‘পরবর্তী নীরজ’এর ভিডিও ভাইরাল

৮৭.৫৮ মিটার বর্শা ছুড়ে টোকিও থেকে সোনা এনেছেন নীরজ। আর রোহন এখনই চমকে দেওয়ার মতো পারফরম্যান্স দিচ্ছেন।

'পরবর্তী নীরজ'এর ভিডিও ভাইরাল
রোহন যাদব (ছবি- মাইকেল মাসলমানের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2022 | 2:45 PM

রোহতক: টোকিও গেমসে নীরজ চোপড়ার (Neeraj Chopra) সোনা পাওয়ার পর সারা দেশ জুড়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। নতুন প্রজন্ম জ্যাভলিন (Javelin) থ্রোয়ার হতে চাইছে। ২৪ বছরের নীরজ যখন ক্যালিফোর্নিয়ায় প্রাক মরসুম প্রস্তুতি নিচ্ছেন, প্যারিস অলিম্পিকে পদক জেতার লক্ষ্যে, তখন দেশে এক জ্যাভলিন থ্রোয়ারের ভিডিও ভাইরাল। পেরুর জ্যাভলিন থ্রোয়ার কোচ মাইকেল মাসলম্যানের একটা ট্রেনিং ভিডিও রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। ১৫ বছরের এক ছেলে রোহন যাদব (Rohan Yadav) এখনই ছুড়ছেন ৬৫ মিটার!

৮৭.৫৮ মিটার বর্শা ছুড়ে টোকিও থেকে সোনা এনেছেন নীরজ। আর রোহন এখনই চমকে দেওয়ার মতো পারফরম্যান্স দিচ্ছেন। গ্রামের মেঠো পথে, ঠিকঠাক ট্রেনিং না থাকা সত্ত্বেও অবাক করা প্র্যাক্টিস তাঁর। বলা হচ্ছে, দেশেরই এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসছেন আর এক প্রতিভা। যাঁকে এখনই বলা হচ্ছে ‘পরবর্তী নীরজ’।

কোচ মাইকেল মাসলমান টুইটারে লিখেছেন, ‘৮০০ গ্রাম জ্যাভলিন ৬৫ মিটার ছুড়ছে ১৫ বছরের একটা ছেলে। ও ভারতের অন্যতম জ্যাভলিন প্রতিভা। এখনই যা ছুড়ছে, অনূর্ধ্ব ১৮ বিশ্ব মিটে প্রথম দশে জায়গা করে নিতে পারে। ওর মধ্যে প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছি। ২০২১ সাল থেকে ওকে কোচিং করাচ্ছি। সর্বভারতীয় অ্যাথলিট সংস্থাকে ওর দিকে চোখ রাখতে হবে।’

এতেই শেষ নয়, রোহনের পাশে দাঁড়ানোর আর্জিও জানিয়েছেন বিদেশি কোচ। মাইকেল মাসলমান টুইটারে লিখেছেন, ‘এই ভিডিও দেখে কেউ যদি ওকে সাহায্য করতে চায়, আমাকে জানাবেন। ওর জ্যাভলিন, জুতো, ঠিকঠাক খাবার দরকার। ৪-৬ বছরের মধ্যে ও নীরজ হয়ে উঠবে।’

আরও পড়ুন: Neeraj Chopra: ২০২৪ প্যারিস অলিম্পিক পর্যন্ত নীরজের কোচ বার্তোনিয়েত্‍জ