Asia Championships: এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিন্ধু-সাইনার জয়, লক্ষ্যর হার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 27, 2022 | 7:44 PM

এশিয়া চ্যাম্পিয়নশিপে (Asia Championships) শুরুতেই একদিকে ভারতের (India) জন্য ধাক্কা তো অন্যদিকে স্বস্তিও রয়েছে।

Asia Championships: এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিন্ধু-সাইনার জয়, লক্ষ্যর হার
Asia Championships: এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিন্ধু-সাইনার জয়, লক্ষ্যর হার

Follow Us

ম্যানিলা: এশিয়া চ্যাম্পিয়নশিপে (Asia Championships) শুরুতেই একদিকে ভারতের (India) জন্য ধাক্কা তো অন্যদিকে স্বস্তিও রয়েছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ভারতীয় তরুণ তারকা শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। তবে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়াল (Saina Nehwal) প্রথম রাউন্ডের ম্যাচেই জিতেছেন। পাশাপাশি দু’বারের অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধুও (PV Sindhu) এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শুরুটা জয় দিয়েই করলেন। লক্ষ্যর মতোই হতাশ করেছেন বি সাই প্রণীত। তবে কিদাম্বি শ্রীকান্ত পৌঁছে গিয়েছেন পরের রাউন্ডে।

দক্ষিণ কোরিয়ান প্রতিপক্ষ সিম ইউ জিনকে ৫৪ মিনিটের মধ্যে হারান সাইনা। চোট সারিয়ে কোর্টে ফিরেই জয় পেলেন অলিম্পিকে পদক জয়ী সাইনা। জিন ইউকে ২১-১৫, ১৭-২১, ২১-১৩ ব্যবধানে হারান সাইনা। অন্য়দিকে চাইনিজ তাইপেই প্রতিপক্ষ পিভি সিন্ধু পাই ইউ পো-কে হারান ১৮-২১, ২৭-২৫, ২১-১৯ ব্যবধানে।

দুর্দান্ত শুরু করেও শেষ অবধি প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পাওয়া লক্ষ্যকে। টুর্নামেন্টের পঞ্চম বাছাই লক্ষ্য চিনের লি শি ফেং-এর কাছে প্রথম রাউন্ডের ম্যাচে ২১-১২, ১০-২১, ১৯-২১ ব্যবধানে হারেন। মাত্র ৫৬ মিনিটেই শেষ হয়ে যায় লক্ষ্য-লি-র লড়াই। ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে স্ট্রেট গেমে (১৭-২১, ১৩-২১) হারেন বিশ্বের ১৯ নম্বর তারকা প্লেয়ার বি সাই প্রণীত। তবে ভারতীয় তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত মালেশিয়ান শাটলার এনজি ইংয়ের বিরুদ্ধে স্ট্রেট গেমে (২২-২০, ২১-১৫) জিতেছেন।

আরও পড়ুন: GT vs SRH LIVE Score, IPL 2022: উইলিয়ামসনের অরেঞ্জ আর্মিকে শুরুতে ব্যাটিংয়ে পাঠালেন গুজরাতের নেতা হার্দিক

আরও পড়ুন: Michael Slater: গার্হস্থ্য হিংসার অভিযোগ, মানসিক হাসপাতালে পাঠানো হল মাইকেল স্লেটারকে

আরও পড়ুন: IPL 2022 DC vs KKR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ

Next Article