Korea Open: কোরিয়া ওপেন অভিযানে সিন্ধু, লক্ষ্য
সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল আর সুইস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর কোরিয়া ওপেনেও দুরন্ত পারফর্ম করতে তৈরি পিভি সিন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন লামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবেন। পরের ম্যাচে তাঁর প্রতিপক্ষ হতে পারেন আয়া ওহোরি।
সানচিয়ন: মঙ্গলবার থেকে শুরু কোরিয়া ওপেন। সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে মঙ্গলবার থেকেই কোর্টে নামছেন লক্ষ্য সেন (Lakshya Sen) আর দু’বারের অলিম্পিক পদকজয়ী তারকা পিভি সিন্ধু (PV Sindhu)। সম্প্রতি জার্মান ওপেন আর অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপ জিতেছেন লক্ষ্য সেন। এ বার তাঁর নজর কোরিয়া ওপেনে। বিশ্বের ২৫ নম্বর শাটলার চিনের লু গুয়াং জু-র বিরুদ্ধে খেলতে নামবেন লক্ষ্য সেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জে থেমেছিলেন। তবে গত জানুয়ারিতে ইন্ডিয়া ওপেন জিতে শোরগোল ফেলে দেন লক্ষ্য সেন। তারপর জার্মান ওপেন আর অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপ খেতাব জেতেন ভারতীয় তরুণ শাটলার। কোরিয়া ওপেন লক্ষ্যর জন্য বেশ কঠিন। ইন্দোনেশিয়ার অ্যান্থনি গিন্টিং, জোনাথান ক্রিস্টি, বিশ্ব চ্যাম্পিয়ন লো কিন ইউ, মালয়েশিয়ার লি জি জিয়া এবং তাইল্যান্ডের কুনালভাট ভিতিদসার্নরা খেলবেন এই ওপেনে।
সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল আর সুইস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর কোরিয়া ওপেনেও দুরন্ত পারফর্ম করতে তৈরি পিভি সিন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন লামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবেন। পরের ম্যাচে তাঁর প্রতিপক্ষ হতে পারেন আয়া ওহোরি।
এ ছাড়াও লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী শাটলার সাইনা নেহওয়াল, এইচএস প্রণয়, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী শাটলার কিদাম্বি শ্রীকান্তও খেলবেন এই টুর্নামেন্টে। সৈয়দ মোদী ইন্টারন্যাশনালে রানার্স আপ মালবিকা বাঁসোড়, শ্রী কৃষ্ণা প্রিয়া কুদ্রাভালি খেলবেন মেয়েদের সিঙ্গলসে। ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠী জুটি খেলবেন। এমআর অর্জুন-ধ্রুব কাপিলা জুটির পাশাপাশি মিক্সড ডাবলসে সুমিত রেড্ডি-অশ্বিনী পোনাপ্পা ও সিক্কি রেড্ডি-অশ্বিনী জুটি খেলবেন।
অল ইংল্যান্ড ওপেন থেকে দেশে ফিরে সাংবাদিক সম্মেলনে লক্ষ্য বলেছিলেন, “আমি মনে করি গত দুই সপ্তাহে আমি যে ম্যাচগুলো খেলেছি এবং আমি গিনটিং অ্যান্টনি, লি জি জিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছি এবং ভিক্টরকে প্রথম বার হারিয়েছি এবং এই দুটো টুর্নামেন্ট থেকে আমি এগুলোই নিয়ে এগোতে পারি। অল ইংল্যান্ড ওপেনে খেললে অনেক আত্মবিশ্বাস পাওয়া যায় এবং নিজের প্রতি এই বিশ্বাসটা ধরে রেখেই আমি আশা করি এই ফর্মটাও ধরে রাখতে পারব এবং ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতেও সেরাটা দিতে পারব।”
আরও পড়ুন: Mohun Bagan: মোহনবাগানের নয়া সচিবকে কি বিষয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী?