Korea Open: জয় দিয়ে যাত্রা শুরু সিন্ধু, শ্রীকান্তের
মার্কিন যুক্তরাষ্ট্রের লৌরেন লামকে ২১-১৫, ২১-১৪ ব্যবধানে হারান পিভি সিন্ধু। টুর্নামেন্টের তৃতীয় বাছাইয়ের সামনে দাঁড়াতেই পারেননি মার্কিন যুক্তরাষ্ট্রের শাটলার। পরের ম্যাচে জাপানের আয়া ওহোরির বিরুদ্ধে খেলবেন ভারতীয় শাটলার।
সাঞ্চিয়ন: মঙ্গলবার জয় দিয়ে শুরু করেছিলেন লক্ষ্য। বুধবার কোরিয়া ওপেনে (Korea Open) জয় দিয়ে যাত্রা শুরু পিভি সিন্ধুর (PV Sindhu)। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষকে সহজেই উড়িয়ে দেন হায়দরাবাদের শাটলার। অলিম্পি দু’বারের পদকজয়ী শাটলার মুখিয়ে রয়েছেন কোরিয়া ওপেন জয়ের জন্য। আর শুরুটাই করলেন মসৃণ গতিতে। প্রথম ম্যাচেই স্ট্রেট গেমে জিতে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিলেন ভারতীয় শাটলার। সম্প্রতি সুইস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন সিন্ধু। তাই ফর্মের মধ্যে থাকা হায়দরাবাদের শাটলার কোরিয়া ওপেন থেকে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরতে চান। মালয়েশিয়ার ৩৫ নম্বর টেনিস খেলোয়াড়কে অনায়াসেই হারিয়ে প্রতিপক্ষদের হুঁশিয়ার দিয়ে রাখলেন সিন্ধু। কোরিয়া ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টনে প্রথম দিনেই সিন্ধু দেখাল তাঁর কেরামতি।
মার্কিন যুক্তরাষ্ট্রের লৌরেন লামকে ২১-১৫, ২১-১৪ ব্যবধানে হারান পিভি সিন্ধু। টুর্নামেন্টের তৃতীয় বাছাইয়ের সামনে দাঁড়াতেই পারেননি মার্কিন যুক্তরাষ্ট্রের শাটলার। পরের ম্যাচে জাপানের আয়া ওহোরির বিরুদ্ধে খেলবেন ভারতীয় শাটলার।
সিন্ধুর পাশাপাশি ব্যাডমিন্টনে জয় দিয়ে যাত্রা শুরু করলেন কিদাম্বি শ্রীকান্তও। পালমা স্টেডিয়ামে মালয়েশিয়ার ড্যারেন লিউকে স্ট্রেট গেমে উড়িয়ে দেন ভারতীয় শাটলার। টুর্নামেন্টের পঞ্চম বাছাই শ্রীকান্ত পরের ম্যাচে ইজরায়েলের মিশা জিলবারম্যানের বিরুদ্ধে খেলবেন।
ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি আর চিরাগ শেঠী জুটিও দ্বিতীয় রাউন্ডে উঠলেন। অন্য দিকে অর্জুন ও ধ্রুব কাপিলা জুটিও পরবর্তী রাউন্ডে ওঠার ছাড়পত্র অর্জন করেছেন। কোরিয়ার তাই ইয়াং শিন ও ওয়াং চ্যান জুটিকে স্ট্রেট গেমে হারান সাত্ত্বিক-চিরাগ জুটি। সিঙ্গাপুরের হি ইয়ং কাই ও লো কিনের বিরুদ্ধে পরের ম্যাচে খেলবেন তাঁরা। অর্জুন আর ধ্রুব খেলবেন ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে।