Korea Open: দুরন্ত প্রত্যাবর্তন লক্ষ্যর, হেরে বিদায় প্রণয়ের
প্রথম গেম হেরে চাপে পড়ে গিয়েছিলেন ভারতীয় তরুণ শাটলার। সেখান থেকে দুরন্ত কামব্যাক। পরের দুটো সেটে কোরিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দেন লক্ষ্য। খেলার ফল ১৪-২১, ২১-১৬ আর ২১-১৮। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে ম্যাচটা।
সাঞ্চিয়ন: কোরিয়া ওপেনে জয় দিয়ে যাত্রা শুরু করলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ভারতীয় শাটলার। সম্প্রতি জার্মান ওপেন আর অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপ জিতেছেন লক্ষ্য সেন। এ বার তাঁর নজর কোরিয়া ওপেনে। গত জানুয়ারিতে ইন্ডিয়া ওপেন জিতে শোরগোল ফেলে দেন লক্ষ্য সেন। তারপর জার্মান ওপেন আর অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপ খেতাব জেতেন ভারতীয় তরুণ শাটলার। ফলে কোরিয়া ওপেনে তাঁর কাছে প্রত্যাশা অনেক বেশি। ইন্দোনেশিয়ার অ্যান্থনি গিন্টিং, জোনাথান ক্রিস্টি, বিশ্ব চ্যাম্পিয়ন লো কিন ইউ, মালয়েশিয়ার লি জি জিয়া এবং তাইল্যান্ডের কুনালভাট ভিতিদসার্নরা খেলছেন এই ওপেনে। বিশ্বের ২৫ নম্বর শাটলার কোরিয়ার লু গুয়াং জু-কে হারিয়ে যাত্রা শুরু করলেন লক্ষ্য সেন।
প্রথম গেম হেরে চাপে পড়ে গিয়েছিলেন ভারতীয় তরুণ শাটলার। সেখান থেকে দুরন্ত কামব্যাক। পরের দুটো সেটে কোরিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দেন লক্ষ্য। খেলার ফল ১৪-২১, ২১-১৬ আর ২১-১৮। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে ম্যাচটা। লক্ষ্যর পাশাপাশি মেয়েদের সিঙ্গলসে মালবিকা বাসোঁড়ও দ্বিতীয় রাউন্ডে উঠলেন। তিনিও প্রথম গেমে পিছিয়ে পড়েছিলেন। তাঁর খেলার ফল ২০-২২, ২২-২০, ২১-১০। হাড্ডাহাড্ডি দ্বিতীয় গেম গড়ায় টাইব্রেকারে।
টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই লক্ষ্য সেন প্রথম দিন জয় পেলেও অন্যদিকে অঘটন। প্রথম দিনই হেরে কোরিয়া ওপেন থেকে বিদায় এইচএস প্রণয়ের। সুইস ওপেনের ফাইনালিস্ট প্রথম দিনই স্ট্রেট গেমে হেরে গেলেন মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে। বিশ্বের ৭৪ নম্বরের কাছে হার প্রণয়ের। খেলার ফল ১৭-২১, ৭-২১। ৪১ মিনিটের ঝড়েই উড়ে যান ভারতীয় শাটলার।
ডাবলসেও ভারতের ব্যর্থতা দেখে গেল প্রথম দিন। ছেলেদের জুটি কৃষ্ণপ্রসাদ গর্গ ও বিষ্ণুবর্ধন পাঞ্জালা হারলেন স্ট্রেট গেমে। ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের কাছে তাঁরা স্ট্রেট গেমে হেরে যান। বোক্কা নবনীত ও সুমিত রেড্ডি জুটিও মালয়েশিয়ার জুটির কাছে স্ট্রেট গেমে হেরে যান।
আরও পড়ুন: KL Rahul: বিরাটের পথেই রাহুল