতা পর্বে পঞ্চম হয়েছেন। তিনি ফ্লোরে নামলেই দর্শকরা অভিবাদন জানাচ্ছেন। বয়সকে হার মানানো তো সোজা কথা নয়!