Pullela Gopichand: সর্বভারতীয় ব্যাডমিন্টন সংস্থার নির্বাচনে লড়ছেন গোপীচাঁদ

দিন কয়েক আগেও অবশ্য শোনা যাচ্ছিল, সচিব পদেই লড়তে চলেছেন গোপীচাঁদ। কিন্তু সর্বভারতীয় ব্যাডমিন্টন সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কাউন্সিলে থাকলে তবেই সচিব পদে নির্বাচন লড়া যায়। গোপী কার্যকরী কাউন্সিলে না থাকায় সচিব পদে মনোনয়ন জমা করতে পারলেন না। তাই শেষ মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার সিদ্ধান্ত নিয়ে হয়েছে তাঁকে।

Pullela Gopichand: সর্বভারতীয় ব্যাডমিন্টন সংস্থার নির্বাচনে লড়ছেন গোপীচাঁদ
Pullela Gopichand: সর্বভারতীয় ব্যাডমিন্টন সংস্থার নির্বাচনে লড়ছেন গোপীচাঁদ (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2022 | 7:46 PM

হায়দরাবাদ: সর্বভারতীয় ব্যাডমিন্টন সংস্থার নির্বাচনে হঠাৎ জমজমাট নাটক। ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার জন্য মনোনয়ন জমা করলেন প্রাক্তন প্লেয়ার পুল্লেলা গোপীচাঁদ (Pullela Gopichand)। তাঁর মতো নামী কোচ নির্বাচনে নেমে পড়ায় ক্রীড়মহলের বেশ আলোড়ন পড়ে গিয়েছে। অনেকেই তাঁর নির্বাচনে নামাকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন। ভারতীয় খেলাধুলোর নানা সংগঠনগুলোতে প্লেয়ারদের অগ্রাধিকার দেওয়ার কথা বারবার বলা হয়। আদতে ছবিটা উল্টো। খেলোয়াড় নন এমন রাজনৈতিক ব্যক্তিত্বরাই বিভিন্ন সংগঠনের বড় পদগুলো আঁকড়ে থাকেন। তাতে খেলায়াড়দেরই নানা সমস্যার মুখে পড়তে হয়। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নির্বাচনে সেই ছবিটা পাল্টাতে চলেছে। শুধু গোপীচাঁদ নন, আর এক ভারতীয় কোচ সঞ্জয় মিশ্রও নেমে পড়েছেন নির্বাচনে। সচিব পদে লড়বেন তিনি।

দিন কয়েক আগেও অবশ্য শোনা যাচ্ছিল, সচিব পদেই লড়তে চলেছেন গোপীচাঁদ। কিন্তু সর্বভারতীয় ব্যাডমিন্টন সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কাউন্সিলে থাকলে তবেই সচিব পদে নির্বাচন লড়া যায়। গোপী কার্যকরী কাউন্সিলে না থাকায় সচিব পদে মনোনয়ন জমা করতে পারলেন না। তাই শেষ মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার সিদ্ধান্ত নিয়ে হয়েছে তাঁকে। যদি জেতেন, তা হলে আট ভাইস প্রেসিডেন্টের একজন হবেন ভারতীয় টিমের চিফ কোচ।

২৫ মার্চ সর্বভারতীয় ব্যাডমিন্টন সংস্থার নির্বাচন। ১৯ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগেই মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ। যা জানা যাচ্ছে, হিমন্ত বিশ্ব শর্মা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট পদে জিতে যাবেন। তবে গোপীর বিএআইয়ের পরিচালন সমিতিতে আসার এই উদ্যোগ নিশ্চিত ভাবেই ভারতীয় ব্যাডমিন্টনের ক্ষেত্রে বড় একটা দিক। সাইনা নেহওয়াল, পিভি সিন্ধুদের মতো অলিম্পিকে পদক পাওয়া অ্যাথলিটদের তৈরি করেছেন তিনি। হায়দরাবাদে তাঁর অ্যাকাডেমি থেকে উঠে আসছে নতুন প্রজন্মের তারকারা। সেই গোপী যদি বিএআইয়ের পরিচালন সমিতিতে ঢুকে পড়েন, প্লেয়ারদেরই লাভ হবে, এমনই বলছে ব্যাডমিন্টন মহল।

আরও পড়ুন: IPL 2022 GT Fixtures: এক নজরে দেখে নিন আসন্ন আইপিএলে নতুন দল গুজরাতের সূচি

আরও পড়ুন: ISL 2021-22: ওগবেচেদের রুখতে পাল্টা আক্রমণই হাতিয়ার সবুজ-মেরুনের

আরও পড়ুন: Cricket: বলে থুতু নিষিদ্ধ করা নিয়ে কী প্রতিক্রিয়া বল প্রস্তুতকারক সংস্থাগুলোর?