GT vs SRH, IPL 2022 Match 40 Result: উমরানের ফাইফার কাজে এল না, ৫ উইকেটে জয় গুজরাতের
Gujarat Titans vs Sunrisers Hyderabad Live Score in Bangla: দেখুন গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
মুম্বই: আজ বুধবার, আইপিএল-১৫-র (IPL 2022) ৪০তম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। চলতি আইপিএলে এর আগে একমাত্র হায়দরাবাদের কাছেই হেরেছিল গুজরাত। ১১ এপ্রিল আইপিএলের ম্যাচে প্রথম সাক্ষাতে ৮ উইকেটে জিতেছিলেন উইলিয়ামসনরা। ফলে আজকের ম্যাচে সেই হারের বদলা নেওয়ার সুযোগ ছিল হার্দিকদের সামনে। টসে জিতে শুরুতে নিজামের শহরের দলকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে হায়দরাবাদ। অরেঞ্জ আর্মির হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার অভিষেক শর্মা (৬৫)। এবং দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে এইডেন মার্করামের ব্যাটে (৫৬)। ম্যাচ জিততে হলে গুজরাতকে তুলতে হত ১৯৬ রান। শেষ বল অবধি ম্যাচের ভাগ্য ঠিক ছিল না। কিন্তু অবশেষে শেষ হাসি ফুটল হার্দিকদের মুখে। ৫ উইকেটে ম্যাচ জিতে নিল টাইটান্সরা। গুজরাতের হয়ে সর্বোচ্চ রান করেছেন ঋদ্ধিমান সাহা (৬৮)। ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন উমরান। কিন্তু তাতে তাঁর দল জিতল না।
Key Events
চলতি আইপিএলে একমাত্র হায়দরাবাদের কাছেই হেরেছিল গুজরাত। ১১ এপ্রিল আইপিএলের ম্যাচে প্রথম সাক্ষাতে ৮ উইকেটে জিতেছিলেন উইলিয়ামসনরা। আজ ৫ উইকেটে জিতল গুজরাত। ফলে ফিরতি ম্যাচেই বদলা নিয়ে ফেলল টাইটান্সরা।
হায়দরাবাদ না জিতলেও গতির ঝড় তোলা উমরান কিন্তু নজর কেড়েছেন। আজ গুজরাতের ৫টি উইকেটেই গিয়েছে তাঁর ঝুলিতে। তিনি ৪ ওভার বল করে ২৫ রান খরচ করেছিলেন।
LIVE Cricket Score & Updates
-
শেষ ওভারে রশিদ ম্যাজিকে জয় গুজরাতের
৫ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স।
-
খেলা বাকি ২ ওভারের
১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে গুজরাত। ম্যাচ জিততে এখনও হার্দিকদের প্রয়োজন ১২ বলে ৩৫ রান।
-
-
উমরানের ফাইফার
গুজরাত টাইটান্সের ৫টি উইকেট তুলে নিলেন উমরান মালিক। ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে মোট ৫টি উইকেট তুলে নিয়েছেন উমরান।
HE'S GOT 5️⃣ WICKETS. WE REPEAT. HE'S GOT 5️⃣ WICKETS. ??#JammuExpress #GTvSRH #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/hPJhkIfeTF
— SunRisers Hyderabad (@SunRisers) April 27, 2022
-
১৫ ওভারে গুজরাত ১৩৫/৩
- খেলা বাকি ৫ ওভারে।
- শুরুর ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছে গুজরাত।
- ম্যাচ জিততে টাইটান্সদের প্রয়োজন ৩০ বলে ৬১ রান।
-
ঋদ্ধির হাফসেঞ্চুরি
২৮ বলে হায়দরাবাদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ঋদ্ধিমান সাহা।
FIFTY for Saha! ?
???? ??? ????? ???? ????, Saha bhai. #AavaDe pic.twitter.com/nurgT5Hddh
— Gujarat Titans (@gujarat_titans) April 27, 2022
-
-
১০ ওভারে গুজরাত ৯১/২
- প্রথম ১০ ওভারের খেলা শেষ।
- ভালো ছন্দেই রয়েছে গুজরাত।
- শুরুর ১০ ওভারে ২ উইকেট হারিয়ে টাইটান্সরা তুলেছে ৯১ রান।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান তুলেছে গুজরাতের ওপেনিং জুটি।
- ম্যাচ জিততে গুজরাতের চাই ৮৪ বলে ১৪৭ রান।
-
৫ ওভারে গুজরাত ৪৭/০
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- শুরুর ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৭ রান তুলেছে গুজরাত টাইটান্স।
- গুজরাতের হয়ে ভালো শুরু করেছেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা জুটি।
-
১৯৫ রানে থামল অরেঞ্জ আর্মি
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রানে থামল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ জিততে হার্দিকের দলকে তুলতে হবে ১২০ বলে ১৯৬ রান
-
মার্করামের হাফসেঞ্চুরি
১৬.৫ ওভারে ছয় মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন এইডেন মার্করাম।
He was Aidin' @IamAbhiSharma4, but now he's taking over. What a 5️⃣0️⃣ by @AidzMarkram. ??#GTvSRH #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/NpI2k7Hbgz
— SunRisers Hyderabad (@SunRisers) April 27, 2022
-
১৫ ওভারে হায়দরাবাদ ১৪০/২
- খেলা বাকি ৫ ওভারের।
- প্রথম ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে হায়দরাবাদ।
-
অভিষেকের হাফসেঞ্চুরি
গুজরাতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন অভিষেক শর্মা।
He's taken the game by the scruff, and given us momentum with a crucial 5️⃣0️⃣, @IamAbhiSharma4. ??#GTvSRH #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/f0QQZd3Ch3
— SunRisers Hyderabad (@SunRisers) April 27, 2022
-
১০ ওভারে হায়দরাবাদ ৮৪/২
- প্রথম ১০ ওভারের খেলা শেষ।
- শুরুর ১০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে হায়দরাবাদ।
- মার্করাম-অভিষেক জুটিতে এগিয়ে যাচ্ছে অরেঞ্জ আর্মি।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- ৬ ওভারে হায়দরাবাদের স্কোর ৫৩/২
- ক্রিজে রয়েছেন এইডেন মার্করাম ও অভিষেক শর্মা।
-
৫ ওভারে হায়দরাবাদ ৪৪/২
- প্রথম ৫ ওভারের মধ্যে ক্যাপ্টেন উইলিয়ামসন ও রাহুল ত্রিপাঠীর উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে হায়দরাবাদ।
- পঞ্চম ওভারের শেষে মহম্মদ সামির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রাহুল ত্রিপাঠী (১৬)।
-
৩ ওভারে হায়দরাবাদ ২৬/১
- প্রথম ৩ ওভারের খেলা শেষ।
- ক্রিজে রাহুল ত্রিপাঠী ও অভিষেক শর্মা।
- শুরুর তিন ওভারে উইলিয়ামসনের উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে হায়দরাবাদ।
- ৮ বলে ৫ রান করে মহম্মদ সামির শিকার হয়েছেন কেন উইলিয়ামসন।
-
হায়দরাবাদের ইনিংস শুরু
হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে নামলেন কেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা
-
গুজরাতের প্রথম একাদশ
গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, যশ দয়াল, লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি, আলজারি জোসেফ।
Titans march in… unchanged ?#GTvSRH | #AavaDe | #SeasonOfFirsts pic.twitter.com/kzESisrxQO
— Gujarat Titans (@gujarat_titans) April 27, 2022
-
হায়দরাবাদের প্রথম একাদশ
দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, মার্কো জ্যানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।
Here's our Playing 1️⃣1️⃣ for this big game at Wankhede tonight ?#GTvSRH #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/GAeKN91T5U
— SunRisers Hyderabad (@SunRisers) April 27, 2022
-
টস আপডেট
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
-
মিশন গুররাতের জন্য তৈরি উইলিয়ামসনের অরেঞ্জ আর্মি
আর কিছুক্ষণ পর ওয়াংখেড়েতে গুজরাত-হায়দরাবাদ দ্বৈরথ।
Agents of F.I.E.L.D. — Riser Edition. ?
Enroute for Mission GT. ?#GTvSRH #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/x6x62yFF9R
— SunRisers Hyderabad (@SunRisers) April 27, 2022
-
হায়দরাবাদের মুখে নামার জন্য টাইটান্সরা তৈরি
অরেঞ্জ আর্মির বিরুদ্ধে নামার জন্য তৈরি হার্দিকের গুজরাত টাইটান্স।
Redemption ke liye Titans raazi hai ?#MatchDay #GTvSRH
[?: Raazi – Arijit Singh | Gulzar | Shankar Ehsaan Loy | Zee Music Company] pic.twitter.com/MuYV86NGha
— Gujarat Titans (@gujarat_titans) April 27, 2022
-
চলতি আইপিএলে প্রথম সাক্ষাতের ফল
চলতি আইপিএলে একমাত্র হায়দরাবাদের কাছেই হেরেছিল গুজরাত। ১১ এপ্রিল আইপিএলের ম্যাচে প্রথম সাক্ষাতে ৮ উইকেটে জিতেছিলেন উইলিয়ামসনরা। ফলে আজকের ম্যাচে সেই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে হার্দিকদের সামনে।
-
পয়েন্ট টেবলে কোন দল কোথায়
মোট পয়েন্ট ১২ নিয়ে লিগ টেবলের দুই নম্বরে রয়েছেন শুভমনরা। ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে রয়েছেন অভিষেক শর্মারা।
Published On - Apr 27,2022 6:30 PM